For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইয়ার এন্ডার ২০২২: আইএমডিবি রেটিং-এ চলতি বছরে ভারতের সেরা সিনেমা কোনগুলি জানেন

ইয়ার এন্ডার ২০২২: আইএমডিবি রেটিং-এ চলতি বছরে ভারতের সেরা সিনেমা কোনগুলি জানেন

  • |
Google Oneindia Bengali News

নতুন বছর আসতে আর বেশি বাকি নেই। বছরের শেষে সব মানুষেরই জানার ইচ্ছা থাকে সারা বছর ধরে কী হচ্ছে। তেমনি সিনেমা প্রেমীরা কিন্তু জানতে চান কোন সিনেমা কত আয় করল আবার কোন ছবি রেটিং আগে এগিয়ে গেল। বিখ্যাত বিনোদন রেটিং সাইট আইএমডিবি-র নিরিখে ২০২২ সালে কোন কোন সিনেমা কত রেটিং পেল, দেখুন।

 আর আর আর

আর আর আর

বিখ্যাত পরিচালক এস এস রাজামৌলি পরিচালিত সিনেমা হল 'আর আর আর'। সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে দুর্দান্ত সাফল্য অর্জন করেছিল। রাম চরণ ও জুনিয়র এনটিআরের অভিনয়ে মুগ্ধ হয়েগিয়েছিলেন অনুগামীরা। এই সিনেমাটি তৈরি হয়েছে দুই তেলুগু মু্ক্তিযোদ্ধা কমারাম ভীমা ও আলুরি সীতারামা রাজুর জীবন ঘিরে বলে জানা গিয়েছে। জুনিয়র এনটিআর এবং রাম চরণ ছাড়াও, আরআরআর-এ আলিয়া ভাট, অজয় দেবগন, রে স্টিভেনসন, অ্যালিসন ডুডি, অলিভিয়া মরিস, শ্রিয়া শরণ এবং সামুথিরাকানি অভিনয় করেছেন। সিনেমাটি ১২০০ কোটি টাকা সংগ্রহ করতে সক্ষম হয়েছিল। সিনেমাটি নেটফ্লিক্সে বেশি দেখিলেন মানুষ। এই সিনেমাটির প্রত্যেকটি গানই খুব জনপ্রিয়। আইএমডিবি এই সিনেমাটিকে ১০ এর মধ্যে ৮ দিয়েছে।

 দ্য কাশ্মীর ফাইলস

দ্য কাশ্মীর ফাইলস

এই সিনেমাটি মুক্তি পাওয়ার আগে থেকে অনুগামীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে ছিল। পরিচালক বিবেক অগ্নিহোত্রী পরিচালিত সিনেমা হল 'দ্য কাশ্মীর ফাইলস'। ছবিটি তৈরি হয়েছিল সরকারি সংগ্রহশালায় বন্দি করে রাখা 'কাশ্মীর ফাইলস' নামের এক বিস্ফোরক নথি নিয়ে। এই নথির ওপর ভিত্তি করেই নানান চরিত্রকে সিনেমার পর্দায় ফুটিয়ে তোলার চেস্টা করেছিলেন বিবেক। চলতি বছরের ১১ মার্চ সিনেমাটি মুক্তি পেয়েছিল। এই সিনেমায় অভিনয় করেছিলেন অনুপম খের, মিঠুন চক্রবর্তী, দর্শন কুমার, পল্লবী যোশী, চিন্ময় মাণ্ডলেকর, প্রকাশ বেলাওয়াড়ি, পুণীত ইসার। শুধু মাত্র ভারত থেকে সিনেমাটি ২৫০ কোটি টাকা আয় করেছিল। বিশ্বজুড়ে ৩৪০ কোটি টাকা আয় করতে সক্ষম হয়েছিল। আইএমডিবি এই সিনেমাটিকে ১০ এর মধ্যে ৮.৩ দিয়েছে।

কেজি এফ চ্যাপ্টার: ২

কেজি এফ চ্যাপ্টার: ২

কেজিএফ চ্যাপ্টার ১-এর পর অনুগামীরা মুখিয়ে ছিল কবে বেরোবে দ্বিতীয় পার্ট। অনুগামীদের খিদে মেটাতে যখন দ্বিতীয় পার্ট বেরোলে তা দেখা নিয়ে উত্তেজনা যেন তুঙ্গে ছিল সকলের। পরিচালক প্রশান্ত নীল এই সিনেমাটি পরিচালনা করেছেন। কন্নড় ভাষা ছাড়াও সিনেমাটি মোট ৪ টি ভাষায় মুক্তি পেয়েছিল। বক্স অফিসে সিনেমাটি খুব সাফল্য অর্জন করেছিল। ২০১৮ সালে মুক্তি পেয়েছিল এই সিনেমার প্রথম পার্ট 'কেজিএফ: চ্যাপ্টার ১'। তারই সিকুয়েল ধরে এগিয়েছে দ্বিতীয় পার্ট। মাফিয়া রকির গল্প ফের একবার উঠে আসবে এই ছবিতে। এই সিনেমায় অভিনয় করেছিলেন সঞ্জয় দত্ত, রবিনা ট্যান্ডন, প্রকাশ রাজ, শ্রীনীধি শেট্টিরা। আইএমডিবি এই ছবিটিকে ৮.৪ নম্বর দিয়েছে।

