For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) অশ্লীল 'ফ্যানি'র খোঁজ বন্ধ করা হোক, আদালতে আর্জি স্বেচ্ছাসেবী সংস্থানের

Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : বিতর্ক যেন পিছু ছাড়ছে না। প্রথমে ছবিতে 'ভার্জিন' শব্দ ব্যবহারে অশ্লীলতার অভিযোগ উঠেছিল এবারে একেবারে শিরোনামের 'ফ্যানি' শব্দ নিয়েই বিপত্তি। দীপিকা পাডুকোন এবং অর্জুন কাপুর অভিনীত হোমি আদাজানিয়ার আগামী ছবি 'ফাইন্ডিং ফ্যানি'-তে ফ্যানি শব্দটি আপত্তিকর বলে দাবিতে ছবিটি নিষিদ্ধ করতে দিল্লি হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হল। এই ছবিকে ইউএ সার্টিফিকেট দেওয়া নিয়েও ওই আবেদনে প্রশ্ন তোলা হয়েছে।

আরও পড়ুন : ছবি : ফাইন্ডিং ফ্যানির স্ক্রিনিংয়ে খোলামেলা পোশাকে খোলামেলা দীপিকা

আরও পড়ুন : দীপিকা পাড়ুকোনের 'কুমারিত্ব' সেন্সর বোর্ডের চোখে কুরুচিপূর্ণ!

আরও পড়ুন : দীপিকার 'ভার্জিন' হওয়া নিয়ে আর সমস্যা নেই সেন্সর বোর্ডের

জয় জাগৃতি ফাউন্ডেশ নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা এবং নন্দিনী তিওয়ারি এই জনস্বার্থ মামলাটি দায়ের করেছেন। তাঁরা ওই আবেদনে জানিয়েছেন ফ্যানি একটি অশ্লীল শব্দ। এই শব্দটি ছবি থেকে বাদ দেওয়া হোক। এমনকি ছবির যে টাইটেল ট্র্যাকটি তৈরি হয়ে গিয়েছে এবং ইতিমধ্যে মুক্তিও পেয়ে গিয়েছে সেই গানটিও ছবি থেকে বাদ দেওয়ার আর্জি জানানো হয়েছে। পোস্টার ও ব্যানার থেকেও এই শব্দ বাদ দেওয়ার কথা বলা হয়েছে।

আবেদনকারীরা জানিয়েছেন, 'ফ্যানি' শব্দের আভিধানিক অর্থ অশ্লীল এবং অত্যন্ত যৌনতাপূর্ণ। ভারতীয় ছবিতে এই শব্দের ব্যবহার ভারতীয়দের ভাবাবেগে আঘাত করতে পারে। নাবালক-নাবালিকাদের উপরেও এই শব্দের প্রতিকূল প্রভাব পড়তে পারে। এই ধরণের শব্দ বড় পর্দায় বা টেলিভিশনে দেখানো হলে শিশুমনে কুপ্রভাব পড়বে।

ছবির প্রযোজক, পরিচালক, অভিনেতা এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের বিরুদ্ধে এই জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে।

অর্জুন কাপুর

অর্জুন কাপুর

এই ছবির একটি দৃশ্যে অর্জুন কাপুর।

অনবদ্য ডিম্পল

অনবদ্য ডিম্পল

এই ছবিতে ডিম্পলের অভিনয় বড় পাওয়া বলেই দাবি পরিচালকের।

ঘণিষ্ঠ

ঘণিষ্ঠ

ছবির একটি ঘণিষ্ঠ মুহূর্তে দীপিকা ও অর্জুন ।

আরও কাছাকাছি

আরও কাছাকাছি

দীপিকা ও অর্জুনের জুটি ইতিমধ্যেই বেশ ভালভাবে গ্রহণ করেছে দর্শক।

কসাই দীপিকা

কসাই দীপিকা

সুন্দরী দীপিকার হাতে গলা কাটা মুরগী অন্যহাতে রক্তমাখা চপার। এই দৃশ্য নিয়ে বিতর্ক হয়েছিল।

বিতর্কের জের

বিতর্কের জের

দীপিকার হাতের গলাকাটা মুরগী উধাও। অবশ্যই ফটোশপের কামাল।

বিতর্ক ২

বিতর্ক ২

ডিম্পলের স্কার্ট ফেটে যাওয়ার দৃশ্যটি আপত্তিকর বলে দাবি তুলেছেন অনেকেই। যদিও পরিচালকের ব্যাখ্যা চিত্রনাট্যের প্রয়োজনেই এই দৃশ্য যা পুরো সিনেমাটি দেখলে তবেই বোঝা যাবে।

ভার্জিন বিতর্ক

ভার্জিন বিতর্ক

এই ছবির একটি দৃশ্যে দীপিকার মুখে শোনা যাবে 'আই অ্যাম ভার্জিন'। যা প্রথমে আপত্তিকর মনে হয়েছিল সেন্সর বোর্ডের। পরে অবশ্য সমস্যা মিটেছে।

ফ্যানি শব্দ কাটতে হবে।

ফ্যানি শব্দ কাটতে হবে।

আবেদনকারীরা জানিয়েছেন, 'ফ্যানি' শব্দের আভিধানিক অর্থ অশ্লীল এবং অত্যন্ত যৌনতাপূর্ণ। ভারতীয় ছবিতে এই শব্দের ব্যবহার ভারতীয়দের ভাবাবেগে আঘাত করতে পারে। নাবালক-নাবালিকাদের উপরেও এই শব্দের প্রতিকূল প্রভাব পড়তে পারে। এই ধরণের শব্দ বড় পর্দায় বা টেলিভিশনে দেখানো হলে শিশুমনে কুপ্রভাব পড়বে। আর তাই দিল্লি আদালতের জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে এই ছবি নিষিদ্ধ করার জন্য।

নাসিরুদ্দিন শাহ

নাসিরুদ্দিন শাহ

এই চরিত্রর জন্য পরিচালক অন্য কাউকে ভাবতে পারতেন না তা জানিয়েছিলেন নিজের মুখেই।

পোস্টার

পোস্টার

এই ছবিতে দীপিকা ও অর্জুন ছাড়াও অভিনয় করছেন ডিম্পল কাপাডিয়া, পঙ্কজ কাপুর, নাসিরুদ্দিন শাহের মতো বড় মাপের অভিনেতারা।

English summary
Finding Fanny: NGO says fanny word vulgar, wants film banned
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X