(ছবি) রইসের শুটিংয়ে অনবদ্য শাহরুখ, অদেখা ছবির কোলাজ
"বনিয়ে কা দিমাগ, মিঁঞ্য়াভাই কি ডার্লিং", বলিউড বাদশা শাহরুখ খানের সিনেমা 'রইস'-এর এই ডায়লগটি এখন থেকেই জনপ্রিয় হয়ে গিয়েছে। [এক্সক্লুসিভ : দিলওয়ালের সেটে শাহরুখ-কাজল]
সম্প্রতি শাহরুখ জানিয়েছেন রইস সিনেমায় প্রায় ১০ দিনের শ্যুটিং বাকি রয়ে গিয়েছে যা কয়েকদিনের মধ্যেই শেষ করবেন তিনি। [অভিনয় জীবনের ২৩ বছর পূর্ণ, দেখে নিন শাহরুখের সেরা ২৩ সিনেমা]
এই সিনেমাটির প্রযোজনা করেছে এক্সেল এন্টারটেইনমেন্ট ও শাহরুখের নিজের সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। এই সিনেমায় শাহরুখ ছাড়াও দেখা যাবে অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকিকে। এছাড়াও পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানেরও বলিউড অভিষেক হতে চলেছে এই সিনেমা দিয়ে। [আগামিদিনে কোন তারকা কি লুকে হাজির হবেন সেলুলয়েডে]
সিনেমাটি পরিচালনা করেছেন রাহুল ঢোলাকিয়া। আগামী বছর ঈদে এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। নিচের স্লাইডে ক্লিক করে দেখে নিন, রইসের শ্যুটিংয়ের কয়েকটি দৃশ্য। [জেনে নিন বলিউড তারকাদের গোপন বিস্ফোরক স্বীকারোক্তি]

রইসের শ্যুটিংয়ে
রইসের শ্যুটিংয়ে সময়ে তোলা শাহরুখের ছবি।

শ্যুটিং স্পটে
কোনও একটি দৃশ্য শ্যুট করার আগে তা বুঝে নিচ্ছেন বলিউড বাদশা।

সিক্স প্যাক অ্যাবস
সবার প্রথমে এই ছবিটিই প্রকাশিত হয়েছিল। এখানেও সিক্স প্যাক অ্যাবস তৈরি করে ফেলেছেন কিং খান।

রইসের পোস্টার
রইসের পোস্টারেও "বনিয়ে কা দিমাগ, মিঁঞ্য়াভাই কি ডার্লিং", এই ডায়লগটি লেখা রয়েছে।

শাহরুখের স্কেচ
রইসে শাহরুখের এই স্কেচটিও যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে।

মাহিরা খান
পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানেরও বলিউড অভিষেক হতে চলেছে এই সিনেমা দিয়ে।

ঈদে লড়াই
আগামী ঈদে সলমন খানে ও শাহরুখ খানের সিনেমা একসঙ্গে মুক্তি পাবে বক্স অফিসে।

নওয়াজউদ্দিন সিদ্দিকি
বজরঙ্গী ভাইজানে ছোট্ট চরিত্রেও কামাল করেছেন নওয়াজ। রইসেও তেমন কিছুই করবেন বলে আশা করা হচ্ছে।