For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সর্বদা নিজেকে প্রমাণ করতে হবে না, কথা বলবে সময়, আয়কর হানার পর বিবৃতি জারি সোনু সুদের

সর্বদা নিজেকে প্রমাণ করতে হবে না, কথা বলবে সময়, আয়কর হানার পর বিবৃতি জারি সোনু সুদের

Google Oneindia Bengali News

গত ৩ দিন ধরে মুম্বইতে বলিউড অভিনেতা সোনু সুদের বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়েছে আয়কর দফতর। ২০ কোটি টাকার কর ফাঁকি দিয়েছেন অভিনেতা, এমনটাই বিবৃতি জারি করে জানিয়েছে আয়কর বিভাগ। এই তল্লাশি অভিযানের পর সোশ্যাল মিডিয়ায় অসহায়দের '‌রবীন হুড’‌ সোনু সুদ বিবৃতি জারি করে জানিয়েছেন যে সবসময় নিজেকে প্রমাণ করার প্রয়োজন নেই, কথা বলবে সময়।

সোনু সুদের বিবৃতি

সোনু সুদ এও জানান যে তাঁর ফাউন্ডেশনের প্রত্যেকটি অর্থ অসহায়দের কাছে বা জীবন বাঁচানোর কাজে ব্যবহার হয়েছে। সোনু সুদ এও জানিয়েছেন যে তিনি যে ব্র‌্যান্ডগুলিতে কাজ করেন তাদের অনুরোধ করেছেন যে তাঁর এই চ্যারিটিতে যেন অনুমোদনের অর্থ দান করে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সোনু সুদ জানিয়েছেন যে তিনি যেহেতু অতিথিদের অভ্যার্থনা করছেন তাই বেশ কিছুদিন মানুষকে সাহায্য করতে পারেননি তবে তিনি আবার ফিরে এসেছেন অসহায়দের সহায়তা করতে। এই পোস্টের ক্যাপশনে তিনি হিন্দি দু-লাইনের কবিতা যোগ করেছেন। সেই কবিতার বাংলা অর্থ হল তিনি প্রত্যেক ভারতীয়র কাছ থেকে সমর্থন ও শুভেচ্ছা পেয়েছেন।

সোনু সুদের বাড়িতে–অফিসে আইটি হানা

সোনু সুদের বাড়িতে–অফিসে আইটি হানা

প্রসঙ্গত, শনিবার বিবৃতি জারি করে আয়কর দফতরের তরফে আনুষ্ঠানিক ঘোষণা করে বলা হয়, ২০ কোটির টাকার কর ফাঁকি দিয়েছেন সোনু সুদ ও তাঁর সহযোগীরা। আয়কর দফতরের দাবি, সোনু সুদের স্বেচ্ছাসেবী সংস্থার তরফে বিদেশে থেকে প্রায় ২.১ কোটি টাকা অনুদান হিসাবে তোলা হয়েছে। বিভিন্ন ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্মের মাধ্যমে এই টাকা তোলা হয়েছে বলে সূত্রের খবর। এই কাজটি ফরেন কন্ট্রিবিউশন (রেগুলেশন) অ্যাক্টের সরাসরি লঙ্ঘন বলে দাবি করা হয়েছে। বুধবার মুম্বইয়ে সোনু সুদের দফতরে তল্লাশি চালায় আয়কর দফতর, পরদিন তাঁর বাড়িতে তল্লাশি চালানো হয়। গত কয়েকদিনে অভিনেতার সঙ্গে যুক্ত মুম্বই, লখনউ, কানপুর, জয়পুর, দিল্লি এবং গুরুগ্রামের মোট ২৮টি জায়গায় একযোগে কয়েক ঘণ্টা ধরে অনুসন্ধান চালিয়েছেন আয়কর দফতরের আধিকারিকরা। এই তল্লাশি চলাকালীনই অভিনেতার বিরুদ্ধে কর ফাঁকি তথ্য-প্রমাণ হাতে এসেছে তাঁদের। আয়কর দফতরের দাবি, যে সমস্ত রোজগারের হিসেব সোনু সুদ লোকাতে চাইতেন, সেটা বেনামী সংস্থাদের থেকে ভুয়ো ঋণ নেওয়ার খাতে দেখানো হত। তদন্তকারীরা ইতিমধ্যেই এই ধরণের ২০টি বেনামী লেনদেনের হদিশ পেয়েছেন।

অসহায়দের সহায়তায় সোনু সুদ

অসহায়দের সহায়তায় সোনু সুদ

করোনা মহামারির সময় অভিনেতা সোনু সুদের মানবিক হৃদয়ের পরিচয় পাওয়া যায়। বহু পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার ব্যবস্থা করে দেওয়ায় সোনু সুদ দেশবাসীর মন জয় করে ফেলেন। ৪৮ বছরের অভিনেতা সর্বদাই অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন। করোনার দ্বিতীয় ওয়েভের সময় যখন হাসপাতালে ওষুধ ও অক্সিজেনের সঙ্কট দেখা দিয়েছিল সেই সময়ও সোনু সুদ সাহায্য করেছিলেন। তাঁর এই উদারতা ও মানবিক পদক্ষেপ দেশের সাধারণ মানুষকেই শুধু নয় মুগ্ধ করেছিল রাজনৈতিক ক্ষেত্রের অনেককে। গত বছরের লকডাউনে দেশের বিভিন্ন প্রান্তে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে অভিনেতা বিশেষ বিমানের বন্দোবস্ত করেন। সোশ্যাল মিডিয়ায় কারোর বিপদের কথা শুনলেই তিনি ঝাঁপিয়ে পড়েন সহায়তা করার জন্য।

সোনু সুদের সিনেমা

সোনু সুদের সিনেমা

সোনু সুদকে দেখা যাবে পৃথ্বীরাজ সিনেমাতে। এছাড়াও তেলেগু অ্যাকশন-ড্রামা সিনেমা আচার্যতে অভিনয় করবেন তিনি। বুধবার আয়কর বিভাগের তল্লাশির আগে সোনু সুদ দিল্লিতে আপ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। যদিও তিনি যে রাজনীতিতে যোগ দিচ্ছেন না তা স্পষ্ট করে জানিয়ে দেন।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Sonu Sood made the statement on social media after a search operation by the Income Tax Department,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X