For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'লাভ জিহাদ' নাকি নিখাদ 'প্রেমকাহিনি'! নবাব-কন্যা সারার প্রথম ছবি 'কেদারনাথ' কোন গল্প বলছে

সইফ কন্যা সারা আলি খানের প্রথম ছবি 'কেদারনাথ' -এর মুক্তি ঘিরে একাধিক আইনি জটিলতা তৈরি হয়েছিল। অভিযোগ ছিল ছবি 'লাভ জিহাদ'কে উস্কানি দিচ্ছে।

  • |
Google Oneindia Bengali News

Rating:
3.0/5
Star Cast: সারা আলি খান, সুশান্ত সিং রাজপুত
Director: অভিষেক কাপুর

সইফ কন্যা সারা আলি খানের প্রথম ছবি 'কেদারনাথ' -এর মুক্তি ঘিরে একাধিক আইনি জটিলতা তৈরি হয়েছিল। অভিযোগ ছিল ছবি 'লাভ জিহাদ'কে উস্কানি দিচ্ছে। তবে সেই সমস্ত আইনি বিপর্যয় কাটিয়ে শুক্রবার মুক্তি পেয়েছে অভিষেক কাপুর পরিচালিত , সুশান্ত-সারা অভিনীত এই ছবি। ছবির গল্পের প্রেক্ষাপট, নাকি সারা আলি খানের স্ক্রিন প্রেসেন্স, না ছবির গল্প কে কাকে ছাপিয়ে গেল 'কেদারনাথ' -এ!

গল্প কোনদিকে এগিয়েছে?

গল্প কোনদিকে এগিয়েছে?

পাহাড়ি সবুজ আর নীলের ঘেরাটোপে উত্তরাখণ্ডের স্বপ্নসুন্দর এলাকায় অবস্থান দেবভূমি কেদারনাথের। সেই কেদারনাথ মন্দির ও তার সংলগ্ন এলাকায় পর্যটকদের আনাগোনা প্রতিদিন। আর সেই পর্যটকদের পিঠে চড়িয়ে তীর্থ দর্শন করাতে নিত্যদিন পাগড়ি রাস্তায় চড়েন বহু 'পিঠো'। এমনই এক পিঠো মনসুর (সুশান্ত সিং রাজপুত)। সম্প্রদায় যাই হোক না কেন, মনসুর মনে করে কেদারনাথের আশীর্বাদেই তাঁর নিত্যদিরে রোজগার সম্ভব হচ্ছে। এরকমই একদিন মনসুরের পিঠের 'ঝোলা' চড়ে কেদারনাথের দর্শন পান মুক্কু (সারা আলি খান)। সম্প্রদায়, বিভেদ, সমাজিক কুসংস্কারকে পিছনে রেখে মনসুরের সঙ্গে প্রথম দেখাতেই প্রেমে পড়ে যান মুক্কু। তারপরই শুরু হয় প্রেমের স্বপ্নের সফর। কিন্তু সেই সফরে বাধ সাধে সমাজ। মনসুর-মুক্কুর এই প্রেমকাহিনি যখন প্রবল বিপর্যের মধ্য দিয়ে চলছে , তখনই প্রাকৃতিক প্রলয়ের গ্রাসে পড়ে যায় এলাকা। গল্পে এরপরই জায়গা করে নেয় এক অদ্ভুত মোচড়। আর সেই মোচড়ই 'কেদারনাথ' ছবির ইউএসপি।

অভিনয়

অভিনয়

শর্মিলা ঠাকুরের মতো অভিনেত্রী সম্পর্কে তাঁর ঠাকুমা, সইফ-অমৃতার মেয়ে সারা যে অভিনয় দক্ষতা নিয়েই জন্মেছেন তা প্রথম ছবিতে প্রমাণ করে দিলেন অভিনেত্রী। ক্যামেরা ফেসিং থেকে সংলাপ বলার দক্ষতা সমস্ত দিকেই বেশ সাবলীল ছিলেন নবাবকন্যা। ডেব্যু অভিনেত্রী হিসাবে সারাই কার্যত লাইমলাইট শুষে নিয়েছেন সুশান্তের থেকে। ছবিতে অনেকাংশেই সারা আলি খান মনে করিয়ে দিয়েছেন নব্বইয়ের দশকের অমৃতাকে। সেদিক থেকে সুশান্ত সিং রাজপুত সেভাবে নজর কাড়তে পারেননি।

পরিচালক

পরিচালক

'কাই পো ছে' থেকে 'রক অন' -এর মতো ছবির পরিচালক অভিষেক 'কেদারনাথ'-এ খানিকটা হতাশ করেছেন। কার্যত পুরনো বলিউড ফর্মুলাকে নতুন অঙ্গিকে এনে এই ছবির গল্পের নিউক্লিয়াস রচনা করেছেন অভিষেক। ছবিতে ক্যামেরা ওয়ার্ক মন মজালেও, গল্পের চিত্রনাট্য নির্মাণে খানিকটা দুর্বলতার ছাপ রেখে গিয়েছেন অভিষেক।

সবশেষে

সবশেষে

রজনীকান্ত-অক্ষয়ের '২.০' ইতিমধ্যেই বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়ে চলেছে। সেখানে সারা-সুশান্ত অভিনীত তুলামূলক কম বাজেটের ছবি 'কেদারনাথ' কতটা জমি শক্ত করে লড়াই চালাতে পারে, সেদিকে নজর রাখছে বলিউডের ফিল্ম বিজনেস বিশেষজ্ঞমহল।

English summary
Amidst some exchange of backstory of their loved ones in a dimly-lit cave, Mansoor (Sushant Singh Rajput) bursts into singing, 'Lag Jaa Gale' with Mukku (Sara Ali Khan) lovingly gazing at him. The beauty in this moment lingers for long. But alas, barring this, Kedarnath fails to explore the love-story between the lead characters and falls prey to the cliched story-telling instead.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X