For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Mere Pyare Prime Minister movie review:প্রধানমন্ত্রীকে ছোট্ট কান্নু কোন আবেদন করছে!

এই গল্প যতটা সমাজবোধের ততটাই আবেগের। চারপাশের পরিবেশ আমাদের প্রতিনিয়তই 'স্বাভাবে'র মতো মনে হতে থাকে।

  • |
Google Oneindia Bengali News

Rating:
3.0/5
Star Cast: অতুল কুরকার্নি, অঞ্জলি পাতিল
Director: রাকেশ মেহরা

এই গল্প যতটা সমাজবোধের ততটাই আবেগের। চারপাশের পরিবেশ আমাদের প্রতিনিয়তই 'স্বাভাবে'র মতো মনে হতে থাকে। আশপাশে যখন প্রতিটি মুবূর্তে জঞ্জাল , নোংরা দেখতে হয়, বা নোংরার মধ্যেই বসবাস করতে হয়, তখন 'নোংরা' কে আর আলাদা করে 'খারাপ' জিনিস বলে মনে হয়না। গোটাটাই স্বভাবে পরিণত হয়! মুম্বইয়ের এক অচেনা বস্তির ছবিতে এই 'স্বভাব' অদ্ভুতভাবে ফুটে উঠেছে ওম প্রকাশ মেহরার 'মেরে প্য়ায়ারে প্রাইমমিনিস্টার' ছবিতে।

চিত্রনাট্য

চিত্রনাট্য

কানহা (ওম কানোজিয়া)কে নিয়ে তাঁর মা সরগম (অঞ্জলি) এর সংসার চলে। মুম্বইয়ের গান্ধীনগর কলোনিতে তাঁদের সংসার চলে যায় কোনও মতে। এলাকায় সেভাবে কোনও টয়লেট নেই। ফলে বস্তি বাসিরা সকলেই খোলা জায়গাকে শৌচের কাজে ব্যবহার করেন। আর এই নোংরা পরিস্থিতি কোথাও গিয়ে স্বভাবে পরিণত হয়ে যায় কান্নুদের। এই পরিস্থিতি পাল্টাতেই প্রধানমন্ত্রীর দ্বারস্থ হতে যায় কান্নু। কিন্তু শেষমেশ কি তা পারবে?

অভিনয়

অভিনয়

ফের একবার অভিনয়ের দাপটে চমকে দিলেন অতুল কুলকর্নী। 'নিউটন' ছবির পর অঞ্জলি পাতিলকে ফের একবার বলিউড নতুন করে আবিষ্কার করার সুযোগ পেল এই ছবির হাত ধরে। সাবলীল অভিনয় দক্ষতায় অঞ্জলি পাতিল চমক দিয়ে দিলেন ফের একবার । তবে ছবিতে নজিরবহিন অভিনয় করেছেন শিশুশিল্পী ওম।

[আরও পড়ুন:মুনমুনের সঙ্গে কফির আসরে বসতে চান বাবুল! পার্টিগত দ্বন্দ্ব নিয়ে মুখ খুললেন বিজেপি সাংসদ ][আরও পড়ুন:মুনমুনের সঙ্গে কফির আসরে বসতে চান বাবুল! পার্টিগত দ্বন্দ্ব নিয়ে মুখ খুললেন বিজেপি সাংসদ ]

পরিচালনা

পরিচালনা

চেনা ছবিগুলিকে টুকরো টুকরো করে জুড়ে একটি বার্তা প্রকাশ করার কাজ নিঃসন্দহে কঠিন। কিন্তু রাকেশ ওম প্রকাশ মেহরার ছবি 'মেরে প্য়ায়ারে প্রাইমমিনিস্টার' এইভাবেই তুলে ধরেছে ছবির গল্পের নিউক্লিয়াসকে। এক কথায় এক অসামান্য বার্তা দিয়ে এই ছবি এক অন্য ভাবনায় দর্শককে ভাবতে বাধ্য করেছে।

[আরও পড়ুন; অবিলম্বে 'ভবিষ্যতের ভূত' প্রদর্শন চালু করতে হবে, সুপ্রিম নির্দেশে অপদস্থ রাজ্য সরকার][আরও পড়ুন; অবিলম্বে 'ভবিষ্যতের ভূত' প্রদর্শন চালু করতে হবে, সুপ্রিম নির্দেশে অপদস্থ রাজ্য সরকার]

English summary
Mere Pyare Prime Minister movie review: Rakeysh Omprakash Mehra delivers a fun and filthy fairy tale.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X