বিক্রম

বিক্রম

বলিউডের পাশাপাশি বছরভর কিন্তু বক্স অফিস কাঁপিয়ে তামিল সিনেমাও। চলতি বছরের জুন মাসের ৩ তারিখ মুক্তি পেয়েছিল সিনেমাটি। তামিল ভাষার অ্যাকশন থ্রিলার সিনেমাটি দেখে অনুগামীরা অবাক হয়ে গিয়েছিলেন। বক্স অফিসেও কিন্তু সাফল্য অর্জন করেছিল ছবিটি। সিনেমাটি পরিচালনা করেছেন লোকেশ কনকরাজ। এই সিনেমায় অভিনয় করেছেন কমল হাসান, ফাহাদ ফাসিল, গায়ন্ত্রী শঙ্কর- সহ অন্যান্যরা। চলতি বছরে তামিল সিনেমার সব থেকে বেশি আয় করা সিনেমা হল এই বিক্রম। তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপতিকেও এই সিনেমায় অভিনয় করতে দেখা গেছে। বিখ্যাত বিনোদন রেটিং সাইট আইএমডিবি এই ছবিকে ৮.৪ নম্বর পেয়েছেন।

 কানতারা

কানতারা

সিনেমাটি মুক্তি পাওয়ার পর বক্স অফিসে দারুণ সাফল্য লাভ করেছিল। ২০২২ সালের সেপ্টেম্বর মাসের ৩০ তারিখ মুক্তি পেয়েছিল এই সিনেমাটি। সিনেমাটি পরিচালনা করেছিলেন ঋষভ শেঠি। তিনি কিন্তু এই সিনেমায় অভিনয়ও করেছিলেন। অ্যাকশন-থ্রিলার ছবিটি দেখে মানুষ আপ্লূত হয়ে পড়েছিলেন। এই সিনেমায় মূলত জঙ্গলেই বেশি শুটিং করা হয়েছে। আইএমডিবি এই সিনেমাকে ১০-এ ৮.৬ দিয়েছে।

রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট

রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট

সিনেমাটি মুক্তি পাওয়ার আগে থেকেই সিনেমা প্রেমীরা অপেক্ষা করছিলেন কবে সিনেমাটি মুক্তি পাবে তা জানার জন্য। এই সিনেমার গল্প হল- প্রাক্তন ইসরোর বিজ্ঞানী নাম্বি নারায়ণের জীবনী তুলে ধরা হয়েছে এখানে। সিনেমাটি কন্নড়, তামিল, মালায়ম ভাষায় প্রাইম ভিডিওতে দেখা যাবে। রকেট্রি ছবিতে অভিনেতা আর মাধবনকে দেখা যাবে নাম্বি নারায়ণের মুখ্য ভূমিকায় এবং অভিনেত্রী সিমরানকে দেখা যাবে মহিলা প্রধান চরিত্রে। ছবিতে গুলশান গ্রোভার কথিত এপিজে আবদুল কালামের চরিত্রে অভিনয় করছেন। রাজিত কাপুর, রবি রাঘবেন্দ্র, মিশা ঘোষাল -সহ থাকবেন অন্যান্যরা। এই ছবিতে ক্যামিও করতে দেখা যাবে শাহরুখ খান ও সুরিয়াকে। আইএমডিবি এই সিনেমাকে ১০-এ ৮.৮ দিয়েছে।

 পোন্নিয়িন সেলভান ১

পোন্নিয়িন সেলভান ১

বলিউড অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন অভিনীত পোন্নিয়িন সেলভান ১ বক্স অফিসে দারুণ সাফল্য লাভ করেছিল। সিনেমা পরিচালনা করেছিলেন মণি রত্নম। এই সিনেমায় ঐশ্বর্য রাই বচ্চন ছাড়াও অভিনয় করেছেন বিক্রম, জয়াম রবি, কার্তি, ত্রিশা মতোর তারকারা। চলতি বছরের সেপ্টেম্বর মাসের ৩০ তারিখ সিনেমাটি মুক্তি পেয়েছিল। তামিল লেখক কল্কি কৃষ্ণমূর্তির জনপ্রিয় উপন্যাস পন্নিয়িন সেলভান অবলম্বনে তৈরি করা হয়েছে ছবিটি। ৫০০.৮ কোটি টাকা আয় করতে সক্ষম ছিল সিনেমাটি। আইএমডিবি নিরিখে এই সিনেমার প্রাপ্ত নম্বর ৭.৯৮।

মেজর

মেজর

এই সিনেমাটি চলতি বছরের ২২ মে মুক্তি পেয়েছে। সিনেমাটিতে অভিনয় করেছেন মহেশ বাবু,নম্রতা শিরোদকর, অনুরাগ রেড্ডি, শরথ চন্দ্র-সহ অন্যন্যার। এই সিনেমাটি পরিচালনা করেছেন সাশি কিরন টিক্কা। সন্দীপ উন্নীকৃষ্ণনের জীবনের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এই মেজর সিনেমাটি। বক্স অফিসেও সিনেমাটি সাফল্য লাভ করেছিল। তাছাড়া ছবিটি নেটফ্লিক্সেও দারুণ সফলতা অর্জন করেছিল। আইএমডিবি নিরিখে এই সিনেমার প্রাপ্ত নম্বর ৮.২।

 সীতা রামম

সীতা রামম

২০২২ সালের ৫ অগাস্ট মুক্তি পেয়েছিল। সিনেমাটি পরিচালনা করেছিলেন হানু রাঘাবাপুড়ি। এই সিনেমার মূখ্য ভূমিকায় অভিনয় করেছেন দুলকার সলমন ও মৃণাল ঠাকুর। এই সিনেমায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মান্দানাও। কাশ্মীর সীমান্তে এক অনাথ সেনা অফিসারকে নিয়েই এই সিনেমার গল্প। আইএমডিবি নিরিখে এই সিনেমার প্রাপ্ত নম্বর ৮.৬।

English summary
year ender 2022 these movies are ranked high on imdb in 2022 do you know
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X