
কার নামের সঙ্গে মিলিয়ে ছেলের নাম রাখলেন নুসরত, বাড়ছে জল্পনা
ছেলের নামের প্রথম অক্ষর শুরু হয়েছে ইংরেজির ওয়াই দিয়ে। মা হওয়ার পরের দিনই ছেলের নাম রেখে টলিপাড়ায় গুঞ্জন ছড়িয়ে দিয়েছেন অভিনেত্রী। তিনি ছেলের নাম লিখেছেন ঈশান। ইংরেজিতে সেই নামের শুরু হচ্ছে ওয়াই দিয়ে। আর নুসরতের বিশেষ বন্ধু যশেরও নামের প্রথম অক্ষর শুরু হয় ওয়াই দিয়ে। আর তাই নিয়েই টলিপাড়ায় গুঞ্জন শুরু হয়ে গিয়েছে।

ছেলের নাম রাখলেন নুসরত
গতকালই দুপুরে সি সেকশন হয়েছে নুসরত জাহানের। পার্কস্ট্রিটের একটি হাসপাতালে পুত্র সন্তানের জন্মদেন নুসরত। তাঁর সঙ্গে ছিলেন বিশেষ বন্ধু যশ দাশগুপ্ত। যশই বাইরে এসে সকলকেজানান নুসরত এবং সদ্যোজাত সুস্থ রয়েছেন। শোনা যাচ্ছে এরই মধ্যে ছেলের নাম রেখে ফেলেছেন নুসরত জাহান। ছেলের নাম ইয়াশ রেখেছেন অভিনেত্রী। তারপরেই জল্পনা শুরু হয়ে গিয়েছে নুসরতের সন্তানের পিতৃপরিচয় নিয়ে। প্রসঙ্গত উল্লেখ্য নুসরত এখনও পর্যন্ত জানাননি তাঁর সন্তানের পিতা কে। নিখিল জৈন প্রথম থেকেই জানিয়ে গিয়েছিলেন নুসরতের গর্ভে তাঁর সন্তান নেই।

নামেই কি পিতৃপরিচয়ের ইঙ্গিত
ছেলের নাম ঈশান রেখেন নুসরত। ইংরেজিতে নাম শুরু হচ্ছে ওয়াই দিয়ে। এদিেক আবার নুসরতের বিশেষ বন্ধু যশের নামের শুরুও হয় সেই ওয়াই দিয়েই। তারপরেই শুরু হয়ে গিয়েছে নুসরতের পিতৃপরিচয় নিয়ে জল্পনা। তাহলে কি যশই নুসরতরে সন্তানের পিতা। নাম না বলে ছেলের নামরেখেই সন্তানের পিতৃপরিচয় বুঝিয়ে দিচ্ছেন অভিনেত্রী। একের পর এক কমেন্ট আসতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা এই নিয়ে শোরগোল ফেলে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। তাঁর শিশু পুত্রের জন্মের আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁর বাবার পরিচয় নিয়ে একাধিক তির্যক মন্তব্য শুনতে হয়েছে।

পাশে ছিলেন যশ
নিখিলের সঙ্গে বিয়ে অস্বীকার করার পর থেকেই অভিনেতা যশের নাম জড়িয়েছে। নিখিলের বাড়ি ছেড়ে নাকি যশের সঙ্গে ছিলেন নুসরত। যশের বাড়িতেই থাকছিলেন তিনি। যদিও এই নিয়ে যশ এবং নুসরত একটি বারও একটিও শব্দ খরচ করেননি। বারবারই প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন তাঁরা। সন্তানের জন্ম দেওয়ার আগে একাধিকবার নুসরতকে নিয়ে যশকে লাঞ্চ ডেটে যেতে দেখা গিয়েছে। কয়েকদিন আগেও পার্কস্ট্রিেটর রেস্তরাঁয় যশ-নুসরতকে দেখা গিয়েছিল। আবার পার্কস্ট্রিটের রেস্তরাঁতেও দেখা গিয়েছিল তাঁদের। ডেলিভারির আগে শেষ চেকআপেও নুসরতের সঙ্গে যশকে হাসপাতালে দেখাগিয়েছিল। ডেলিভারির দিনেও যশ ছিলেন নুসরতের কাছে।

নিখিলের শুভেচ্ছা
নিখিলের সঙ্গে তুরষ্কে ধুমধাম করে বিয়ে করেছিলেন নুসরত জাহান। ২০১৮ সালে বিয়ের এক বছর পরেই তাঁদের সম্পর্কে ফাটল ধরতে শুরু করে। তারপরেই ২০২১ সালের শুরুেতই শোনা যায় নুসরত নিখিলেরবাড়ি ছেড়ে বেরিয়ে এসেছেন। নুসরত দাবি করেন নিখিলের সঙ্গে তাঁর বিয়ে হয়নি। তাঁরা লিভ ইন সম্পর্কে ছিলেন। তারপরেই জানা যায় নুসরত অন্তঃসত্তা। নিখিল দাবি করেন নুসরতের সন্তানের পিতা তিনি নন।তারপরেই জল্পনাশুরু হয় নুসরতের সন্তানের পিতা কি তাহলে যশ। এই নিয়ে নেটিজেনদের একাধিক কটূক্তির শিকারও হতে হয়েছে নুসরতকে।
ছবি সৌজন্য:ইসন্টাগ্রাম