For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলা থেকে স্বেচ্ছা নির্বাসনের পর কি এবার 'পদ্ম' সম্মানও ফেরাবেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়?

'পদ্ম' সম্মান ফেরাবেন ভিক্টর?

Google Oneindia Bengali News

বাংলা থেকে স্বেচ্ছায় নির্বাসন নিয়েছেন তিনি। কিন্তু এককালে তাঁকে ছাড়া বাংলা সিনেমার একটি পাতাও নড়ত না। কারণ তিনিই ছিলএন টলিউডের আল্টিমেট হিট ম্যান। কথা হচ্ছে ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের। সত্যজিৎ রায়ের 'শতরঞ্জ কে খিলারি' থেকে পাকাপোক্ত ভাবে নিজের অভিনয় জীবন শুরু করলেও প্রথমে একটি ইংরাজি সিনেমায় কাজ করেছিলেন ভিক্টর।

বাংলা থেকে স্বেচ্ছা নির্বাসনের পর কি এবার পদ্ম সম্মানও ফেরাবেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়?

এর পর রায় সাহেবেরই অন্য এক ছবি ঘরে বাইরে, মৃণাল সেনের মহাপৃথিবীতে কাজ করে অভিনেতা হিসেবে নিজের মাত্রা বুঝিয়েছিলেন তিনি। এর পরেই আসা যাক আশি আর নব্বইয়ের দশকের রোম্যান্টিক হিট ফল্মের কথায়। 'একান্ত আপন' সুপারহিট গানগুলো প্রতি মুহূর্তে এখনও বাঙালি গুণগুণ করতে ভোলেননা। এছাড়াও আগুন, দেবতা, লাঠির মত একাধিক সুপারহিট ছবি তিনি উপহার দিয়েছেন বাংলা সিনেমা জগতকে। তবে শুধুমাত্র বাংলাতেই নয়, বাংলার পাশাপাশি হিন্দি ছবিতেও অভিনয় করেছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়, শর্মিলা ঠাকুর আর সাবানা আজমির সঙ্গে 'দুসরি দুলহন' ফিল্ম খুব হিট হয়েছিল। সেই সঙ্গে 'জগার্স পার্ক' ছবিতে অভিনয়ের জন্য সেরা ক্রিটিক পুরস্কার লাভ করেছিলেন ভিক্টর। এছাড়াও ধর্মেন্দ্র, সানি ও ববি দেওয়ালের সঙ্গে 'আপনে' ছবিতেও অসাধারণ অভিনয়ের ছাপ রাখেন তিনি। পাশাপাশি ইরফান খান, রণবীর সিং, প্রিয়াঙ্কা চোপরা অভিনীত 'গুণ্ডে' সিনেমায় দাপটের সঙ্গে অভিনয় করেছিলেন তিনি।

সম্মান ও পুরস্কারের দিক থেকেও নেহাত কম কিছু কীর্তি নেই অভিনয়ের 'দেবতা'র। ১৯৮৪ সালে ডেভিড লিনেন পরিচালিত প্যাসেজ টু আমেরিকায় ডঃ আজিজ চরিত্রের জন্য জিতে নিয়েছেন ব্রিটেনের বাফটা সম্মান। এছাড়াও পেয়েছেন একাধিক সম্মান। ২৭ টি দেশের ৩১০০ টি এন্ট্রির মধ্যে প্রতিযোগিতায় নেমে 'হয়্যার নো জার্নিস এন্ড' তথ্যচিত্রের জন্য সিনেম্যাটোগ্রাফিতে তিনি জিতেছিলেন 'হিউস্টন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল গোল্ড অ্যাওয়ার্ড'। এছাড়াও ঘরে বাইরে ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করেছেন ভিক্টর। কিন্তু এবার তিনি লাভ করতে চলেছেন দেশের তৃতীয় অসামরিক সর্বোচ্চ নাগরিক সম্মান। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালেই ঘোষণা করা হয়েছে 'পদ্মভূষণ' প্রাপকদের নাম। আর সেখানেই জ্বল জ্বল করছে ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের নামও।

ভিক্টর বন্দ্যোপাধ্যায় ছাড়াও পদ্ম পুরস্কার লাভ করতে চলেছেন বিখ্যাত গায়ক ওস্তাদ রশিদ খান, মেলোডি কিং সোনু নিগম প্রমূখ বিশিষ্ট ব্যক্তিরা। তাহলে কি পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, বা গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের পথ অবলম্বন করে পদ্ম পুরস্কার নিতে অস্বীকার করতে চলেছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়ও? না তা একদমই নয়। বরং 'পদ্মভূষণ' সম্মান সাদরে গ্রহণ করবেন প্রবাদপ্রতিম অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়।

English summary
will veteran actor victor banerjee return padma honor
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X