• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

অ্যাশ-অমিতাভ-জয়ার সঙ্গে রিসেপশন পার্টিতে নাচে মশগুল দীপবীর!দেখুন পার্টির জমজমাট ছবি ও ভিডিও

দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং-এর বিয়ের রিসেপশনের ইতিমধ্যেই একাধিক ছবি ও ভিডিও ভাইরাল হতে শুরু করেছে। এরমধ্যে বলিউড শাহেনশা অমিতাভ বচ্চনের সঙ্গে দীপিকা ও রণবীরের নাচের দৃশ্যের ভিডিও ও ছবি ক্রমেই ভাইরাল হচ্ছে। একনজরে দেখে নেওয়া যাক বচ্চন পরিবারের সঙ্গে 'মিস্টার অ্যান্ড মিসেস সিং' -এর নাচের কিছু জমজমাট ছবি।

'গল্লাগুড়িয়া'!

রণবীর অভিনীত 'দিল ধড়কনে দো' ছবির গান 'গল্লাগুড়িয়া'-র তালে এদিন মজেছিল রিসেপশনের মিউজিক্যাল নাইট। কোমর দুলিয়েছেন অমিতাভ থেকে সোনু সুদ।

জুম্মা-চুম্মায় রণবীর!

গানের কলি ধরেই স্টেজ থেকে ঝাঁপ! এমন ভাবেই রণবীর সিং 'জুম্মা চুম্মা'.. গানের ছন্দে নেচেছেন। এরপর বাকি লাইমলাইট শুষে নিয়েছেন অমিতাভ বচ্চন একাই।

বিগ-বির সঙ্গে নাচের ভঙ্গিমায় রণবীর!

অমিতাভকে পার্টিতে পেয়েই তাঁর সঙ্গে নাচের চালে মশগুল হয়ে গিয়েছিলেন রণবীর সিং। সেই ছবিও প্রকাশ্যে এসেছে সোশ্যাল মিডিয়ার দৌলতে।

পার্টির মেজাজে দীপবীর!

পার্টির হইচইয়ের তখন চরমে। একদিকে একের পর এক জমজমাট বলিউড ডান্স নাম্বার চলছে , অন্যদিকে ডান্স ফ্লোর মাতাচ্ছেন অমিতাভ বচ্চন থেকে দীপিকা-রণবীররা।

পুত্রবধূকে সঙ্গে নিয়ে জয়ার নাচ!

এদিন পুত্রবধূ ঐশ্বর্যকে নিয়ে পার্টির মেজাজে মেতেছিলেন অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন। সেই ছবিও প্রকাশ্যে আসে।

পার্টির বিরল কিছু মুহূর্ত!

বচ্চন পরিবারকে এভাবে পার্টির মেজাজে মাততে দেখে অনেকেই সেই দৃশ্য ইপভোগ করেছেন।

অ্যাশকে নিয়ে জয়া-অমিতাভ

অ্যাশকে নিয়ে জয়া-অমিতাভ

নাচের তালে কীভাবে দীপবীরের রিসেপশনের মিউজিক্যাল নাইটের আসর মাতিয়েছেন বচ্চনরা তা প্রমাণ করে এই ছবিটি।

'পিকু' জুটি!

'পিকু' জুটি!

দীপিকার সঙ্গে অমিতাভের নাচের এই দৃশ্য এদিন রাতে অনেককেই 'পিকু' ছবির কথা মনে করিয়ে দেয়।

[আরও পড়ুন;প্রিয়াঙ্কা এলেন পালকিতে, স্টেজ মাতালেন নিক! 'নিকয়াঙ্কা'-র বিয়ের কিছু বিরল মুহূর্ত হল ফ্রেমবন্দি]

English summary
With Amitabh ,jaya, Ash , Deepveer rocked the dance floor at Mumbai Reception.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X