For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জ্য়েষ্ঠপুত্র মুভি রিভিউ:ঋতুপর্ণর ভাবনার ছাঁচে প্রসেনজিৎ-ঋত্বিককে ছাপিয়ে গেলেন সুদীপ্তা

'চাষ করা আর বাস করা'ক মধ্যে তফাতের জমিটা যে কতটা বিশাল তা হয়তো আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পেরেছে 'জ্যেষ্ঠপুত্র'.. দেখিয়ে দিয়েছেন কৌশিক গাঙ্গুলি.. দেখিয়েছেন ঋতুপর্ণ ঘোষ।

  • |
Google Oneindia Bengali News

'চাষ করা আর বাস করা'ক মধ্যে তফাতের জমিটা যে কতটা বিশাল তা হয়তো আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পেরেছে 'জ্যেষ্ঠপুত্র'.. দেখিয়ে দিয়েছেন কৌশিক গাঙ্গুলি.. দেখিয়েছেন ঋতুপর্ণ ঘোষ। ছবির গল্প ভাবনার আদল দুইভাইকে পাশাপাশি রেখে এক সমাজ বিন্যাস আর মূল্যবোধের অসামান্য কাহিনি বলছে। এমন গল্পের সঙ্গে বাড়তি পাওনা হিসাবে রয়েছে 'অভিনয়', যা কেবল চোখ জুড়িয়ে নিয়ে শুধু উপভোগ করা গিয়েছে 'জ্যেষ্ঠপুত্র'-এ।

চিত্রনাট্য

চিত্রনাট্য

দুটি চরিত্র ,আর প্রেক্ষাপট নাট্যমঞ্চ, যেখানে অভিনয় গুণই শেষ কথা বলবে। ছবিতে দুই ভাই পার্থ ও ইন্দ্রজিৎ দুজনেই অভিনেতা । একজন মাঝারিমানের অভিনেতা হয়েও তাঁর এক্স ফ্যাক্টরের কারণে ফিল্ম ইন্ডাস্ট্রির বড় নাম।আর আরকজন গুণী হয়েও মাজারি মানের নাটকে কাজ করে কোনও মতে খরচা চালিয়ে নেন। এই দুই ভাইয়ের সংসাদে যোগসূত্র বলতে ছিলেন তাঁদের বাবা। যিনি আদ্যুপান্ত কমিউনিস্ট। আরো একটি যোগসূত্র ছিল.. তা হল বাড়ি। বাবার মৃতু সংবাদ পেয়ে এই বাড়িতেই আসে বাড়ির 'জ্যেষ্ঠপুত্র ' তথা সুপারস্টার। আর তার সঙ্গেই গল্পেগল্প এগোতে থাকে আবেগকে পাথেয় করে।

চিত্রনাট্য

চিত্রনাট্য

দুটি চরিত্র ,আর প্রেক্ষাপট নাট্যমঞ্চ, যেখানে অভিনয় গুণই শেষ কথা বলবে। ছবিতে দুই ভাই পার্থ ও ইন্দ্রজিৎ দুজনেই অভিনেতা । একজন মাঝারিমানের অভিনেতা হয়েও তাঁর এক্স ফ্যাক্টরের কারণে ফিল্ম ইন্ডাস্ট্রির বড় নাম।আর আরকজন গুণী হয়েও মাজারি মানের নাটকে কাজ করে কোনও মতে খরচা চালিয়ে নেন। এই দুই ভাইয়ের সংসাদে যোগসূত্র বলতে ছিলেন তাঁদের বাবা। যিনি আদ্যুপান্ত কমিউনিস্ট। আরো একটি যোগসূত্র ছিল.. তা হল বাড়ি। বাবার মৃতু সংবাদ পেয়ে এই বাড়িতেই আসে বাড়ির 'জ্যেষ্ঠপুত্র ' তথা সুপারস্টার। আর তার সঙ্গেই গল্পেগল্প এগোতে থাকে আবেগকে পাথেয় করে।

পরিচালনা

পরিচালনা

গল্পের সঙ্গে 'অভিনয়'গুণের মিশেল যে কত তাবড় ছবি তৈরি করে দিতে পারে তা বহুবার বুঝিয়েছেন ঋতুপর্ণ। আর এই 'অভিনয়'কে নিউক্লিয়াস করেই 'জ্যেষ্ঠপুত্র'-এর গল্প তৈরি হয়েছে। আর তাতে ছোঁয়া লেগেছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনার। সবমিলিয়ে আবেগ আর সমাজভাবনার এক অসামান্য মিশেল উপহার দিয়েছে ছবি।

 অভিনয়

অভিনয়

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে স্ক্রিন শেয়ারে ঋত্বিক চক্রবর্তী। এই যুগলবন্দি ছবির শেষ কথা বলবে এমনটা যদি ভেবে থাকেন তাহলে ভুল করবেন। তবে এঁদেরকেও কোথাও ছাপিয়ে গিয়েছেন ছবিতে বোন ইলার চরিত্রে অভিনেত্রী সুদীপ্তা। মানসিক ভারসাম্যহীন এক বোনের চরিত্রে সুদীপ্তার অভিনয় শৈলী যেন আরও সমৃদ্ধ করে তুলেছে এই ছবিকে।

English summary
jyesthaputra Movie Review:Along with Prasenjit and Ritwick Sudipta makes a mark.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X