For Quick Alerts
For Daily Alerts
(সিনেমা রিভিউ) নাম শাবানা : হলে ঢোকার আগে স্যারিডন আর কফি অবশ্যই সঙ্গে রাখুন
একটা ছোট্ট গাডারকে টেনেটেনে আপনি যদি লম্বা করতে যান কী হবে? সেটা ছিঁড়ে যাবে। এই ছবির অবস্থাও একই। একটা শর্টফিল্ম গোছের ছবিতে টেনে টেনে বাড়িয়ে পূর্ণ দৈর্ঘ্যের ছবি বানাতে গিয়েছেন পরিচালক। ব্যস পুরোটাই ছড়িয়ে ছিটিয়ে যা তা অবস্থা আর কি।
বেবি ছবিতে কাঠমণ্ডুর হোটেলে একটা ছোট অ্যাকশন দৃশ্যে দেখা গিয়েছিল তাপসীকে। তাপসীর অ্যাকশন স্টান্ট সবাইকে মুগ্ধ করেছিল। আর সেই প্রশংসাই একটু বেশি সিরিয়াসলি নিয়ে ফেলেছেন তাপসী ও নাম শবনম ছবির পরিচালক । তাই ২ মিনিটের অ্যাকশনের জায়গায় পুরো ১৪৮ মিনিট সমর্পন করা হয়েছে তাপসীর অ্য়াকশনের জন্য।
{photo-feature}