For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'আইয়ারি'-র গল্পের মতোই কি ছবিও আকর্ষণীয় হল, জানুন

নীরজ পাণ্ডের ছবি নিয়ে বেশ কৌতূহলী দর্শক। উল্লেখ্য, এই সপ্তাহের বলিউড ক্যালেন্ডারে একদিকে অক্ষয়ের 'প্যাডম্যান' অন্যদিকে নীরজের ' আইয়ারি '।

  • |
Google Oneindia Bengali News

পরিচালক নীরজ পাণ্ডে ও মনোজ বাজপেয়ী জুটি এর আগে একযোগে মাত করেছিলেন 'স্পেশ্যাল ২৬ ','নাম শবানা'র মতো ছবিগুলি। মনোজ বাজপেয়ীর মতো অভিনেতা যে কোনও পরিচালকের ফিল্মের পক্ষেই বড় সম্পদ। আর অন্যদিকে 'বেবি',' স্পেশ্যাল ২৬' বা ' রুস্তম' ছবির মতো বেশ কিছু আকর্ষণীয় মনোরঞ্জন দর্শকদের দিয়েছে। ফলে নীরজ পাণ্ডের ছবি নিয়ে বেশ কৌতূহলী দর্শক। উল্লেখ্য, এই সপ্তাহের বলিউড ক্যালেন্ডারে একদিকে অক্ষয়ের 'প্যাডম্যান' অন্যদিকে নীরজের ' আইয়ারি '। এমন এক পরিস্থিতিতে কতটা জোরদার হল নীরজ পাণ্ডে পরিচালিত মনোজ বাজপেয়ী ,সিদ্ধার্থ মালহোত্রা ও রকুলপ্রীত অভিনীত 'আইয়ারি'।

ছবির গল্প

ছবির গল্প

১৬০ মিনিটের ছবিতে বিশ্ব জুড়ে অস্ত্র কারবারির বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। ভারতীয় সেনার কিছু গোপন বিষয় জানতেন মেজর বক্সি (সিদ্ধার্থ মালহোত্রা)। যিনি সেই সমস্ত তথ্য়কে সঙ্গে নিয়ে কিছু অন্ধকার জগতের মানুষের মুখোশ খুলতে তখপর হন। এই লড়াইতে মেজরের সঙ্গে থাকেন তাঁর গার্লফ্রেন্ড তথা হ্যাকার সোনিয়া (রকুল প্রীত সিং)। এরকম তথ্য কানে যায়, মেজর বক্সির সিনিয়র কর্নেল অভয় সিং(মনোজ বাজপেয়ী) এর কাছে। ফলে বক্সিকে খুঁজে বের করে তাঁকে সঠিক শিক্ষা দিতে তৎপর হন কর্নেল সিং। আর এখান থেকেই গল্প নেয় নয়া মোড়।

অভিনয়

অভিনয়

অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা এই ছবির গ্ল্যামার বাড়ালেও তাঁর অভিনয় বেশ হতাশ করার মোত। অন্যদিকে রকুলপ্রীত মিষ্টি নায়িকা হিসাবে ছিক থাকলেও, ছবিতে তেমন প্রভাব ফেলতে পারেননি। ছবির একমাত্র নিজের কাঁধে নিয়ে এগিয়েছেন মনোজ বাজপেয়ী। তবুও কোথাও গিয়ে এই ছবি সেভাবে দাগ কাটতে পারেনি। অন্যদিকে, আদিল হুসেন, নাসিরুদ্দিন শাহের মতো অভিনেতা থাকলেও , এই ছবিতে তাঁকে সেভাবে ব্যবহার করতে ব্যর্থ পরিচালক।

পরিচালনা

পরিচালনা

ছবির পরিচালক নীরজ পাণ্ডের মতো একজন বিখ্য়াত ব্যক্তিত্ব হলেও, ছবিতে সেই পরিচিতি পাওয়া যায়নি। ছবিতে গল্প ভাবনা যতটা দৃঢ় ততটা কাহিনি বিন্যাস দৃঢ় হয়নি। ফলে পরিচালনার বহু ফাঁক ফোকড়ে এই ছবি খানিকটা পিছিয়ে আছে।

সঙ্গীত

সঙ্গীত

ছবির সঙ্গীতের দিক থেকে 'লে ডুবা' গানটি ছাড়া কোনও কিছুই সেভাবে মন ছুঁতে পারেনি। তাই সঙ্গীত পরিচালনার দিক থেকেও এই ছবি খানকিটা পিছিয়ে রয়েছে।

সবশেষে

সবশেষে

প্যাডম্যান যেভাবে এগোচ্ছে তাতে , তার বাজারে থাবা বসানোর সাহস দেখাতে ব্যর্থ এই ছবি। তবুও হালকা মেজজে উইকেন্ডে কোথাও কোনও প্ল্যান না থাকলে দেখতেই পারেন এই ছবি।

English summary
Aiyaary Movie Review: Manoj Bajpayee,Sidharth Malhotra, Neeraj Pandey fails to win hearts
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X