Jabariya Jodi Movie Review:গল্পের বাঁধনের অভাবেই নৌকা ডুবল সিদ্ধার্থ-পরিণীতি অভিনীত জাবারিয়া জোড়ির
'হাসি তো ফাসি পর' আরও একবার জুটিতে সিদ্ধার্থ-পরিণীতি। প্রেমের নিখাদ গল্প আর সেই প্রেমের হরেক রকমের টানা পোড়েন, যা নিয়ে ছবি বানিয়েছেন প্রশান্ত সিং। প্রেমের মশালা ছবি, অনেক দিন না দেখে থাকলে আর পরিণীতির অতিবড় ফ্যান হলে একতা কাপুরের প্রোডাকশনের 'জাবারিয়া জোড়ি' একবার দেখে আসতে পারেন। পণ প্রথার মতো সামাজিক বিষয়কে নিয়ে কমিক বাণিজ্যিক ছবি বানাতে গিয়ে পরিচালক প্রশান্ত সিং রান্নায় একটু বেশিই মশলা দিয়ে সবটাই অবশ্য ঘেঁটে ফেললেন।

গল্প
উত্তরপ্রদেশের বিহারের প্রেক্ষপটে ছবির গল্প। সেখানকার পণ নিয়ে বিয়ে করতে চাওয়া বরদের ঠেঙিয়ে বিনা যৌতুকে বিয়ের পিঁড়েতে বসানো মিষ্টি গুন্ডা অভয় সিং(সিদ্ধার্থ মালহোত্রা)। আর সেই কাণ্ডকারখানা দেখেই অভয়ের প্রেমে হাবুডুবু বাবলি(পরিণীতা)। সেই নিয়েই মশলা কমিডি ছবি 'জাবারিয়া জোড়ি'। তবে গল্পের বাঁধন মজবুত নয়। গল্পে অনেকটাই জল ঢুকে গিয়েছে। সেকারণেই ভালো অভিনয়গুলোও শেষটায় যেন কোথায় হারিয়ে গেল।

অভিনয়
পরিণীতি-সিদ্ধার্থের অভিনয় পছন্দ হবে, তবে মনে ধরবে এমনটা বলা যায় না। সিদ্ধার্থ-পরিণীতির মিষ্টি জুটি আগে বলিউডে ফুল ফুটিয়েছে। ওদের বন্ধুত্বের কেমিস্ট্রিটাই যা ছবির পাওনা। কিন্তু ঐ গল্প! সেখানেই অনেকটা খামতি রয়েছে। ছবির দ্বিতীয়ার্ধ শুরুর আগে একঘেয়ে লাগা শুরু হতে পারে। কমিডি সিন গুলোয় জাভেদ জাফরি, সঞ্জয় মিশ্রার অভিনয় একটু হলেও ফাঁপা গল্পে কমিক রিলিফ দিয়েছে ।

গান
ছবির গল্প নিয়ে অভিযোগ করলেও গান মনে ধরতে পারে। হানি সিংয়ের কণ্ঠে খাদে গ্লাসি, দেব নেগি, মোনালি ঠাকুরের কণ্ঠে জিলা হিলেলাও দর্শকদের মনোরঞ্জন করবে।

না দেখলেও চলবে
ট্রেলরে চমক থাকলেও মোটের উপর এছবি খুবই অ্যাভারেজ। এই সিনেমা না দেখলে খুব বড় কিছু আপনি মিস করতে চলেছেন, এমনটা ভেবে ভুল করবেন না।