Kidnap Movie Review:ইদের মরশুমে দর্শক-মন কি 'কিডন্যাপ' করতে পারলেন দেব-রুক্মিনী!
ইদের মরশুমে বাংলায় বক্স অফিসে দেব বনাম জিৎ যুদ্ধ তুঙ্গে ছিল। এই নিয়ে বসুশ্রী সিনেমার সামনে গতকাল দুই 'নায়কে'র ফ্যানকূলের মধ্যেও বিস্তর ঝামেলা হয়ে গিয়েছে। তবে, বক্স অফিসই এই লড়াইয়ের সর্বশেষ আম্পায়র!
ফের একবার স্ক্রিনে দেব-রুক্মিনী। তাঁদের রসায়ন যেমন দর্শকের আগ্রহে ছিল, তেমনই তাঁদের ফিল্মের গল্প ঘিরেও ছিল দেব-ভক্তদের ব্যাপক উত্তেজনা। তবে সেই ভক্তকূলের মন দেব 'কিডন্যাপ' করে নিতে পারলেন কি না, তা দেখে নেওয়া যাক।

'মাননীয় মুখ্যমন্ত্রী.. দু'মাস ধরে আমার মেয়ে নিখোঁজ'..
মুখ্যমন্ত্রীর কাছে এক অসহায় বাবার চিঠি মেয়েকে ফিরে পাওয়ার আর্জি জানিয়ে। বহুদিন ধরে অপহৃতা এই মেয়ে নাকি গুবাইয়ে রয়েছেন বলে খবর। বহু চেষ্টা করেও তাঁকে খুঁজে বার করতে পারেনি পরিবার। এরপরই তাঁকে খুঁজতে দুবাইয়ে পা রাখেন সাংবাদিক মেঘনা (রুক্মিনী)। এরপরই মেঘনা অর্থাৎ রুক্মিনীর প্রেমে হাবুডুবু খেয়ে নারী পাচারের পর্দা ফাঁস করতে জড়িয়ে পড়েন দেব। কিন্তু ফিল্মে দেবের পরিচয় কী? উত্তর দিয়েছে ছবির টানটান দ্বিতীয়ার্ধ।

'দেব-রুক্মিনী' রসায়ন!
দেবের সঙ্গে রুক্মিনীর রসায়ন যেন আরও খানিকটা পুষ্ট হয়েছে 'কিডন্যাপ' এর দৌলতে। তবে ,এই ছবিতে আলাদা করে নজর কেড়েছেন দেব। যতটা পরিণত তাঁর অভিনয়,ততটাই তিনি যেন 'নায়ক'। অভিনেতা আর নায়ক এর মধ্যের যে সুক্ষ্ম সুঁতোর তফাৎ ছিল, তা কমিয়ে নিয়ে এসেছেন এই বাংলার মেগাস্টার দেব।

সবশেষে
ফের একবার পরিচালক রাজা চন্দ ফিরলেন 'কিডন্যাপ' ছবির মাধ্যমে। 'বাঘ বন্দি খেলা' ছবিতে যতটা দুর্বল মনে হয়েছিল রাজা চন্দকে । তা বহু অংশে কাটিয়ে ফিরে এসেছেন তিনি। সব মিলিয়ে দেব-ভক্ত না হলেও উৎসবের মরশুমে 'কিডন্যাপ' -এর টানটান গল্প মনোরঞ্জনের জন্য দেখা যেতেই পারে।