For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২দিনে ১০০ কোটি, বক্স অফিস কাঁপাচ্ছে থ্যালাইভার অন্নথা

২দিনে ১০০ কোটি, বক্স অফিস কাঁপাচ্ছে থ্যালাইভার অন্নথা

Google Oneindia Bengali News

২ দিনে ১০০ কোটি রোজগার করে ফেলেছে রজনীকান্তের নতুন ছবি অন্নথা। করোনা কালে এই প্রথম কোনও ছবি সিনেমা হলে সুপারহিট করল। দীপাবলিতে মুক্তি পেয়েছিল রজনীকান্তের ছবিটি। তারপরেই আর সিনেমা হলে ভিড় কমছিল না। দীপাবলির ছুটিতে একেবারে জমজমাট সিনেমাহল। কোন শো ফাঁকা যাচ্ছে না অন্নথার। থ্যালাইভাকে বড় পর্দায় দেখাল লোভ সামলাতে পারছেন না তাঁর অনুরাগীরা। তার জেরে ২ দিনেই বক্স অফিসে কাঁপিয়ে ফেলেছে রজনীকান্তের নতুন ছবি অন্নথা।

সুপারহিট রজনীকান্তের ছবি

অন্নথার আগে মুক্তি পেেয়ছিল রজনীকান্তের দরবার। ট্রেড অ্যানালিসিস্ট মানোবালা বিদ্যাবালন বক্সঅফিস কালেকশনের রেকর্ড জানিয়েছেন গোটা বিশ্বেই একাধিক দেশে মুক্তি পেয়েছে ছবিটি। তারমধ্যে প্রথম দিনেউ ৭০.১৯ কোটি টাকা বক্স অফিস কালেকশন করতে পেরেছে রজনীকান্তের ছবি। শুধু তামিলনাড়ুতেই ৩৪.৯২ কোটি টাকা বক্স অফিস কালেকশন করেছে এই ছবি। ২০২১ সালে যত ছবি মুক্তি পেয়েছে ভারতে তার মধ্যে রজনীকান্তের এই ছবি রেকর্ড কালেকশন সংগ্রহ করতে পেরেছে প্রথম দিনেই।

পরিচালক শিবার লেখা চিত্রনাট্য। অন্নথায় রজনীকান্ত ছাড়াও রয়েছেন মীনা, খুশবু, দক্ষিণভারতের জনপ্রিয় অভিন্ত্রী নয়নতারা, কীর্তি সুরেশ, জগপতি বাবু, প্রকাশ রাজ এবং ভিলা রামামুত্থি ও সুরি। কল্যাণ নামের একটি গ্রাম সভাপতিকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে ছবির কািহনী। যিনি খুব সাধারণ জীবন যাপন করেন। এবং তাঁর জীবন আবর্তিত হয় নিজের গ্রাম এবং পরিবারকে ঘিরে। নিজের বোনকে ভীষণ ভালবাসেন কল্যান। কিন্তু কাহিনীর মোড় ঘুরতে শুরু করে খলনায়ককে ঘিরে।

করোনা পরিস্থিতিতে এই প্রথম কোনও ছবি বক্স অফিসে এই ভাবে হিট করল। বেশিরভাগ ছবিই করোনার কারনে ওটিটি ফ্লাটফর্মে মুক্তি পেয়েছে। যার জেরে সিনেনা হলের দশাও করুন। বক্স অফিস কালেকশন বলে কিছু মিলছে না। সিনেমা হলগুলি খুললেও খুব কম সংখ্যক দর্শকই প্রবেশ করতে পারছেন। করোনা বিধি মেনে স্যানিটাইজ করতে হচ্ছে িসনেমা হল।তার একটা বড় খরচ রয়েছে। যার জেরে একাধিক ছোট সিনেমাহল বন্ধ করে দিতে হয়েছে। মাল্টিপ্লেক্সেও টিকিটের দাম বেড়ে গেছে। যার জেরে সেখানেও মন্দা দেখা দিয়েছে।

কয়েকদিন আগেই রজনীকান্ত ভর্তি হয়েছিলেন হাসপাতালে। যদিও পরে জানা যায় তিনি রুটিন চেকআপের জন্যই ভর্তি হয়েছিলেন। পরের দিন হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয়। তারপরেই মুক্তি পায তাঁর ছবি। করোনা পরিস্থিতিতে এই প্রথম সিনেমা হলে কোনও বিগবােজটের ছবি মুক্তি পেল। প্রথম দিন থেকেই সুপার হিট হয়েছে ছবিটি। তাতে কিছুটা হলেও আশার আলো দেখছেন সিনেমা হলের মালিকরা।

English summary
Rajnikath new movie released
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X