For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'অর্জুন রেড্ডি'-র বলিউড রিমেক থেকে কেন বাদ গেলেন অর্জুন কাপুর! নেপথ্যের ঘটনা জানুন

গতকালই জানা গিয়েছে , তেলুগু ছবি 'অর্জুন রেড্ডি' -র বলিউড রিমেক থেকে বাদ গিয়েছেন অর্জুন কাপুর। একটা সময় জানা গিয়েছিল , অর্জুনের সঙ্গে ছবির পরিচালকের কথাবার্তা প্রায় পাকা হয়ে গিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

গতকালই জানা গিয়েছে , তেলুগু ছবি 'অর্জুন রেড্ডি' -র বলিউড রিমেক থেকে বাদ গিয়েছেন অর্জুন কাপুর। একটা সময় জানা গিয়েছিল , অর্জুনের সঙ্গে ছবির পরিচালকের কথাবার্তা প্রায় পাকা হয়ে গিয়েছে। কিন্তু শেষ মুহুর্তে কীভাবে অর্জুনকে সরিয়ে এন্ট্রি নিলেন শাহিদ, তা নিয়ে বহু প্রশ্ন উঠছিল।

অর্জুন রেড্ডি-র বলিউড রিমেক থেকে কেন বাদ গেলেন অর্জুন কাপুর! নেপথ্যের ঘটনা জানুন

[আরও পড়ুন:অর্জুনকে সরিয়ে 'অর্জুন রেড্ডি'-তে এন্ট্রি নিলেন শাহিদ, জানুন বিস্তারিত][আরও পড়ুন:অর্জুনকে সরিয়ে 'অর্জুন রেড্ডি'-তে এন্ট্রি নিলেন শাহিদ, জানুন বিস্তারিত]

জানা গিয়েছে, অর্জুনকে ছবি থেকে সরিয়ে দেওয়ার মূলে রয়েছেন ছবির পরিচালক সন্দীপ বাঙ্গা।সূত্রের দাবি, অর্জুন কাপুরের পছন্দ ছিল নাছবির পরিচালক সন্দীপকে। তাঁর দাবি ছিল, এই রকমের একটি বিগ বাজেট ছবিতে কোনও বলিউড পরিচালক রাখা হোক। কারণ দক্ষিণী পরিচালকরা বলিউড ছবিতে সেই প্রেক্ষাপট ধরে রাখতে পারবেন না বলেও দাবি ছিল অর্জুনের। একথা তিনি ছবির প্রযোজক অশ্বিন ভার্দে ও মুরাদ খেতানিকে জানান। আর তা জানার পরই অর্জুনকে সরিয়ে দেন প্রযোজকদ্বয়।

অর্জুনকে সরিয়ে দেওয়াতে ভাগ্য খুলে যায় শাহিদের। এরকম একটি বিগ বাজেটের ছবিতে সুযোগ পেয়ে যান শাহিদ। উল্লেখ্য, ৭ কোটি টাকা দিয়ে শুধু কেনা হয়েছে ফিল্মের সত্ত্ব। ছবিটি বলিউড ছাড়াও তামিলেও রিমেক করার প্রস্তুতি চলছে। ছবিতে একজন মেডিক্যাল স্টুডেন্টের প্রেম আর প্রেমে ব্যর্থ হয়ে ধ্বংসাত্মক পথে চলে যাওয়ার কাহিনি দেখানো হয়েছে। রাগ আর মদ একজনকে কীভাহবে শেষ করে দেয় তাই নিয়েই ছবি। আর এই ছবিটির হিন্দি রিমেকেই এবার দেখা যাবে শাহিদকে।

English summary
Why Was Arjun Kapoor Replaced By Shahid Kapoor in Arjun Reddy remake, heres the details
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X