For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাজিদির ঘরানায় প্রথম ছবিতে অসামান্য ঈশান,'বিয়ন্ড দ্য ক্লাউডস'-এর গৌতম ঘোষ খুব অচেনা

'ফাদার' থেকে 'কালার অফ প্যারাডাইস' ছবিতে তিনি এক অন্য় জগতের দরজা যেন খুলে দিয়েছিলেন। যে জগতকে আমরা চাইলেই ধরতে পারি, চাইলেই চোখ মেলে দেখতে পারি, কিন্তু কোথাও যেন চেষ্টা করেও ছুঁতে পারিনা সহজে।

  • |
Google Oneindia Bengali News

'ফাদার' থেকে 'কালার অফ প্যারাডাইস' ছবিতে তিনি এক অন্য় জগতের দরজা যেন খুলে দিয়েছিলেন। যে জগতকে আমরা চাইলেই ধরতে পারি, চাইলেই চোখ মেলে দেখতে পারি, কিন্তু কোথাও যেন চেষ্টা করেও ছুঁতে পারিনা সহজে। অথচ নিজেকে ভেঙে ভেঙে সহজ থেকে সরলতর করতে পারলেই সেই জগতকে আঁকড়ে ধরে বাঁচা সম্ভব। এমনই এক জগতের স্রষ্টা বিশ্ববন্দিত ইরানি পরিচালক মাজিদ মাজিদি। এবার তিনি ভারতের প্রেক্ষাপটে, ভারতের গল্প বলেছেন 'বিয়ন্ড দ্য ক্লাউডস' ছবিতে।

[আরও পড়ুন:না বলা প্রেম কতটা গভীর হতে পারে 'অক্টোবর'-এ প্রমাণ করলেন পরিচালক সুজিত][আরও পড়ুন:না বলা প্রেম কতটা গভীর হতে পারে 'অক্টোবর'-এ প্রমাণ করলেন পরিচালক সুজিত]

[আরও পড়ুন:রবীন্দ্রচেতনার সঙ্গে কি আদৌ মিশল যীশু-কোয়েলের 'ঘরে অ্যান্ড বাইরে'][আরও পড়ুন:রবীন্দ্রচেতনার সঙ্গে কি আদৌ মিশল যীশু-কোয়েলের 'ঘরে অ্যান্ড বাইরে']

ছবির গল্প

ছবির গল্প

মাজাদির বেশ কেকটি ছবির মত এ ছবিতেও এক বেড়ে ওঠা কিশোরের গল্প রয়েছে। কিন্তু এই কিশোর আর চার পাঁচজনের মতো করে বড় হয়ে ওঠেনি। মাজাদির 'আমির' একজন স্ট্রিট চাইল্ড.. ফুটপাথে বেড়ে ওঠা একজন। আমিরের চরিত্রে ঈশান খট্টর। ছবিতে দেখানো হয়েছে, আমির খুব সহজ রাস্তা ধরে বড়লোক হতে চায়। সেজন্য সে ড্রাগ বিক্রির কারবারের যুক্ত হয়ে যায়। ঘটনাক্রমে সে পরিচিত হয় তার বোন তারার (মালবিকা মোহনন)সঙ্গে। যে ঈশানের থেকে অনেক দূরে চলে গিয়েছিল। আর সেই তারা জড়িয়ে পড়ে বেশ্যাবৃত্তির কাজে। এরপর কী? এরপর কী গল্প এগিয়েছে বলিউডের চেনা ছকে, নাকি মাজিদির ঘরানার অব্যার্থ মোচড় রয়েছে গল্পে? সে রহস্য উন্মোচন হোক থিয়েটারেই।

 পরিচালনা

পরিচালনা

'বিয়ন্ড দ্য ক্লাউডস' একটি গল্প ধর্মী ছবি। এর ইউএসপি যদি কিছু থাকে, তাহলে তা গোটা ছবিটি নিজেই। কোনও আলাদা স্টারকাস্ট বা চরিত্রভিত্তিক কাহানি বিন্যাস এই ছবিকে যাতে ছাপিয়ে না যায়, তার যথেষ্ট খেয়াল রেখেছেন মাজিদি। মাজিদির ঘরানার চেনা বৈশিষ্ট হল প্রাকৃতির চোখ জোড়ানো সৌন্দর্য। তবে এ ছবিতে সেই সৌন্দর্য তো দূরের কথা , বাস্তবের দৃষ্টিকটু দৃশ্যকেই এখানে তুলে এনেছেন পরিচলাক। ফলে বলাই য়ায়, কিছুটা হলেও 'বিয়ন্ড দ্যা ক্লাউডস'-এ পরিচালক হিসাবে অন্য মাজিদিকে ধরা গিয়েছে।
অভিনয়

অভিনয়

অভিনয়

শাহিদ কাপুরের ভাই ঈশান খট্টরের প্রথম ছবি 'বিয়ন্ড দ্যা ক্লাউডস'। প্রথম ছবি হিসাবে ঈশান যেভাবে নিজেকে তুলে ধরেছেন তা প্রশংসার যোগ্য। ঈশান এই ছবিতে বুঝিয়ে দিয়েছেন তিনি 'শাহিদের ভাই', ইন্ডাস্ট্রিকে আরও অনেক কিছু দেওয়ার রয়েছে তাঁর। গৌতম ঘোষ 'বিয়ন্ড দ্য ক্লাউডস'-এ এক বিশেষ চরিত্রে রয়েছেন। এর আগেও বহু ছবিতে গৌতমের অবিনয় দর্শকরা দেখেছেন, কিন্তু মাজিদির গৌতম একেবারে অন্যরকমের। কঙ্গনা ,দীপিকাকে সরিয়ে এই ছবিতে মালবিকা জায়গা করে নেন। চ্যালেঞ্জ সামনে রেখে তিনিও নিজের ১০০ শতাংশ দিয়েছেন এই ছবিতে ।

সংলাপ

সংলাপ

ছবির হিন্দি সংলাপ লিখেছেন বিশাল ভরদ্বাজ। আর যে ছবিতে মাজিদ মাজিদি-আর বিশাল ভরদ্বাজের মত ব্যক্তিত্বরা রয়েছেন, সেই ছবির সংলাপ কোন পর্যায়ে যেতে পারে, তা বলাই বাহুল্য।

প্রযোজনা

প্রযোজনা

প্রথমবার এক ভারতীয় ছবির প্রযোজনাতে পরিচালক মাজিদ মাজিদি। ফলে ফিল্মের সমস্তকটি দিক যে শিল্পভবনা নির্ভরতা থেকে যে সরে যাবে না তা আগে থেকেই অনেকে অনুমান করেছিলেন । আর সেদিক থেকে হতাশ করেননি এছবির প্রযোজকরা।

সবশেষে

সবশেষে

একটা অন্ধকারের দুনিয়া, আর তাকে টপকে মেঘের ওপারে চলে গিয়ে সুখ ছিনিয়ে আনার চেষ্টা...। 'বিয়ন্ড দ্যা ক্লাউডস' এক 'আমির'-এর গল্প বলেছে। যে আমির হয়তো আমাদেরই আশপাশে থাকে, কিংবা মনের কোনও গভীরে সুপ্তভাবে লালিত হচ্ছে। যে আমিরে জগতকে আনার চিনেও চিনতে চাইছি না। আবারও সেই আমিরের জগতে ঢোকবার দরজা খুলে দিলেন মাজিদি।

English summary
Beyond The Clouds Movies Review in bengali.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X