For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার নির্দেশ পেতেই পুরনো ছন্দে টালিগঞ্জ, জট কাটিয়ে শুরু শ্যুটিং

মমতার নির্দেশ পেতেই পুরনো ছন্দে টালিগঞ্জ, জট কাটিয়ে শুরু শ্যুটিং

Google Oneindia Bengali News

করোনার জেরে বহু দিন বন্ধ থাকার পর টালিগঞ্জের স্টুডিও পাড়া ফের চেনা ছবি দেখার অপেক্ষায় ছিল। তবে রাজ্যে কোভিড বিধি মেনে শ্যুটিং শুরুর নির্দেশ মমতা প্রশাসন দিলেও, একমাস বন্ধ থাকার পর শ্যুটিংয়ের শুরুর দিন থেকেই নয়া জটে পড়ে যায় টালিগঞ্জের শ্যুটিং ফ্লোর। ফের একবার সমস্যা সমাধানে নামেন ত্রাতা মমতা।

টালিগঞ্জে জটিলতা, সংঘাত

টালিগঞ্জে জটিলতা, সংঘাত

রাজ্য সরকারের তরফে যে নির্দেশিকা দেওয়া হয়েছিল তাতে সাফ বলা ছিল যে শ্যুটিংয়ের ক্ষেত্রে ইউনিটের সর্বোচ্চ ৫০ জনকে নিয়ে শ্যুটিং করা যাবে। তার চেয়ে বেশি জনকে রাখা যাবে না। এছাড়া ইউনিটের কলাকুশলী থেকে টেকনিশিয়ানদের ভ্যাকসিনেটেড হতে হবে। ফ্লোরকে স্যানিটাইজ করে রাখতে হবে। এই নির্দেশ মেনে শ্যুটিং শুরুর কথা থাকলেও, তা না মেনেই ২০ টি দারাবাহিকের শ্যুটিং চলেছে বলে অভিযোগ ওঠে। অভিযোগ তোলে ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান অ্যান্ড ওয়ার্কার্স অফ ইন্ডিয়া।

বিস্ফোরক অভিযোগ ওঠে টালিগঞ্জের শ্যুটিং নিয়ে

বিস্ফোরক অভিযোগ ওঠে টালিগঞ্জের শ্যুটিং নিয়ে

অভিযোগ তোলা হয় যে, রাজ্যের দেওয়া কোভিড বিধি লঙ্ঘন করে বহু ধারাবহিকের ক্ষেত্রে গুদামে, হোটেলে লুকিয়ে শ্যুটিং করা হয়েছে। শ্যুটিং চলেছে ঘনিষ্ঠ দৃশ্যেও । যা করোনা পরিস্থিতিতে একেবারেই কাম্য নয়। অভিযোগ যদিও অস্বীকার করে ওয়েলফেরার অ্যাসোসিয়েশান অফ টেলিভিশন প্রোডিউসারস অফ ওয়েস্ট বেঙ্গল। এদিকে, টালিগঞ্জে স্টুডিওে শ্যুটিং শুরু হলেও বহু টেকনিশিয়ান প্রথম দিনে সেখানে যাননি। ফলে থমকে যায় শ্যুটিং।

 জট কাটাতে ময়দানে নামেন মমতা

জট কাটাতে ময়দানে নামেন মমতা

এমন এক অচলাবস্থা ঘিরে মুখ্যমন্ত্রীর মুখাপেক্ষী হয় বহু মহল। তারপরই মমতা সাফ জানান শুক্রবার থেকে আগে শ্যুটিং শুরু করতে হবে। আর মমতার এই বার্তা পেয়ে আর্টিস্ট ফোরামের তরফে মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপকে সাধুবাদ জানানো হয়।

একাধিক শোয়ের শ্যুটিং শুরু

একাধিক শোয়ের শ্যুটিং শুরু

এদিকে, জানা গিয়েছে বুধবার টালিগঞ্জের শ্যুটিংয়ের শুরুর সময় থেকে বিপদ জটিলতা শুরু হয়ে গেলেও, বৃহস্পতিবার থেকে একাধিক শোয়ের শ্যুটিং শুরু হয়েছে। জানা গিয়েছে গতকালই 'ডান্স বাংলা ডান্স' এর শ্যুটিং শুরু হয়েছে টালিগঞ্জে।

English summary
With Mamata Banerjee's assurance Shooting resumes in Tollygunj film studios
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X