'ঘায়েল ওয়ানস এগেন' পোস্টার প্রকাশ করলেন অভিনেতা সানি দেওয়ল!
১৯৯০ সালের সুপারহিট ছবি ঘায়েল আজও রক্তে ঢেউ তোলে। এবার সেই ছবিরই সিকোয়েল তৈরি হল। ছবির নাম ঘায়েল ওয়ানস এগেন। আর এই ছবির প্রথম পোস্টারটি প্রকাশ করলেন অভিনেতা সানি দেওয়ল। টুইটারে পোস্টারের ছবিটি টুইট করেছেন অভিনেতা।
ছবিতে দেখা যাচ্ছে এতটি বলিষ্ঠ হাত আঁকড়ে ধরে রয়েছে চার তরুণ-তরুণীর হাত।

ছবিটি টুইট করে সানি লিখেছেন, "৪ নিষ্পাপ শিশু....দেশের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে..দুজনের মধ্যে দাঁড়িয়ে শুধু একটি মানুষ...#ghayalonceagain"।
4 innocent kids...against the most powerful man in the country..only 1 man stands between them..#ghayalonceagain pic.twitter.com/zKKvDHms9R
— Sunny Deol (@IAMSUNNYDEOL) November 7, 2015
এই ছবিতে অভিনয়ের পাশাপাশি ৫৮ বছর বয়সি সানি এই ছবির পরিচালনার দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন। এই ছবিতে সানির পাশাপাশি ওম পুরী ও সোহা আলি খান অভিনয় করছেন। ২০১৬ সালের জানুয়ারি মাসে এই ছবি মুক্তি পেতে চলেছে।