For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টলি পাড়ায় সুপাস্টার-মেগাস্টার লড়াই, 'ককপিট'কে জোর টক্কর বুম্বার 'ইয়েতি অভিযান'-এর

কাকাবাবু সিরিজে ,প্রসেনজিৎ-সৃজিত জুটির 'মিশর রহস্য' যদিও সেভাবে বক্স অফিসে সাড়া ফেলতে পারেনি, তবে দ্বিতীয় ছবি 'ইয়েতি অভিযান' নিয়ে বেশ আশাবাদী এই ছবির গোটা টিম।

  • |
Google Oneindia Bengali News

একটা সময়ে পুজো সংখ্যার বই মানেই 'কাকাবাবুর' গল্প। বাঙালির একটা গোটা প্রজন্মের কাছে কাকাবাবুর অভিযানের রোমহর্ষক গল্পের আকর্ষণ ছিল মারাত্মক। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা এই কিশোর সাহিত্য যখন সেলুলয়েড বন্দি হল, তখন থেকেই ফিল্ম ঘিরে দর্শকদের বেশ কৌতূহল ছিল। কাকাবাবু সিরিজে ,প্রসেনজিৎ-সৃজিত জুটির 'মিশর রহস্য' যদিও সেভাবে বক্স অফিসে সাড়া ফেলতে পারেনি, তবে দ্বিতীয় ছবি 'ইয়েতি অভিযান' নিয়ে বেশ আশাবাদী এই ছবির গোটা টিম।

গল্প

গল্প

স্নো ম্যান ইয়েতির খোঁজে এবার রোমহর্ষক অভিযানে বেরিয়েছেন কাকাবাবু (প্রসেনজিৎ)। সঙ্গে অবশ্যই রয়েছে সন্তু (আরিয়ান)। রহস্য উন্মোচনে কাকাবাবু পৌঁছেছেন গোরক্ষেপ মালভূমিতে। সেখানে ইয়েতির আক্রমণের খবর পেয়েই পৌঁছে যান কাকাবাবু ও সন্তু। বরফে মোড়া দুর্গম পাহাড় পেরিয়ে কাকাবাবু উদ্ঘাটন করেন, ঘটনার নেপথ্যের আসল সত্য।

 অভিনয়

অভিনয়

দিনকে দিন অভিনয়ের নতুন দক্ষতা নিয়ে নিজেকে পেশ করছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। নিজের অভিনয়ের ঘরানাকে দিন বদলের সঙ্গে সঙ্গে নতুন মোড়কে তুলে ধরছেন তিনি। এই ছবিতেও নিজের ১০০ শতাংশ দিয়েছেন 'অভিনেতা' প্রসেনজিৎ। তবে টলিউডেরর এই মেগাস্টারকে অভিনয়ে যোগ্য সঙ্গত দিতে গিয়ে একটু পিছিয়ে পড়েছে আরিয়ান।

পরিচালনা

পরিচালনা

নিজের সেরাটা উজার করে দিতে কোনও দিনও একটু জমি ছাড়েন না পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। এ ছবিতেও তাই রিয়্যাল লোকেশনে গিয়ে প্রায় ৩ ফুট বরফে গোটা টিম নিয়ে শ্যুটিং করেছেন সৃজিত। তবে চিত্রনাট্যকে সাজাবার ক্ষেত্রে আরও একটু সচেতনতা আশা করেছিলেন সৃজিত-প্রেমীরা।

প্রযোজনা

প্রযোজনা

ছবির প্রযোজনা করেছে এসভিএফ এন্টারটেনমেন্ট। গোটা ছবিতে যেভাবে রিল্যাল লোকেশনে শ্যুটিং করা হয়েছে, তার জন্য় ইতিমধ্যেই প্রযোজক মনি মোহতার সাহসের প্রশংসা করেছেন মেগাস্টার প্রসেনজিৎ। এসভিএফ ছাড়াও ছবি প্রযোজনা করেছে বাংলাদেশের জাস মাল্টিমিডিয়া।

 সঙ্গীত

সঙ্গীত

ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। যদিও ছবিতে গানের চেয়েও ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রয়োজন বেশি। সেই জায়গা থেকে নিজের দায়িত্ব সযত্নে পালন করেছেন ইন্দ্রদীপ। গান গেয়েছেন ছবিতে পাপন, অনুপম, রূপম ।

সবশেষে

সবশেষে

কাকাবাবুর গল্প পড়ার পর সেই রোমাঞ্চকর অনুভূতির সঙ্গে যদি এই তুলনা করেন , তাহলে পচতাতে হবে। তবে উইকেন্ডে পরিবারের সকল বয়সীদের নিয়ে দেখার মতো ছবি 'ইয়েতি অভিযান'।

English summary
movie review yeti obhijan: Prasenjit sparks again.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X