For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কৃষকদের ