For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রানির 'হিচকি' আদৌ হিট কি! এক আত্মজীবনী অবলম্বনে তৈরি ছবিটি কেমন হল

'মর্দানি'-র পর আবারও নারীকেন্দ্রিক কোনও ছবিতে রানি। সঙ্গে রয়েছে একটি অন্য ধারার গল্প। সব মিলিয়ে এই ফিল্ম ঘিরে ময়দান প্রস্তুতই ছিল, এবার শুধু পালা রানির ক্রিজে চিকে থেকে ছক্কা হাঁকানোর!

Google Oneindia Bengali News

মেয়ে আদিরার জন্মের পর, বহু দিন বাদে অনস্ক্রিনের রানি। এই ছবি রানির ক্ষেত্রে, ঠিক কামব্যাক ফিল্ম না হলেও 'হিচকি' ছবিকে ঘিরে বেশ স্বপ্ন দেখছেন অভিনেত্রীর গুণমুদ্ধরা। ব্রাড কোহেনের আত্মজীবনী 'ফ্রন্ট অফ দ্য ক্লাস:হাউ টরেট সিন্ড্রোম মেড মি দ্য টিচার আই অ্যাম' -এর অবলম্বনে তৈরি হয়েছে 'হিচকি'। 'মর্দানি'-র পর আবারও নারীকেন্দ্রিক কোনও ছবিতে রানি। সঙ্গে রয়েছে একটি অন্য ধারার গল্প। সব মিলিয়ে এই ফিল্ম ঘিরে ময়দান প্রস্তুতই ছিল, এবার শুধু পালা রানির ক্রিজে চিকে থেকে ছক্কা হাঁকানোর!

[আরও পড়ুন:রানিকে 'লাড্ডু' নামে ডাকতেন শ্রীদেবী! কেমন ছিল তাঁদের সম্পর্ক, জানালেন বাঙালি অভিনেত্রী][আরও পড়ুন:রানিকে 'লাড্ডু' নামে ডাকতেন শ্রীদেবী! কেমন ছিল তাঁদের সম্পর্ক, জানালেন বাঙালি অভিনেত্রী]

কেমন এই ছবি? ছবির গল্পই বা কীরকম? জেনে নেওয়া যাক।

প্রেক্ষাপট

প্রেক্ষাপট

ছবিতে শিক্ষিকা নয়না মাথুরের ভূমিকায় রয়েছেন রানি মুখোপাধ্যায়। যে চরিত্রটি টরেট সিন্ড্রোম নামের এক বিরল রোগে আক্রান্ত। অসুস্থতার সমস্যা থাকলেও, তাঁর শিক্ষিকা হওয়ার অদম্য ইচ্ছা। তবে এই ইচ্ছা সফল করতে গিয়ে তথা আদর্শ শিক্ষিকা হয়ে পড়ুয়াদের মন জয় করতে গিয়ে একাঝাঁক সমস্যা আষ্টেপিষ্টে বাঁধে নয়না মাথুররকে। সেই সমস্যার গিঁট কীভাবে তিনি এক এক করে খোলেন, এই ছবিতে সেই কাহিনিই বর্ণিত হয়েছে।

[আরও পড়ুন:স্বামী আদিত্যকে দিন রাত গঞ্জনা-অভিশাপ দেন রানি! ফাঁস আরও কিছু গোপনকাণ্ড][আরও পড়ুন:স্বামী আদিত্যকে দিন রাত গঞ্জনা-অভিশাপ দেন রানি! ফাঁস আরও কিছু গোপনকাণ্ড]

গল্প

গল্প

ছবির গল্প নয়নাকে ঘিরেই আবর্তিত হয়। বহু উচ্চ ডিগ্রি সম্পন্ন নয়না। তাঁক টরেট সিন্ড্রোমের কারণে বহু স্কুল প্রত্যাখ্যান করতে থাকে , শিক্ষিকার পদে নিয়োগের জন্য়। ৫ বছরের লম্বা অপমান প্রত্যাখ্যানের লড়াই লড়ার পর এক ক্যাথোলিক স্কুলে শিক্ষকতা করার সুযোগ পান নয়না। যেখানে তাঁর আশপাশের সহ শিক্ষকরা যেমন অহংকারী তেমনই নাক উঁচু পড়ুয়ারা। এরকম এক পরিস্থিতিতে সব বাঁধা পেরিয়ে একজনের একার লড়াইয়ের কাহিনি 'হিচকি'।

অভিনয়

অভিনয়

ছবির মূল ইউএসপি রানি মুখোপাধ্যায় নাকি ছবির গল্প তা বলা কিছুটা দায়! তবে রানি এই ছবির মাধ্যমে নিজের অভিনয় দক্ষতা সম্পূর্ণভাবে তুলে ধরতে পেরেছেন । কারণ এই ফিল্মের চরিত্র তাঁকে সেই সুয়োগ করে দিয়েছে। মেক আপ থেকে সংলাপ বলা, সমস্ত ক্ষেত্রেই নিজের মতো করে সচেতন চেষ্টা করে গিয়েছেন রানি। এছাড়াও অভিনেতা নীরজ কাবিও এই ছবির সম্পদ।

পরিচালনা

পরিচালনা

সিদ্ধার্থ পি মালহোত্রা এই ছবিতে যতটা পোক্ত গল্প উপহার দিয়েছেন, ততটাই পোক্ত গাঁথনি রেখেছেন নিজের পরিচালনাতে। চিত্রনাট্যের ফাঁক ফোঁকরকেও তিনি ভরাট করতে সমর্থ হয়েছেন।

প্রযোজনা

প্রযোজনা

রানির স্বামী আদিত্য চোপড়ার প্রযোজনাতে যশ রাজের প্রোডাকশনস অন্যতম প্রযোজক মণীশ শর্মার এই ছবি ঘিরে এমনিতেই কৌতূহল ছিল ভক্তদের মধ্য়ে। আর যশরাজ তার ঘরানা মেনে ছবি হিটএর সমস্ত রসদ রেখেছে 'হিচকি'তে।

সঙ্গীত

সঙ্গীত

গায়িকা জসলিন রোয়াল ও হিতেশ সোনিক এই ছবির গান পরিচালনা করেছেন। ফিল্মের গানগুলির মধ্যে 'হিচকি'-র টাইটেল ট্র্যাক বেশ জনপ্রিয়তা পেয়েছে।

সবশেষে

সবশেষে

উইকএন্ড-কে একটু একটু অন্যরকমের স্বাদ দিতে হলে দেখে নিতে পারেন 'হিচকি'। মনের মধ্যে কোনও বিষয় নিয়ে আত্মবিশ্বাস হারানোর 'হিচকি' থেকে থাকলে, তা পরিস্কার করে দিতে পারে এই ছবি! সব মিলিয়ে এই ছবি রানি মুখোপাধ্যায়ের ছবি, আর আগামীদিনে বক্স অফিসে পাকাপোক্ত ব্যবসা করার ইঙ্গিত দিয়ে দিয়েছে এই ছবি। ফলে না দেখলে 'মিস' করবেন!

English summary
Movie Review, Rani mukherjee film realsed on 23 march 2018
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X