For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেমন হল 'ইনক্রেডিবলস্ টু'! সুপারহিরোরা কি পারল প্রত্যাশা পূরণ করতে

২০০৪ সালে পিক্সার স্টুডিওস নির্মাণ করে ছিল 'ইক্রেডিবলস'। ২০১৮ পেল সেই ছবির পরবর্তী সিক্যুয়াল। মুক্তি পেয়েছে ইনক্রেডিবল্স ২। পশ্চিমী দুনিয়ায় এই ছবি আগেই মুক্তি পেয়েছে।

  • |
Google Oneindia Bengali News

২০০৪ সালে পিক্সার স্টুডিওস নির্মাণ করে ছিল 'ইক্রেডিবলস'। ২০১৮ পেল সেই ছবির পরবর্তী সিক্যুয়াল। মুক্তি পেয়েছে ইনক্রেডিবল্স ২। পশ্চিমী দুনিয়ায় এই ছবি আগেই মুক্তি পেয়েছে। আর বক্স অফিসে সাফল্যের মুখও দেখেছে। এবার এদেশের বক্স অফিসে 'ইনক্রেডিবলস' সলমনের 'রেস থ্রি'-এর সঙ্গে পাল্লা দিয়ে দৌড়তে পারে কি না সেটা দেখার।

ছবির গল্প

ছবির গল্প

ছবির প্রথম পর্যায় যেখানে শেষ হয়েছিল, সেই ঘটনার কয়েক মাস বাদ থেকে গল্প বলছে 'ইক্রেডিবলস ২'। এবারেও পার পরিবারের ব, হেলেন, ড্যাশ, ভায়োলেট, জ্যাকরা দুর্নীতি নির্মূল করতে হাজির হয়েছেন পর্দায়। এবার লক্ষ্য একটি ব্যাঙ্ক ডাকাতি রুখে দেওয়া। কিন্তু সেকাজ করতে গিয়ে মানতে হচ্ছে কয়েকটি শর্ত। এমন এক সময়ে আসরে ত্রাতার ভূমিকায় দেখা যায় উইনস্টন আর ইভলিনকে। এরপর কী হবে, তা জানতে যেতে হবে প্রেক্ষাগৃহ।

[আরও পড়ুন:'জুরাসিক ওয়ার্ল্ড :ফলেন কিংডম' কি সেই উত্তেজনা ধরে রাখতে পারল! ছবির গল্প কেমন][আরও পড়ুন:'জুরাসিক ওয়ার্ল্ড :ফলেন কিংডম' কি সেই উত্তেজনা ধরে রাখতে পারল! ছবির গল্প কেমন]

পরিচালনা

পরিচালনা

একাধিক চরিত্র দিয়ে এই ছবি বেশি ভারী হয়ে যায়নি। ইনক্রডিবলস ২ , প্রথম পর্বের থেকেও বেশি টান টান উত্তেজনা নিয়ে ধরা দিয়েছে প্রেক্ষাগৃহে। প্রতিটি চরিত্রকে খনন করে প্রযুক্তির ধাঁচে তাকে রঙ করেছেন পরিচালক ব্র্যাড বার্ড। তবে অ্যানিমেশনের জাদুর যে চমক দর্শক আশা করেছিল , তার থেকে কিছুটা পিছিয়ে রয়েছে ছবিটি।

[আরও পড়ুন:'রেনবো জেলি '-র স্বাদ কেমন! পরিপিসি আর ঘোঁতনের দুনিয়ায় কী আজব কাণ্ড হল, জানুন][আরও পড়ুন:'রেনবো জেলি '-র স্বাদ কেমন! পরিপিসি আর ঘোঁতনের দুনিয়ায় কী আজব কাণ্ড হল, জানুন]

ছবি ঘিরে কয়েকটি বিষয়

ছবি ঘিরে কয়েকটি বিষয়

স্ক্রিনে যখন সুপারহিরো ,তখন আশা আকাঙ্খা গাছে চড়তেই পারে! আর যে ছবির সিক্যুয়াল ১৪ বছর বাদে মুক্তি পাচ্ছে, তার থেকে আশা আকাঙ্খার পরিমাণ তো বেশি থাকবেই। তবে গল্পের মধ্যে টানটান উত্তেজনা যেমন উপভোগ্য , তেমনই কমেডি ঘেরা দৃশ্যগুলিও জমিয়ে দিয়েছে ছবির মেজাজ।

 সবশেষে

সবশেষে

স্কুলের গরমের ছুটি মেয়াদ বাড়ার সুযোগে এ সপ্তাহে ছুটি উপভোগ করতে দেখে নিতেই পারেন 'ইনক্রেডিবলস ২'। পরিবারের সকলের সঙ্গে দেখবার মতো এই ছবি হতাশ করেব না।

English summary
Incredibles 2 movie review in bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X