For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২২ শে শ্রাবণের বর্ষা-বিরহে রবি-স্মরণে কয়েকটি রবীন্দ্রসঙ্গীত , যা সমৃদ্ধ করেছে বাংলা সিনেমাকে

তাঁর সাহিত্য বিভিন্ন সময়ে বিভিন্ন 'দর্শন' তুলে ধরেছে। রবীন্দ্রভাবনায় কখনও উজ্জিবীত হয়েছে জীবনবোধ, কখনওবা সঠিকভাবে প্রকাশ পেয়েছে শোক। এমন এক বর্ষাবিরহের দিনে শুনে নেওয়া যাক কয়েকটি কালজয়ী রবীন্দ্রসঙ্গীত

  • |
Google Oneindia Bengali News

বর্ষার প্রবল দাপটে ঝাপসা হয়েছে চারিদিক। আকাশের নীলকে ঢেকে রেখেছে ঘোলাটে মেঘের মন খারাপ। এদিনের বর্ষা যেন শুধু প্রকৃতির একার নয়, মন-প্রকৃতিতেও তার বিচরণ অবাধ। আজ ২২ শে শ্রাবণ। তাঁর প্রয়াণ দিবস। এই দিনেই ১৯৪১ সালে বাঙালির 'চিরসখা' রবীন্দ্রনাথ ঠাকুর ছেড়ে চলে যান ইহলোক।

ভালো মন্দ যাহাই আসুক সত্যরে লও সহজে', জীবনবোধে আজও অনুপ্রাণিত করে রবীন্দ্রনাথের কিছু বিখ্যাত উক্তিভালো মন্দ যাহাই আসুক সত্যরে লও সহজে', জীবনবোধে আজও অনুপ্রাণিত করে রবীন্দ্রনাথের কিছু বিখ্যাত উক্তি

তাঁর সাহিত্য বিভিন্ন সময়ে বিভিন্ন 'দর্শন' তুলে ধরেছে। রবীন্দ্রভাবনায় কখনও উজ্জিবীত হয়েছে জীবনবোধ, কখনওবা সঠিকভাবে প্রকাশ পেয়েছে শোক। এমন এক বর্ষাবিরহের দিনে শুনে নেওয়া যাক কয়েকটি কালজয়ী রবীন্দ্রসঙ্গীত, যা বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছে।

?rel=0&wmode=transparent" frameborder="0">

সুখে আমায় রাখবে কেন...

'শোক' আর 'সুখ', এই দুটি ভিন্ন অনুভূতি একযোগে জায়গা করে নিয়েছে এই গানের মাধ্যমে । 'এলার চার অধ্যায়' ছবিতে এই গানটির ব্যবহার ছিল অনবদ্য।

তরী আমার.. ?rel=0&wmode=transparent" frameborder="0">

চিরসখা হে ...

বিষাদ বিভোর মানুষের শেষ গতি 'বিশ্বাস'। করুণাময় ঈশ্বরের প্রতি বিশ্বাস তথা সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আত্মসমর্পন। এমনভাবকে কোথাও ফুটিয়ে তুলেছে রবীন্দ্রনাথের এই গানটি। 'চতুষ্কোণ' ছবিতে গানটির ব্যবহার উল্লেখযোগ্যভাবে নজর কেড়েছে।

?rel=0&wmode=transparent" frameborder="0">

তরী আমার..

এই গানটি এক অপূর্ব আবেশে ভরিয়ে রাখতে পারে যেকোনও বাঙালিকে। ঋতুপর্ণ ঘোষের 'পারমিতার একদিন' ছবিতে এই গানটির যেভাবে ব্যবহার করা হয়, তা মন ছুঁয়ে যায় আজও।

?rel=0&wmode=transparent" frameborder="0">

যে রাতে মোর দুয়ারগুলি

দেবব্রত বিশ্বাস, গীতা ঘটকের কণ্ঠে 'মেঘে ঢাকা তারা' ছবিতে এই গানটি ব্যবহার করেন কিংবদন্তী চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটক।

English summary
বর্ষার প্রবল দাপটে ঝাপসা হয়েছে চারিদিক। আকাশের নীলকে ঢেকে রেখেছে ঘোলাটে মেঘের মন খারাপ। এদিনের বর্ষা যেন শুধু প্রকৃতির একার নয়, মন-প্রকৃতিতেও তার বিচরণ অবাধ। আজ ২২ শে শ্রাবণ। তাঁর প্রয়াণ দিবস। এই দিনেই ১৯৪১ সালে বাঙালির 'চিরসখা' রবীন্দ্রনাথ ঠাকুর ছেড়ে চলে যান সকলকে।
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X