For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'থালাইভা' ফিভার! কেমন হল রজনীকান্ত অভিনীত 'কালা', কোন ঘটনা তুলে ধরল ছবি

v'থালাইভা' ফিভার! কেমন হল রজনীকান্ত অভিনীত 'কালা', কোন ঘটনা তুলে ধরল ছবি

  • |
Google Oneindia Bengali News

হল-এর বাইরে উন্মাদনা, হল-এর ভিতরে ঢুকেই হুইসেল-সিটি-র শব্দ থেকে চরম করতালির আওয়াজ। রজনীকান্তের ছবি ঘিরে এই ধরনের দৃশ্য নতুন কিছু নয়। নতুন বলতে যা থাকে, তা স্ক্রিনে দেখানো ছবির গল্প। প্রতিবারই সেই গল্পের সঙ্গে টক্কর চলে ছবির নায়কের। গল্প না নায়ক; কে কাকে ছাপিয়ে যাবে, তার লড়াই চলে রজনীর ছবি জুড়ে । লড়াইয়ের শেষে অবশ্য জিতে যান 'থালাইভা' রজনীকান্ত। কিন্তু 'কালা' ছবিতে রজনীর কাছে চ্যালেঞ্জ ছিল ছবির সঙ্গে নায়কের জনপ্রিয়তার ভারসাম্য রক্ষা করার। পা রঞ্জিত নির্দেশিত ছবিতে সেই চ্যালেঞ্জ কতটা উতরে যেতে পারলেন রজনীকান্ত ?

ছবির গল্প

ছবির গল্প

এক সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার গল্প। চেনা ছকের এই গল্প বলার ক্ষেত্রে পরিচালকের কাছে সবচেয়ে বড় হাতিয়ার রজনীর জনপ্রিয়তা। অন্যদিকে, সেই সঙ্গে মিশেছে নব্বইয়ের দশকের মুম্বইয়ে এক গ্যাংস্টারের সত্যি ঘটনা। দুইয়ের মিশেলে তৈরি হয়েছে ছবি 'কালা'। ছবির গল্পের পটভূমি মুম্বইয়ের ধারাভি। সেখানে তামিলদের একটা বসতি গড়ে ওঠে। এলাকায় ছড়িয়ে থাকা বস্তির মানুষ একসঙ্গে সুখেই বসবাস করছিলেন,কিন্তু বাধ সাধেন ল্যান্ড মাফিয়ারা। বস্তি উঠিয়ে জমি কেড়ে নেওয়ার কথা ওঠে। আর সখনই ত্রাতার ভূমিকায় ছবিতে আসেন 'নায়ক রজনীকান্ত'! গল্পের বাকি পর্যায়টি অনুমানযোগ্য হলেও, একাধিক চমক রয়েছে গল্প বলার মোড়কে।

[আরও পড়ুন:'কালা'-জ্বর! রজনীকান্তের ছবি ঘিরে উন্মাদনা দেশ-বিদেশে, দুধস্নান থেকে মঙ্গল আরতির ভিডিও দেখেনিন][আরও পড়ুন:'কালা'-জ্বর! রজনীকান্তের ছবি ঘিরে উন্মাদনা দেশ-বিদেশে, দুধস্নান থেকে মঙ্গল আরতির ভিডিও দেখেনিন]

অভিনয়

অভিনয়

'কালা' তে সবচেয়ে বড় পাওয়ান হল রজনীকান্ত-নানা পাটেকর জুটি। দুই খ্যাতনামা অভিনেতা একই স্ক্রিনে ধরা দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন। দুজনের অভিনীত একসঙ্গের দৃশ্যগুলি এই ছবির বড় পাওনা। সঙ্গে রয়েছেন হুমা কুরেশী। ফলে জমজমাট স্টারকাস্ট এই ছবির সম্পদ।

[আরও পড়ুন:থালাইভা-জ্বর! রজনীকান্তের ছবি মুক্তির দিন কর্মীদের ছুটি দিচ্ছে এই তথ্য প্রযুক্তি সংস্থা][আরও পড়ুন:থালাইভা-জ্বর! রজনীকান্তের ছবি মুক্তির দিন কর্মীদের ছুটি দিচ্ছে এই তথ্য প্রযুক্তি সংস্থা]

পরিচালনা

পরিচালনা

'কলা' ছবির শুরুতে অ্যানিমেশন ব্যবহারের ঘরানা মনে করিয়ে দেয় 'বাহুবলী'-র কথা। তবে তারপরের দিকের গল্প বলার ধরেন পরিচালক সেই চমক ধরেরাখতে পারেননি। ফ্ল্যাশব্যাকের ব্যবহার ছবিতে সেরকম আকর্ষণীয় নয়। তবে রজনীকান্তের ছবিকে হিট করানোর জন্য যে সমস্ত উপাদান বা মশলা প্রয়োজন , তার সবটাই পরিচালক পা রনঞ্জিৎ রেখেছেন ছবিতে।

সবশেষে

সবশেষে

৯০ এর দশকে মুম্বইয়ের ডন থিয়াভিয়ামের সঙ্গে কালা ছবিতে রজনীর চরিত্রের মিল অনেকেই খুঁজে পেয়েছেন। যদিও ছবিটি সেই সত্যি ঘটনা থেকে অনুপ্রাণিত কি না , তা নিয়ে মুখ খোলেননি ছবির নির্মাতারা।

ছবিটি দেখার প্ল্যান করে থাকলে , জানিয়ে রাখা ভালো, ক্লান্তিতে ভরা সপ্তাহের শেষে 'কালা' ফুরফুরে বিকেলের আনন্দ এনে দিতে পারে ! কিন্তু রজনী ভক্তদের উন্মদনা ছাপিয়ে 'কালা' ছবির টিকি পাওয়াও বেশ দুঃসাধ্য।

English summary
Kaala movie review in Bengali , Rajinikanth starrer film makes a mark again
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X