For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'জুলি ২'-এর ট্রেলর লঞ্চে এই কাণ্ড করে খোরাকের পাত্র হলেন পহলাজ

এবার 'ইরোটিক থ্রিলার' ছবি 'জুলি ২'-কে কিন্তু দরাজ সার্টিফিকেট দিলেন পহলাজ।

  • |
Google Oneindia Bengali News

'সংস্কারের ' ঘেরাটোপে ফেলে দেশের বহু সিনেমার নানা দৃশ্য থেকে সংলাপে কাঁচি চালিয়ে বার বার শিরোনামে জায়গা করে নিয়েছেন সিবিএফসি প্রধান পহলাজ নাহালানি। তবে এবার 'ইরোটিক থ্রিলার' ছবি 'জুলি ২'-কে কিন্তু দরাজ সার্টিফিকেট দিলেন পহলাজ। কারণ ছবির প্রেসেন্টার হিসাবে নাম রয়েছে পহলাজের।

'জুলি ২'-এর ট্রেলর লঞ্চে এই কাণ্ড করে খোরাকের পাত্র হলেন পহলাজ

ছবির পোস্টার ও ট্রেলার রিলিজ হয়েছে সদ্য। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন পহলাজ নিজে। আর সেখানেই তাঁর অঙ্গভঙ্গি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে ছবি সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন , এটি একটি ' পরিস্কার ও অ্যাডল্ট ছবি'। যে বক্তব্যের অর্থ নিয়ে রীতিমত ট্রোল শুরু হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

'জুলি ২'-এর ট্রেলর লঞ্চে এই কাণ্ড করে খোরাকের পাত্র হলেন পহলাজ

উল্লেখ্য, সিবিএফসি-র প্রধান পদ ছাড়ার পর এই প্রথমবার জনসমক্ষে আসেন পহলাজ। স্বভাবতই 'জুলি ২ '-এর মতো এরকম একটি ছবি ঘিরে তাঁর কী বক্তব্য রয়েছে তা জানতে চায় উপস্থিত সংবাদমাধ্যম। সেসময়ে, 'জুলি ২' সম্পর্কে তিনি বলেন, " আমি পদে থাকলে কোনও কাট করতাম না। ছবিটিকে A সার্টিফিটেকট দিতাম। এই ছবিতে কোনও বাজে দৃশ্য বা শব্দ ব্যবহার করা হয়নি। তিনি বলেন এটি সম্পূর্ণ অ্যাডাল্ট, ফ্যামিলি ফিল্ম'। একদাপ এগিয়ে তিনি বলেন,"আমি প্রথম থেকেই সংস্কারি মানুষ। এটা আমাদের মাটিতে রয়েছে। ভারত এমনই একটা দেশ, যেখানে সংস্কারের থেকে বড় কিছু হতে পারে না। আমি (সংস্কারি) ছিলাম আছি থাকব।"

English summary
Pahlaj Nihalani, who grabbed many a headline for trimming films during his tenure as CBFC chief, has turned distributor for an upcoming erotic-thriller, 'Julie 2', which he described as a "very clean, adult movie".
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X