For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ধনঞ্জয়' মামলা নিয়ে ছবিতে চাঞ্চল্যকর কিছু প্রশ্ন ছুঁড়ে দিলেন পরিচালক অরিন্দম শীল

২০০৪ সালের ১৪ অগাস্ট ফাঁসি দেওয়া হয় হেতল পারেখ ধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত হওয়া ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে। সেই ঘটনার ১৩ বছর বাদে ধনঞ্জয়ের ফাঁসির মামলা নিয়ে ছবি তৈরি করেছেন পরিচালক অরিন্দম শীল।

  • |
Google Oneindia Bengali News

২০০৪ সালের ১৪ অগাস্ট ফাঁসি দেওয়া হয় হেতল পারেখ ধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত হওয়া ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে। সেই ঘটনার ১৩ বছর বাদে ধনঞ্জয়ের ফাঁসির মামলা নিয়ে ছবি তৈরি করেছেন পরিচালক অরিন্দম শীল।ছবির নাম 'ধনঞ্জয়'। ছবিতে ধনঞ্জয়ের বিরুদ্ধে ওঠা মামলা নিয়ে একঝাঁক প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন পরিচালক অরিন্দম শীল।

প্রেক্ষাপট

প্রেক্ষাপট

১৪ ই অগাস্ট ফাঁসি হয় ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের। আর এবছ ১৪ অগাস্টের মুখেই মুক্তি পেল 'ধনঞ্জয়' ছবিটি । ছবিতে দেখানো হয় ,ধনঞ্জয়ের বিরুদ্ধে ওঠা ধর্ষণের মামলাকে 'রেয়ার অফ দ্য রেয়ারেস্ট' বলেও অ্যাখায়িত করে আদালত। সেই প্রেক্ষাপটেই ছবি তুলে ধরেছে বহু প্রশ্ন।

গল্প

গল্প

নব্বইয়ের দশকে কলকাতায় , নাবালিকা হেতল পারেখের ধর্ষণ ও হত্যা মামলায় অভিযুক্ত ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে ফাঁসির সাজা শোনানো হয়। সেই মামলায় ধনঞ্জয়ের বিপক্ষের আইনজীবীর একমাত্র হাতিয়ার ছিল সার্কামস্ট্য়ানিশিয়াল এভিডেন্স বা পরিস্থিতির সাপেক্ষে পাওয়া প্রমাণগুলি। তার ওপরে নির্ভর করে মামলাটি কীভাবে এগিয়েছে, ও তার পরিণতি নিয়েই এই ছবি।

অভিনয়

অভিনয়

এই ছবিতে একঝাঁক গুণী অভিনেতা অভিনেত্রী রয়েছেন। সর্বোপরি উঠতি অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য যেভাবে ছবি জুড়ে নিজের অভিনয় প্রতিভা তুলে ধরেছেন তা অনবদ্য। অরিন্দম শীল যে পরিচালক হিসাবে অনির্বাণের ওপর ভরসা করে ভুল করেননি, তা প্রমাণিত অনির্বাণের অভিনয়তেই। সংলাপ পরিবেশন, বাচনভঙ্গি সর্বোপরি তাঁর কণ্ঠস্বরে অনির্বাণ মন কেড়েছেন দর্শকের। অন্যদিকে মিমি চক্রবর্তী , সুদীপ্তা চক্রবর্তী প্রত্যেকেই নিজের জায়গা থেকে সেরা অভিনয়টি দেওয়ার চেষ্টা করেছেন।

পরিচলনা

পরিচলনা

অরিন্দম শীল যে দক্ষ পরিচালক তা তাঁর একের পর এক হিট ছবিই জানান দেয়। ভিন্ন স্বাদের গল্প বাছাই করে, এররকম এক সাহসী কাহিনি বিন্যাস নিয়ে ছবি তৈরি করা সহজ কথা নয়। একটি জানা কাহিনিকে কীভাবে পরতে পরতে নতুনত্ব এনে ,অন্যচোখে দেখানো যায়, তা অরিন্দম শীল দেখিয়েছেন এই ছবিতে।

সবশেষে

সবশেষে

এই ছবির মাধ্যমে বহু প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করা হয়েছে। মামলার অদেখা অনেক দিককে তুলে ধরে এক নতুন ধাঁচের ছবি উপহার দেওয়ার চেষ্টা করেছেন পরিচালক।

English summary
Dhananjay, movie review. The film is based on the story of rape accused Dhananjay Chatterjee, who was hanged to death by law.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X