চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার আগে স্ত্রী হেজেলের থেকে কী সুসংবাদ পেলেন যুবি
খুব শীঘ্রই বাবা হতে চলেছেন যুবরাজ সিং? চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাওয়ার আগে স্ত্রী হেজেল কিচের কাছ থেকে যুবরাজ সুসংবাদ শুনে গিয়েছেন বলে সূত্রের খবর।
যদিও এই নিয়ে সংবাদমাধ্যম সেভাবে সরগরম হয়নি। তবে জল্পনা অব্যাহত। কারণ বিয়ের পর থেকে প্রায় সমস্ত অনুষ্ঠানেই যুবরাজ ও হেজেলকে একসঙ্গে দেখা গিয়েছে।

অথচ জাহির খান ও সাগরিকা ঘাটগের এনগেজমেন্ট অনুষ্ঠানে যুবরাজ একাই আসেন। সঙ্গে ছিলেন না স্ত্রী হেজেল। এমনকী শচীনের বায়োপিকের অনুষ্ঠানেও যুবরাজকে একাই দেখা গিয়েছে।
আর এই দেখেই চোখ কপালে তুলেছেন অনেকে। হেজেল কি তাহলে সত্যিই প্রেগন্যান্ট! সবার প্রথমে এটাই সকলের মনে আসছে। কারণ সকলেই জানতে চাইছিলেন হেজেল কেন যুবির সঙ্গে নেই।
সূত্রের খবর, হেজেল এই মুহূর্তে লন্ডনেই রয়েছেন। সেখানেই যুবি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ খেলতে গিয়েছেন। সেখানেই বোনের সঙ্গে হেজেল রয়েছেন। এবং জানা যাচ্ছে, খুব তাড়াতাড়ি স্বামী-স্ত্রীর পাশাপাশি বাবা-মায়ের তকমাও জুটে যাবে যুবি-হেজলের।