For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইফার মঞ্চে কারা পেলেন শ্রেষ্ঠত্বের শিরোপা! দেখে নিন বিজয়ীদের তালিকা

আইফার মঞ্চে কারা পেলেন শ্রেষ্ঠত্বের শিরোপা! দেখে নিন বিজয়ীদের তালিকা

Google Oneindia Bengali News

২০১৮ সালের আইফার আসর জমে উঠেছিল রেখা, অনুপম খের, ঋষি কাপুর, রণবীর ,বরুণ ধওয়ানদের উপস্থিতিতে। এদিন বলিউডের শ্রেষ্ঠত্বের শিরোপা তুলে দেওয়া হয় একাধিক ব্যক্তিত্বকে। শ্রেষ্ঠ অভিনেতা থেকে অভিনেত্রী , বছরের সেরা ফিল্মকে সম্মান জানিয়েছে ব্যাঙ্ককে আইফার মঞ্চ। একনজরের দেখে নেওয়া যাক ,এদিন কাদের হাতে উঠেছে শ্রেষ্ঠত্বের শিরোপা।

আইফার মঞ্চে কারা পেলেন শ্রেষ্ঠত্বের শিরোপা! দেখে নিন বিজয়ীদের তালিকা

শ্রেষ্ঠ ছবি- তুমহারি সুলু

শ্রেষ্ঠ পরিচালক- হিন্দি মিডিয়াম

শ্রেষ্ঠ গল্প-অমিত ভি মাসুরকার

শ্রেষ্ঠ অভিনেতা-ইরফান খান (হিন্দি মিডিয়াম)

শ্রেষ্ঠ অভিনেত্রী- শ্রীদেবী (মম), তাঁর হয়ে পুরস্কার গ্রহণ করেছেন শ্রীদেবীর স্বামী বনি কাপুর।

শ্রেষ্ঠ অভিনেত্রী (পার্শ্ব চরিত্রে)- মেহের ভিজ (সিক্রেট সুপারস্টার)

শ্রেষ্ঠ অভিনেতা (পার্শ্ব চরিত্রে)- নওয়াজ উদ্দিন সিদ্দিকি

শ্রেষ্ঠ গায়ক- অরিজিৎ সিং (জব হ্যারি মেট সেজল)

[আরও পড়ুন:নাচের ছন্দে আইফার মঞ্চ কাঁপালেন রেখা-রণবীর-অর্জুনরা! দেখনু বিশেষ কিছু ছবি ও ভিডিও][আরও পড়ুন:নাচের ছন্দে আইফার মঞ্চ কাঁপালেন রেখা-রণবীর-অর্জুনরা! দেখনু বিশেষ কিছু ছবি ও ভিডিও]

শ্রেষ্ঠ নেপথ্য গায়িকা- মেঘনা মিশ্র (সিক্রেট সুপারস্টার)

শ্রেষ্ঠ গীতিকার- মনোজ মুন্তাশির (বাদশাহো)

শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক - তানিষ্ক বাগচি, আমাল মালিক, অখিল সচদেবা (বদরিনাথ কি দুলহানিয়া)

শ্রেষ্ঠ ডেব্যু পরিচালক - কঙ্গনা সেন শর্মা (ডেথ ইন গুঞ্জ)

'আউট স্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট' পুরস্কার- অনুপম খের

শ্রেষ্ঠ স্টাইল আইকন- কৃতী শ্যানন

উল্লেখ্য, এদিনের অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ ছিলেন রেখা।৬৩ বছরের রেখা ২০ বছর বাদে মঞ্চে পারফর্ম করেন ।আইফার মঞ্চে এদিনের সবচেয়ে বড় আকর্ষণ ছিলেন অভিনেত্রী রেখা। একাধিক গানের ছন্দে রেখার পারফরম্যান্স এদিন সকলে উপভোগ করেন।

English summary
Winners list of IIFA Awards 2018, sridevi wons best actress, Irrfan khan best actor
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X