For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জাহ্নবী-ঈশানের সতেজ রসায়ন কি 'ধড়ক'-এ বুঁদ করতে পারল দর্শককে

মহারাষ্ট্রের সবুজ ঘেরা প্রকৃতি থেকে বহু ক্রোশ দূর মরুভূমির রুক্ষ পরিবেশ। প্রেক্ষাপট আলাদা কিন্তু কাহিনির মূল যোগসূত্র একই। এক কিশোর-প্রেম কাহিনি।

Google Oneindia Bengali News

Rating:
2.5/5
Star Cast: জাহ্নবী কাপুর, ঈশান খট্টর, আশুতোষ রাণা
Director: শশাঙ্ক খৈতান

মহারাষ্ট্রের সবুজ ঘেরা প্রকৃতি থেকে বহু ক্রোশ দূর মরুভূমির রুক্ষ পরিবেশ। প্রেক্ষাপট আলাদা কিন্তু কাহিনির মূল যোগসূত্র একই। এক কিশোর-প্রেম কাহিনি। মারাঠি ছবি 'সাইরাত'-এর হিন্দি রিমেক 'ধড়ক' চিত্রনাট্য তৈরি হয়েছে রাজস্থানের প্রেক্ষাপটে। চারিদিকের রুক্ষতার মধ্যে তিলে তিলে ঘড়ে ওঠা এক সুপ্ত প্রেম কাহিনি কীভাবে দুটি কিশোর মনকে বেঁধেছে আর তার পরিণতি কী হতে পারে, তাই তুলে ধরেছে 'ধড়ক'।

প্রেক্ষাপট

প্রেক্ষাপট

রাজস্থানের নামী রাজনীতিবিদ তথা হোটেল ব্যবসায়ীর রতন সিং (আশুতোষ রাণা)-র মেয়ে পার্থবী (জাহ্নবী কাপুর)। পার্থবী ছোট থেকেই খোলামেলা মেজাজের। কোনও বাঁধনে নিজেকে বাঁধতে সে পছন্দ করে না। সমাজের সচারাচর নিয়মের মধ্যেও সে থাকতে চায়না। এমন এক সময় তাঁর সঙ্গে দেখা হয়, মধুকরের (ঈশান খট্টর)। দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তেই সামনে আসে জাতিভেদর বিষয়টি। দুই ভিন্ন জাতের কিশোর কিশোরীর মধ্যে এই প্রেম মেনে নিতে পারে না সমাজ। তারপর ? এঁদের পরিণতি কী বলিউডে আর চারপাঁচটা চেনা ঘরানাতেই হয়? নাকি নতুন করে ট্রেন্ড তৈরি করে জাহ্নবী-ঈশানের 'ধড়ক'।

 অভিনয়

অভিনয়

'ধড়ক' ছবিটি শ্রীদেবী কন্যা জাহ্নবীর প্রথম ছবি। ফলে এই ছবি ঘিরে সমস্ত লাইমলাইট ছিল জাহ্নবীর উপর। এর আগে, ঈশানকে মাজিদ মাজিদির ' বিয়ন্ড দ্যা ক্লাউডস'-এ দেখা গিয়েছে বলে, এই ছবি জুড়ে জাহ্নবীর কাছ থেকে আশা বেশি ছিল দর্শকের। সেদিক দিয়ে ঈশানের তুলনায় ততটা সাবলীল ছিলেন না জাহ্নবী।

পরিচালনা

পরিচালনা

ছবি জুড়ে পরিচালক শশাঙ্ক খৈতান বার বার মনে করিয়ে দিয়েছেন যে এটি মারাঠি 'সাইরাত' ছবির রিমেক। বিভিন্ন দৃশ্য থেকে আবহ সঙ্গীত জুড়ে ছিল 'সাইরাত'-কে মনে করিয়ে দেওয়ার উস্কানি। ছবির চিত্রনাট্য গাঁথনিতে যে নতুনত্বের আশা দর্শক করেছিল, তা যদিও ছবিতে দেখতে পাওয়া যায়নি।

 সঙ্গীত

সঙ্গীত

অজয়-অতুল এই ছবির সঙ্গীত পরিচালক। 'সাইরাত'-এও ছিলেন এই সঙ্গীত পরিচালকদ্বয়। তাই 'জিঙ্গাত' গানটিতে মূল ছবির গানের মতোই তৈরি হয়েছে। পাশাপাশি ছবির টাইটেল ট্র্যাকও জনপ্রিয়তা পেয়ে চলেছে ।

সবশেষে

সবশেষে

কিশোর -প্রেম, তার চরম পরিণতি ঘিরে বলিউড এতদিন বহু ছবি তৈরি করেছে। সেই আঙ্গিকের ছবি 'ধড়ক'। যাতে সতেজতার ছোঁয়া দিয়েছেন জাহ্নবী ও ঈশান।

English summary
Dhadak movie review, Janhavi Kapoor and Ishan Khattar looks refreshing
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X