Article 15 Movie Review: দুই নাবালিকার ঝুলন্ত মৃতদেহ ঘিরে কোন বার্তা উঠে এলো আয়ুষ্মানের ছবিতে
দুই নাাবালিকার গুম হওয়া , আর তার প্রেক্ষিতে এক তদন্ত , শুরু খোঁজ। আর খোঁজের শেষে উদ্ধার নাবালিকাাদের লাশ। ভারতের সাম্প্রতিক রাজনীতির প্রেক্ষাপটে এমন ঘটনা বহুবার উঠে এসেছে। আর সেই ঘটনা ঘিরে উঠে এসেছে এক জাতপাতের রাজনীতির নগ্ন ছবি। সেই ছবিকেই নিজের মতো করে ৭০ এমএম -এ তুলে ধরেছেন পরিচালক অনুভব সিনহা। 'আর্টিক্যাল ১৫ ' আরও একবার উস্কে দিল সাংবিধানিক সচেতনার এক অন্য সত্ত্বাকে।

চিত্রনাট্য
বিদেশ থেকে সবেমাত্র ফিরেছেন আইপিএস অয়ন রঞ্জন (আয়ুষ্মান খুরানা)। আর কাজের দায়িত্ব বুঝে নিতেই তাঁর কাছে এসে পড়ে দুই নাবালিকার নিখোঁজ হওয়ার ঘটনা। গোবলয় রাজনীতির প্রেক্ষাপটে এই গল্প এরপর এগিয়ে চলতে শুরু করে রাজনীতির রঙকে সঙ্গে নিয়ে। ধীরে ধীরে ঘটনার তদন্তে নেমে আয়ন বুঝতে পারেন যে গোটা মামলাটিই ঘুরে ফিরে আসছে জাতিবিদ্বেষকে কেন্দ্র করে। এরপরই শুরু হয় তাঁর খোঁজ। খোঁজ শুরু হয় সংবিধানের ১৫ নম্বর ধারাকে কেন্দ্র করে জনসচেতনতা ঘিরে।

অভিনয়
ফের একবার 'তিনি.. এলেন .. দেখলেন.. জয় করে চলে গেলেন..' 'অন্ধাধুন 'থেকে ' বধাই হো' তে যেভাবে নজর কেড়েছিলেন আয়ুষ্মান সেই ফর্মুলা 'আর্টিক্যাল ১৫ ' এও তুলে ধরলেন তিনি। চিত্রনাট্য যতটা সুযোগ তাঁকে দিয়েছে , ততটাই ভরিয়ে দিয়েছেন তিনি। ফলে সুযোগের বাটিতে ভর্তি করে যাবতীয় অভিনয় উপহার দিয়েছেন আয়ুষ্মান।

সবশেষে
গোবলয়ের এক সত্যি ঘটনাকে কেন্দ্র করে রুদ্ধশ্বাস এক কাাহিনি বর্ণনা করেছেন অনুভব সিনহা ও গৌরব সোলাঙ্কি। আর অনুভবের পরিচালনার গুণে এই ছবি আরও জীবন্ত এক কাহিনিকে উপহার দিয়েছে।