India
  • search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রথমবার ভূতের ছবিতে ক্যাটরিনা কাইফ, প্রকাশ্যে ‘‌ফোন ভূত’‌ ছবির ফার্স্ট লুক পোস্টার

Google Oneindia Bengali News

ভুল ভুলাইয়া ২-এর পর বলিউডে ফের ভূতের আগমন। দর্শককে ভূতের ভয় দেখাতে বড় পর্দায় আসছেন বলি ডিভা ক্যাটরিনা কাইফ। রোম্যান্টিক নায়িকার মুখোশ ছেড়ে একেবারে অন্য় রকম চরিত্রে দর্শকের দরবারে ধরা দিতে তৈরি ভিকি ঘরণী। ভুতুরে দুনিয়ায় দর্শককে স্বাগত জানাচ্ছেন বলি সুন্দরী ক্যাটরিনা কাইফ। তবে ক্যাটরিনা একা নন, তাঁর সঙ্গে এই ভুতুড়ে দুনিয়ায় পা রাখছেন সিদ্ধান্ত চতুর্বেদী ও ইশান খট্টর।

প্রকাশ্যে ‘‌ফোন ভূত’‌ ছবির ফার্স্ট লুক পোস্টার

পরিচালক গুরমীত সিংয়ের পরিচালনায় আসতে চলেছে ভুতুড়ে কমেডি সিনমা '‌ফোন ভূত'‌। সেই ছবিতেই প্রধান ভূমিকায় দেখা যাবে বলি ডিভা ক্যাটরিনা কাইফকে। নিজের ইনস্টাগ্রামে এই পোস্টার শেয়ার করে ক্যাট লিখেছেন, '‌ফোন ভূতের পৃথিবীতে আপনাদের স্বাগত।' আগামী ৭ অক্টোবর হিন্দি ছবির দর্শককে ফোন ভূতের দুনিয়ায় দর্শককে স্বাগত জানাবেন ক্যাটরিনা কাইফ।‌

দর্শকের মধ্যে অনেকদিন ধরেই একটা প্রশ্ন ছিল যে কবে সিলভার স্ক্রিনে মুক্তি পাবে ছবিটি। অপেক্ষার অবসান ঘটিয়ে ক্যাটরিনাই প্রকাশ্যে নিয়ে এল ছবি মুক্তির তারিখ। তারকা খচিত সিনেমা ফোন ভূত নিয়ে দর্শকরা বেশ উচ্ছ্বসিত ছিল।

ক্যাটরিনার শেয়ার করা ফোন ভূত-এর পোস্টারটি একটু ভালো করে লক্ষ্য করে দেখা যাবে তিনজন তারকাই ম্যাচিং পোশাকে রয়েছেন। আর ব্যাকগ্রাউন্ডে রয়েছে বেশ কয়েকটি ভূত। রয়েছে আরও একটি বিষয়। পোস্টারে কালো আউটফিটে দেখা যাচ্ছে অভিনেতা জ্যাকি শ্রফকে। ক্যাটরিনা এর আগে কোনও হরর সিনেমায় অভিনয় করেননি, তাই তাঁর কাছে এটাই প্রথম ভুতুড়ে ছবি। এই সিনেমা যে দর্শকদের মনে শিহরণ জাগাবে তা ছবির পোস্টারেই স্পষ্ট। ভূতের পোস্টারে আবার লেখা হয়েছে, '‌এক ভয়ানক কমেডি।'‌ এই ছবিটির প্রযোজনা করেছেন ফারহান আখতার ও রিতেশ সিদ্ধওয়ানি।

বিয়ের মণ্ডপে বরের এমন কাণ্ডে লাজে রাঙা নববধূ, ভাইরাল ভিডিও নেট দুনিয়ায়বিয়ের মণ্ডপে বরের এমন কাণ্ডে লাজে রাঙা নববধূ, ভাইরাল ভিডিও নেট দুনিয়ায়

English summary
phone bhoot first look poster out, this movie release 7 october
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X