For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশপ্রেম, ধর্মচেতনা নিয়ে কোন বার্তা দিল 'মুল্ক'! ঋষি-তাপসী অভিনীত এই ছবির গল্প অন্যস্বাদের

একটি এনকাউন্টার, আর তাকে ঘিরে বহু প্রশ্ন। প্রতিটি প্রশ্নের সঙ্গে জড়িয়ে রয়েছে দেশপ্রেম, দেশভাগ, ধর্ম, হিংসা আর রাজনৈতিক দিক।

  • |
Google Oneindia Bengali News

Rating:
3.0/5
Star Cast: ঋষি কাপুর, তাপসী পান্নু, অশুতোষ রাণা, প্রতীক বব্বর
Director: অনুভব সিনহা

একটি এনকাউন্টার, আর তাকে ঘিরে বহু প্রশ্ন। প্রতিটি প্রশ্নের সঙ্গে জড়িয়ে রয়েছে দেশপ্রেম, দেশভাগ, ধর্ম, হিংসা আর রাজনৈতিক দিক। আর সেই প্রশ্নের দোলাচলে একটি কোর্টরুমকে উত্তপ্ত করে তোলে। প্রশ্নের মুখে দাঁড় করায় প্রত্যেককে। এভাবেই ক্লাইম্যাক্স পর্যন্ত দর্শককে বিভিন্ন ভাবনায় ভাবিয়েছে 'মুল্ক'। অনুভব সিনহা পরিচালিত এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ঋষি কাপুর ও তাপসী পান্নু। ছবির গল্পের প্রতিটি পরত যতটা কাঁটা দিয়েছে, ততটাই বড় প্রশ্ন তুলে ধরেছে সমাজের সমস্ত মহলের সামনে।

প্রেক্ষাপট

প্রেক্ষাপট

'কাগজের নক্সায় কাটা সীমান্তের দাগ দিয়ে মুল্ক তৈরি হয় না.. মুল্ক তৈরি হয় রং দিয়ে.. ভাষা দিয়ে.. ধর্ম দিয়ে.. জাত দিয়ে..' । কোর্টের মধ্যের এক উত্তপ্ত পরিস্থিতিতে আইনজীবী আর্তি মহম্মদ (তাপসী পান্নু)র এই সংলাপই জানান দেয় অনুভব সিনহার এই ছবি সমাজচেতনার কতটা গভীরে যেতে পারে। উত্তরপ্রদেশের এক মধ্যবিত্ত মুসলিম পরিবারের ছেলে শাহিদ মোহম্মদ একটি জঙ্গি কার্যকলাপে যোগ দেয়। যাকে এনকাউন্টারে খতম করে নিরাপত্তা বাহিনী। যার নেতৃত্ব দেন দানিশ জাভেদ (রজত কাপুর)। এরপর থেকে জটিল সমস্যায় পড়েন শাহিদের বাবা মুরাদ আলি মোহম্মদ (ঋষি কাপুর) ও তাঁর পরিবার। তাঁদের কাছে প্রশ্ন ওঠে দেশপ্রেম ঘিরে, প্রশ্ন তোলা হয় দেশের প্রতি তাঁর পরিবারের দায়বদ্ধতা ঘিরে, প্রশ্ন ওঠে তাঁর ভারত বিষয়ক চেতনাকে ঘিরে। নিজের প্রতিরক্ষায় একের পর এক জবাব দিতে দিতে ক্লান্ত হয়ে ওঠে পরিবার। এরপর শুরু হয় জবাবদিহি ছেড়ে মুরাদের প্রশ্ন তোলার পালা। যার ক্লাইম্যাক্স অনবদ্য।

[আরও পড়ুন:দর্শকের মন কি প্রজাপতি হয়ে ছুঁতে পারল 'পিউপা'][আরও পড়ুন:দর্শকের মন কি প্রজাপতি হয়ে ছুঁতে পারল 'পিউপা']

অভিনয়

অভিনয়

এই ছবিতে টান টান অভিনয় দক্ষতার লড়াই চলেছে তাপসী পান্নু ও ঋষি কাপুরের মধ্যে। 'মুল্ক' -এর অন্যতম সম্পদ ঋষি কাপুরের অনবদ্য অভিনয়। আশুতোষ রাণার এই ছবির অন্যতম আবিষ্কার।

[আরও পড়ুন:ঘন ঘন 'ভাল্লাগছেনা' -র সমস্যা কাটাতে ঋত্বিকের 'হ্যাপি পিল' চেখে দেখুন][আরও পড়ুন:ঘন ঘন 'ভাল্লাগছেনা' -র সমস্যা কাটাতে ঋত্বিকের 'হ্যাপি পিল' চেখে দেখুন]

পরিচালনা

পরিচালনা

এই ছবির মাধ্যমে বিস্তবিক কিছু প্রশ্ন তুলে ধরা নিঃসন্দেহে একটি সাহসী কাজ। ক্রমাগত ভারতীয় চলচ্চিত্র সেই সাহসীকতার পথে এগিয়ে চলেছে। আর সেই পর্বে আরও একটি ধাপ যোগ করল অনুভব সিনহার 'মুল্ক'। অনবদ্য কোর্টরুম-ড্রামাকে কেন্দ্র করে একটি
ঘটনার পর্যায়ক্রম রচনায় তিনি কতটা পারদর্শী আরও একবার প্রমাণ দিলেন অনুভব।

সবশেষে

সবশেষে

সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, তথা সামাজ-চেতনার দিক থেকেও ছবি বেশ গুরুত্বপূর্ণ। টানটান উত্তেজনায় ঠাসা এই ছবি একটি নিঃসন্দেহে ২০১৮ সালের একটি বড় পাওনা।

English summary
Mulk Movie Review in Bengali:Rishi kapoor, Tapsee Pannu starrer makes a mark .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X