For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টান টান 'উত্তেজনা', 'রোমাঞ্চ', 'সানি লিওন' ,সবমিলিয়ে আদৌ কি দর্শক টানছে 'বাদশাহো', জেনে নিন

ছবিতে রোমাঞ্চ আর মাখো মখো প্রেমের এক হিট ফর্মুলা কার্যকরী করার চেষ্টা করেছেন পরিচালক।

  • |
Google Oneindia Bengali News

অভিনয় : অজয় দেবগন, ইমরান হাশমি, বিদ্যুৎ জামওয়াল,এশা গুপ্তা, ইলিয়ানা ডি ক্রুজ

পরিচালক: মিলন লুথরিয়া

'কচ্চে ধাগে' ,' ওয়ান্স আপ অন এ টাইম ইন মুম্বই'-এর পর আবার 'বাদশাহো' ছবিতে পরিচালক মিলন লুথরিয়ার সঙ্গে জুটি বেঁধেছেন 'অ্যাংরি ইয়ং ম্যান' অজয় দেবগন। তার ওপর ছবিতে রয়েছেন ইমরান হাশমির মতো 'লেডি কিলিং' তারকা। সব মিলিয়ে ছবিতে রোমাঞ্চ আর মাখো মখো প্রেমের এক হিট ফর্মুলা কার্যকরী করার চেষ্টা করেছেন পরিচালক।

প্রেক্ষাপট

প্রেক্ষাপট

রজত অরোরার লেখা এই কাহিনীর প্রেক্ষাপট ১৯ ৭৫ থেকে ৭৭ এর দশক। যখন ভারতে চলছে জরুরী অবস্থা। সেই সময়ে দেশের বিভিন্ন বিলাসবহুল রাজপরিবারগুলির কী হাল হয়েছিল তা তুলে ধরা হয়েছে ছবিতে। শুধু রাজ পরিবারের হালই নয়, সময়ের সঙ্গে রাজপরিবারের রাজনীতির পাল্টানো রূপও ছবিতে তুলে ধরা হয়। রাজস্থানের এর রাজ পরিবারের প্রেক্ষাপটে সেই রাজনীতিকে দেখানো হয়েছে।

ছবির গল্প

ছবির গল্প

১৯৭৫ সালে দেশের জরুরী অবস্থার সময়ে রাজনৈতিক অস্থিরতার আবহ ছিল দেশ জুড়ে। ছবিতে দেখানো হয় রানি গিতাঞ্জলী (ইলিয়ানা)-র রাজপ্রাসাদে গোপন সোনার খোঁজে তল্লাশি চালায় পুলিশ। সোনা নিজের জিম্মায় রাখতে ইলিয়ানাকে সাহায্য করে দুজন গুণ্ডা, ভওয়ানি (অজয় দেবগন), দালিয়া (ইমরান হাশমি)। এদিকে, সরকারকে না জানিয়ে সোনার সম্পত্তি গোপন করার জন্য তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর গ্রেফতারির পর, বাজেয়াপ্ত সোনা দিল্লির পথ ধরে অন্যত্র পাঠানো হয়। ছবির গল্প মূলত শুরু হয় এখান থেকেই। ছবি জুড়ে টানা টান উত্তেজনার পাশে , জমকালো গান ছবির গল্পকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে।

অভিনয়

অভিনয়

ছবির ট্রেলারেই ইমরান হাশমি (দালিয়া) বলেছেন তিনি আর 'লজ্জা' শব্দ দুটি একই বাক্যে যায়না। ফলে এই ছবিতে তিনি কোন পর্যায়ে গিয়ে নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিতে পারেন তা সকলেই ধারণা করতে পেরেছেন। অবশ্যই এই ছবির মূল আকর্ষণ অজয় দেবগন। তাঁর অন্যান্য ছবির মতো এই ছবিতেও তিনি নিজের সমস্ত কিছু উজার করে অভিনয় করেছেন। তবে ইলিয়ানা ও এশা গুপ্তার থেকে আরও খানিকটা ভালো পারফরম্যান্স আশা করেছিলেন দর্শকরা।

 পরিচালনা

পরিচালনা

মিলন লুথরিয়ায় ছবি জুড়ে রোমহর্ষক মুহুর্ত , টান টান উত্তেজনা কিংবা গভীর প্রেম দেখানো হয়। এই ফর্মুলা থেকে বাদ যায়নি 'বাদশাহো'। ছবিতে জমকালো রাজস্থানের সেট-এ গল্পকে আরও আকর্ষণীয় বানাতে সানি লিওনের আইটেম নম্বর থেকে শুরু করে যাবতীয় প্রয়োজনীয় মশলা দিয়েছেন পরিচালক।

সংলাপ

সংলাপ


ছবিতে একের পর এক হিট সংলাপ রয়েছে। মনে গাদ কাটতে পারে এমন কিছু সংলাপ অজয় দেবগনকে দিয়েই বেশিরভাগ ক্ষেত্রে বলানো হয়েছে।

 সঙ্গীত

সঙ্গীত

'তেরি রশকে কমর' গানটি এই ছবির সবচেয়ে বেশি জনপ্রিয় গান। তবে সানি লিওন অভিনীত গান "পিয়া মোরা' গানটির ভিডিও এই মুহুর্তে ইন্টারনেটে বেশ ভাইরাল।

সবশেষে

সবশেষে

বৃষ্টি মুখর উইকএন্ডে বন্ধু বান্ধবের সঙ্গে একটা ভালো সন্ধ্যে কাটানোর পক্ষে 'বাদশাহো' ভালো ছবি। রোমাঞ্চ , রাজনীতি ও প্রেমের গভীরতায় ঠাসা এই ছবি মন্দ নয়।

English summary
Ajay Devgn and Milan Luthria have worked together in films like Kachche Dhaage and Once Upon A Time In Mumbaai, so they are quite familiar with each other’s territory. Like these two films, Baadhshaho also has a thriller-like feel to it. However, Luthria ensures that his audiences keep getting a dose of melodrama as well.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X