For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অ্যাকশনে টম! বুক ধড়ফড়ানি কি বাড়াতে পারল 'মিশন ইম্পসিবল -ফলআউট'

ফের অ্যাকশনে টম ক্রুজ। 'মিশন ইম্পসিবল' সিরিজ ভক্তদের কাছে অন্যতম আকর্ষণ তিনিই। কিছুটা নস্টালজিয়াকে সঙ্গে রেখেই যে এই ছবি দেখতে হল-এ ঢুকবে দর্শ, তা বলাই বাহুল্য।

Google Oneindia Bengali News

ফের অ্যাকশনে টম ক্রুজ। 'মিশন ইম্পসিবল' সিরিজ ভক্তদের কাছে অন্যতম আকর্ষণ তিনিই। কিছুটা নস্টালজিয়াকে সঙ্গে রেখেই যে এই ছবি দেখতে হল-এ ঢুকবে দর্শক তা বলাই বাহুল্য। হলিউডের অন্যতম হার্টথ্রব আর রহস্য-রোমাঞ্চে ঠাসা গল্প, একে অপরকে ছাপিয়ে যাওয়ার চ্যালেঞ্জ নিয়েই বক্স অফিস ময়দানে নেমেছে টম ক্রুজের এই ছবি।

প্রেক্ষাপট

প্রেক্ষাপট

পৃথিবীকে অবিশ্বাস্য বিপদের হাত থেকে বাঁচাতে গত ২২ বছর ধরে লড়ে আসছে হান্ট (টম ক্রুজ)। 'মিশন ইম্পসিবল ফলআউট'-এ তার ব্যতিক্রম হয়নি। এবারও সেই দায়িত্ব এসে পড়ে হান্টের কাঁধে। এমআই ৪ থেকে ঝাঁপ মারার মত দুঃসাহসিক কাজ করতে আগেও দেখা গিয়েছে ইথান হান্টকে। আর এবার শত্রু আরও বেশি ভয়ানক , আরও বেশি ভয়ানক। কিন্তু ইথান হান্ট কি পারবেন নিজের পুরনো ক্যারিশ্মায় সমস্ত কিছু জয় করে নিতে?উত্তর দিচ্ছে ক্রিস্টোফার ম্যাককোয়েরি পরিচালিত এই ছবির ক্লাইম্যাক্স।

 অভিনয়

অভিনয়

টম ক্রুজ, রেবেকা ফার্গুসন, সাইমন পেগের স্ক্রিনটাইম নিঃসন্দেহে উপভোগ্য। অ্যাকশনে টম ক্রুজ যতটা পোক্ত ততটাই ইলসার চরিত্রে রেবেকা ফার্গুসন তাঁকে সমর্থন জুগিয়ে গিয়েছেন। আলাদা করে সাইমন পেগ নজর কেড়েছেন এই ছবিতে।

পরিচালনা

পরিচালনা

কিছুটা নস্টালজিয়ায় উস্কানি দিতে পরিচালক ক্রিস্টোফার ম্যাককোয়েরি ' মিশন ইম্পসিবল' সিরিজর পুরনো দৃশ্যকেও তুলে ধরেছেন ছবিতে। চিত্রনাট্যের অন্যতম অংশ ইথানের প্রাক্তন... তবে সমস্ত কিছুকেই গল্পের বুনোটে সুন্দর সাজিয়েছেন ম্যাককোয়েরি।

 সবশেষে

সবশেষে

প্যাচপ্যাচে বিকেলের একঘেয়েমি কাটাতে সপ্তাহান্তের শেষ বেলায় পৌঁছে যেতে পারেন 'মিশন ইম্পসিবল'-সিরিজের নতুন পর্বটি দেখতে। আর আগে থেকেই যদি আপনি টম-ভক্ত কিংবা 'মিশন ইম্পসিবল'-এর ফ্যান হয়ে থাকেন, তাহলে নতুন করে কিছু বলার নেই!

English summary
Movie Review Mission Impossible fallout:Tom Cruise steals heart.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X