For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'মণিকর্ণিকা' জুড়ে শুধুই 'কুইন' কঙ্গনার ম্যাজিক! ঝাঁসির রানির কোন কাহিনি বলছে ছবি

বলিউড 'কুইন' কঙ্গনা যে নিজের তখত ছেড়ে দিতে এক চুলও রাজি নন তা আবারও প্রমাণ করে দিলেন 'মণিকর্ণিকা' ছবিতে। 'কুইন' এবার 'রানি'র রাজবেশে!

  • |
Google Oneindia Bengali News

Rating:
3.5/5
Star Cast: কঙ্গনা রানাওয়াত, যিশু সেনগুপ্ত, অতুল কুলকার্নি
Director: রাধাকৃষ্ণ জাগরালমুড়ি

বলিউড 'কুইন' কঙ্গনা যে নিজের তখত ছেড়ে দিতে এক চুলও রাজি নন তা আবারও প্রমাণ করে দিলেন 'মণিকর্ণিকা' ছবিতে। 'কুইন' এবার 'রানি'র রাজবেশে! স্বাধীনতা আন্দোলেনর প্রেক্ষাপটে ঝাঁসির রানির অসামান্য লড়াইয়ের কাহিনি সেলুলয়েডে তুলে ধরল 'মণিকর্ণিকা'। রাধা কৃষ্ণা জগরলমুড়ি ও কঙ্গনার পরিচালিত এই ছবি রাজপুতানা লড়াইয়ের এক রক্তাক্ত ইতিহাসকে তুলে কোন বার্তা দিল দেখে নেওয়া যাক।

চিত্রনাট্য

চিত্রনাট্য

পর্দা ওঠার সঙ্গে সঙ্গেই চোখের সামনে ব্রিটিশ রাজত্বে ভারতীয় ইতিহাসের প্রেক্ষাপটের কাহিনি উঠে আসছে এক গুরুগম্ভীর কণ্ঠস্বরে। অমিতাভ বচ্চনের কণ্ঠে বর্ণিত হচ্ছে ঝাঁসির প্রেক্ষাপট। আর তার সঙ্গেই শুরু হচ্ছে এক রাজঘরানার , রাজপুতানা লড়াইয়ের কাহিনি। যে কাহিনির মূল চরিত্র ঝাঁসির রানি (কঙ্গনা রানাওয়াত)। ঝাঁসির রাজা গজোধর রাও নেওয়ালকর (যিশু সেনগুপ্ত)র সঙ্গে বিয়ে হয় মণিকর্ণিকার , যাঁকে দুনিয়া চেনে ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ নামে। পরবর্তীকালে অসুস্থতার জেরে মৃত্যু হয় গজোধরের। এরপর সাম্রাজ্যের দায়িত্ব নেন লক্ষ্মীবাঈ। রাজ্যের মধ্যের বিক্ষোভ বিবাদ পেরিয়ে তাঁর আসল শত্রু হয়ে ওঠে ব্রিটিশ । শুরু হয় এক যুদ্ধ। এক সন্তান হারা মায়ের লডা়ই, এক রানির লড়াই, এক ভারতীয় যোদ্ধার লড়াই। এই তিন সত্ত্বাকেসঙ্গে নিয়ে ময়দানে নামেন মণিকর্ণিকা।

অভিনয়

অভিনয়

ছবিতে পরিচালনা থেকে অভিনয় , একাই লড়াই চালিয়েছেন কঙ্গনা। অনস্ক্রিন বা অফস্ক্রিন 'মণিকর্ণিকা' ছবি নিয়ে কম লড়াই করেননি অভিনেত্রী! তবে যাবতীয় যুদ্ধ তিনি জিতে নিয়েছেন তাঁর অভিনয় দক্ষতার গুণে। যিশু সেনগুপ্ত স্ক্রিনটাইম কম পেলেও , সুযোগের সদ্ব্যবহার করেছেন। ছবিতে মন মজিয়েছে ড্যানি ও অতুন কুলকর্নিও।

 পরিচালনা

পরিচালনা


দেখতে গেলে , বলিউডে কঙ্গনার পরিচালনার হাতেখড়ি 'মণিকর্ণিকা'। ছবির একটা অংশ কৃশের পরিচালনা হলেও, বাকি অংশের গল্প উঠে এসেছে কঙ্গনার দৃষ্টিভঙ্গিতে। ভিজ্যুয়াল এফেক্ট চোখে কিছুটা বেমানান লাগলেও, সেট- থেকে চিত্রনাট্য বলার ধরনে মন মজিয়েছেন পরিচালকদ্বয়।

 সবশেষে

সবশেষে

ছবির গান সেভাবে জনপ্রিয়তা পায়নি, ছবি মুক্তির আগেও চলেছে বহু বিতর্ক। তবে সবশেষে, সমস্ত প্রতিবন্ধকতা পেরিয়ে মন মন জিতে নিয়েছেন 'কুইন' কঙ্গনা। বলিউডে সেরার মসনদে যে এখনও তিনি 'রানি' রাজত্বই চালিয়ে যেতে চলেছেন তা আবারও প্রমাণ করলেন স্ক্রিনের 'মণিকর্ণিকা'।

English summary
Manikarnika: The Queen of Jhansi is a biographical account of how Rani Laxmibai waged a war against the East India Company. It chronicles her journey from the place where she grew up, Bithoor to becoming the Rani of Jhansi, and eventually turning into a warrior Queen.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X