For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টেলিভিশনের দুনিয়ায় বড় চমক নিয়ে হাইপ্রোফাইল ব্যবসায়িক চুক্তি জি এন্টারটেইমেন্ট ও সোনি পিকচার্সের

  • |
Google Oneindia Bengali News

জি এন্টারটেইনমেন্ট ও সোনি পিকচার্সের মধ্যে একটি তাবড় একটি ব্যবসায়িক চুক্তি সম্পন্ন হতে চলেছে। এই দুটি সংস্থার মধ্যে একটি 'মার্জার' স্বাক্ষর হয়েছে। ফলে ১১,৬১৫ কোটি টাকা দিয়ে জি এন্টারটেইমেন্টের একটি বড় সত্ত্ব এবার জি এর কাছ থেকে সোনি পিকচার্সের কাছে যেতে চলেছে। এরফলে ৫২.৯৩ শতাংশের সত্ত্ব ব্যবসায়িক ভিত্তিতে গিয়েছে সোনির কাছে। ফলে মনোরঞ্জনের দুনিয়ায় এই ব্যবসায়িক ডিল নিঃসন্দেহে বড় বিষয়। এরফলে জি এন্টারটেইনমেন্ট অ্যান্ড এন্টারপ্রাইজ লিমিটেড বা জিলের শেয়ার ৯.৯৯ শতাংশ হয়েছে। এরফলে তারা ২৮১.২ টাকার একটি আপার সার্কিট ছুঁয়ে ফেলতে চলেছে মুম্বই মার্কেটে। যা নিঃসন্দেহে একটি বড় বিষয়।

টেলিভিশনের দুনিয়ায় বড় চমক নিয়ে হাইপ্রোফাইল ব্যবসায়িক চুক্তি জি এন্টারটেইমেন্ট ও সোনি পিকচার্সের

জি-এর 'নন বিডিং টার্মশিট'কে সোনির হাতে তুলে দেওয়া নিয়ে এদিন ২২ সেপ্টেম্বর একটি বৈঠক সম্পন্ন হয়। সেই বৈঠকেই জি -এর তরফে এই বড় অঙ্কের সত্ত্বের শতাংশে ছাড়ের বার্তা দেওয়া হয়। এই এই টার্মশিট যে সোনির হাতে তুলে দেওয়া হবে, সেবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। মূলত, জানা যাচ্ছে এই সিদ্ধান্তের দিকে আগ্রহী ছিল জি মিডিয়া। কারণ, তারাই বাজারে আপাতত প্রিমিয়ার মিডিয়া হিসাবে পরিচালিত হতে চেষ্টা করে চলেছে। আর সেই লক্ষ্য থেকেই তাঁরা এই সত্ত্ব সোনির কাছে বিক্রি করে দিতে চায়। মূলত, ব্যবসায়িক বৃদ্ধি ও মূলধনী বৃদ্ধি বাড়াতে এই বড় চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে বলে জানা যায়। এদিকে, জিলের তরফে খবর, তাদের বর্তমান ব্যবসায়িক সঙ্গীরা যে চুক্তির প্রস্তাব দিয়েছিল , তা ইতিমধ্যেই জিয়ের কাছে বেশ লাভজনক বলেই বোধ হয়েছে বলে সূত্রের দাবি। যেখানে জি প্রিমিয়ার মিডিয়া হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে, সেখানে এই ডিলের বিষয়টি আকর্ষণীয় ছিল তাদের কাছে।

উল্লেখ্য়, দক্ষিণ এশিয়ায় তাবড় সংস্থা হিসাবে নিজের কলেবর বাড়িয়ে নেওয়ার পথে এগিয়ে যাচ্ছে জি মিডিয়া। সেই জায়গা থেকে এই একাত্ম করণের চুক্তিটি বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই চুক্তির শর্ত অনুযায়ী, জিএর তরফে এই একাত্মকরণের এমডি ও সিইও পুনিত গোয়েঙ্কাই থাকছেন । আগামী পাঁচ বছর তিনিই এর দেখভাল করবেন। এই চুক্তির ফলে ৭৫ টি টেলিভিশন চ্যানেলের মালিকানায় থাকছে এই চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানটি। এরমধ্যে ত থাকবে জি এর দুটি ভিডিও স্ট্রিমিং পরিষেবা, দুটি ফিল্ম স্টুডিও, একচটি ডিজিটাল কনটেন্ট স্টুডিও থাকবে এই মালিকানার অধীনে। এরফলে জি ও সোনির কাছে বাজারে লড়াইয়ের যে শক্তি এল তাতে স্টার ও ডিজনিকে ছাপিয়ে যাওয়া যাবে বলে মনে করছেন অনেকেই। মনে করা হচ্ছে দুটি সত্ত্বা একযোগে আসলে ১৬ হাজার কোটি টাকার লাভের অংশ উঠে আসবে। এর হাত ধরে ৪ হাজার নতুন কর্মসংস্থার হবে বলেও মনে করা হচ্ছে।

English summary
A New deal of Zee Entertainment and Sony Pictures. Know more about the deal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X