For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'কারওয়াঁ'-র সফর স্মরণীয় করলেন ইরফান-দুলকর, ছবি তুলে ধরল ভিন্ন স্বাদের বার্তা

আর চার পাঁচজন তথ্যপ্রযুক্তি কর্মীর মত পেশায় টিকে থাকার আপ্রাণ লড়াই করছেন বেঙ্গালুরুর অভিনাশ (দুলকর)। হঠাৎই একদিন অবিনাশের কাছে খবর আসে তাঁর বাবা মারা গিয়েছেন তীর্থ যাত্রা করতে গিয়ে ।

Google Oneindia Bengali News

Rating:
3.5/5
Star Cast: ইরফান খান, দুলকর সলমান, মিথিলা পালকার
Director: আকর্ষ খুরানা

একটা সফর... যার শুরু কংক্রিটের দুনিয়ায় আর যার শেষ সবুজের ঘেরাটোপের প্রকৃতিতে। যে সফর চিনিয়েছে মানুষ, যে সফর পরিচয় করিয়েছে মানুষের সঙ্গে মানুষকে, আর কোথাও গিয়ে ব্যক্তির সঙ্গে একাত্ম করেছে তাঁর আত্মা! এই সফরকে মূর্ত করেছে আকর্ষ খুরানা পরিচালিত 'কারওয়াঁ' । ইরফান খান, মিথিলা পালকার ও মালায়লি সুপারস্টার দুলকর অভিনীত এই ছবিতেও স্টিয়ারিং ধরেছেন ইরফান! ঠিক যেমনটা ধরেছিলেন 'পিকু' ছবিতে।

ছবির প্রেক্ষাপট

ছবির প্রেক্ষাপট

আর চার পাঁচজন তথ্যপ্রযুক্তি কর্মীর মত পেশায় টিকে থাকার আপ্রাণ লড়াই করছেন বেঙ্গালুরুর অভিনাশ (দুলকর)। অবিনাশের সঙ্গে তাঁর বাবার সম্পর্ক খুব একটা ভালো নয়। বাবার পরামর্শেই সে নিজের জীবনকে ঠেলে দিয়েছে ইঞ্জিনিয়ারিং -এ। যদিও ফটোগ্রাফি তাঁর প্রিয় বিষয় ছিল। এদিকে,হঠাৎই একদিন অবিনাশের কাছে খবর আসে তাঁর বাবা মারা গিয়েছেন তীর্থ যাত্রায় গিয়ে । বাবার শবদেহ আনবার জন্য শওকতকে (ইরফান)কে সঙ্গে নিয়ে সে রওনা হয় অবিনাশ। শুরু হয় এক নতুন 'কারাওয়াঁ'। এই সফরে যোগ দেন তানিয়া (মিথিলা)। এগোতে থাকে গল্প , খুলতে থাকে নতুন নতুন পরত।

[আরও পড়ুন:দেশপ্রেম, ধর্মচেতনা নিয়ে কোন বার্তা দিল 'মুল্ক'! ঋষি-তাপসী অভিনীত এই ছবির গল্প অন্যস্বাদের][আরও পড়ুন:দেশপ্রেম, ধর্মচেতনা নিয়ে কোন বার্তা দিল 'মুল্ক'! ঋষি-তাপসী অভিনীত এই ছবির গল্প অন্যস্বাদের]

অভিনয়

অভিনয়

এই ছবির ট্রেলার থেকেই বোঝা গিয়েছিল ইরফান ছবিটিক ইউএসপি। ফের একবার স্ক্রিনে তাঁর অভিনয়ের জাদু দেখবার অপেক্ষায় ছিলেন দর্শকরা। সেদিক থেকে 'কারওয়াঁ'-র স্টিয়ারিং হাতে ধরেই দর্শককে মুগ্ধ করেছেন ইরফান। তবে এই ছবির বড় আবিষ্কার মালায়লম ফিল্মের স্টার অভিনেতা তথা মামুট্টির ছেলে দুলকর সলমান। মলিউড থেকে বলিউডে যে তিনি থাকতে এসেছেছেন তা প্রমাণ করলেন দুলকর। ছবিতে মিথিলা পালকার অসামান্য দক্ষতায় অভিনয় করেছেন।

পরিচালনা

পরিচালনা

'কারওয়াঁ' ছবিতে আকর্ষ খুরানার চরিত্ররা খুবই চেনা। আশপাশের চেনা রক্তমাংসের মানুষদের যেন এই ছবিতে বিভিন্ন চরিত্রে দেখা গিয়েছে। চরিত্রদের আরও বেশি বাস্তবিক করারর পাশাপাশি গল্পের বুনোট কোথাও আলগা করেননি আকর্ষ।

[আরও পড়ুন:ঘন ঘন 'ভাল্লাগছেনা' -র সমস্যা কাটাতে ঋত্বিকের 'হ্যাপি পিল' চেখে দেখুন][আরও পড়ুন:ঘন ঘন 'ভাল্লাগছেনা' -র সমস্যা কাটাতে ঋত্বিকের 'হ্যাপি পিল' চেখে দেখুন]

সবশেষে

সবশেষে

'পিকু' ছবির স্মৃতির উস্কে দিলেও 'কারওয়াঁ' ছবির চরিত্রগত দিক আলাদা। মজা, হাসি , ঠাট্টার মোড়কে জীবনবোধকে অনুপ্রাণিত করতে ভিন্ন স্বাদের বার্তা দিয়েছে এই ছবি। পাশাপাশি দর্শকের কাছে ফিরিয়ে দিয়েছে তাঁদের চেনা অভিনেতা ইরফানকে।

English summary
Karwan Movie Review in Bengali . Irrfan Khan and Dulquer Salmaan makes the journey special.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X