For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বয়স মাত্রই সংখ্যা কেবল! '১০২ নট আউট'-এ বুড়ো হাড়ের জোর দেখালেন ঋষি-অমিতাভ

ভালো থাকার জন্য় ভালো মানসিকতার প্রয়োজন! বয়স গিরে অবসাদকে তোয়াক্কা না করেই যৌবনের উদ্যম উদ্দীপনা নিয়ে বেঁচে থাকা যায়।

  • |
Google Oneindia Bengali News

ভালো থাকার জন্য ভালো মানসিকতার প্রয়োজন! বয়স গিরে অবসাদকে তোয়াক্কা না করেই যৌবনের উদ্যম উদ্দীপনা নিয়ে বেঁচে থাকা যায়। আর এই বার্তাই তুলে ধরা হয় অমিতাভ বচ্চন ও ঋষি কাপুর অভিনীত ছবি '১০২ নট আউট'-এ। ছবির ভাবনা অনেকটাই আলাদা । উমেশ শুক্লা পরিচালিত এই ছবি চেনা বলিউডের ছকের বাইতে তৈারি হওয়া একটি ফিল্ম।

গল্প

গল্প

ছবিতে মূলত ৩ টি মূল চরিত্র। দত্তাত্রেয় বাবুলাল, ও ধীরু। ১০২ বছর বয়সী দত্তাত্রেয়র ভূমিকায় রয়েছেন অমিতাভ বচ্চন ও তাঁর ছেলে ৭৫ বছরের বাবুলালের ভূমিকায় রয়েছেন ঋষি কাপুর। দত্তাত্রেয় নিজের জীবনের শেষ লগ্নে এসেও যৌবনের উচ্ছলতা নিয়ে উপভোগ করেন আশপাশের সমস্তটাই। অন্যদিকে তাঁর ছেলে বাবুলাল বিভিন্ন রকমের অবসাদে ভারাক্রান্ত ,তথা খিটখিটে। আর বাবা -ছেলের এই কাহিনিই নিয়েই একদম রিফ্রেশিং একটি প্লট তৈরি করা হয়েছে ফিল্মে।

[আরও পড়ুন:মণিকান্তপুরে কী ঘটেছে সেটা কী জানেন! সেখানে 'গুপ্তধনের সন্ধানে' বেড়িয়ে কী পেলেন আবিররা ][আরও পড়ুন:মণিকান্তপুরে কী ঘটেছে সেটা কী জানেন! সেখানে 'গুপ্তধনের সন্ধানে' বেড়িয়ে কী পেলেন আবিররা ]

পরিচালনা

পরিচালনা

এই ছবির শ্যুটিং এর একটি অন্যতম সীমাবদ্ধতা হল ছবিটির বেশিরভাগ অংশই ইন্ডোর লোকেশনে শ্যুটিং। তবে তার মধ্য়েও গল্প আর চরিত্রকে এক্কেবারে এক সুতোয় গেঁথে ফেলেছেন পরিচালক উমেশ শুক্লা।

অভিনয়

অভিনয়

ছবির অন্যতম আকর্ষণ হল অভিনয়। বহুদিন বাদে আবারও স্ক্রিনে একসঙ্গে ঋষি ও অমিতাভ। দুই কিংবদন্তী অবিনেতার কমিক টাইমিং দেখার মতো। তাঁদের অভিনয় রসায়ন আজও একই রকম। সমান দক্ষতায় কাঁধে কাঁধ মিলিয়ে এই ছবিতে টেনে নিয়ে গিয়েচেন ঋষি কাপুর ও অমিতাভ বচ্চন।

সবশেষে

সবশেষে

উইকেন্ডের আগেই মুক্তি পেয়েছে ছবি '১০২ নট আউট'। সারা সপ্তাহের ক্লান্তি ঝেড়ে ফেলতে হলে দেখে আসতেই পারেন ঋষি-অমিতাভ জুটির এই ফিল্ম। পরিবারেরে সকলের সঙ্গে দেখার মতো এই ছবি আপনার মন জয় করতে বাধ্য।

English summary
Amitabh Bachchan Rishi kapoor starrer 102 Not Out Movie Review
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X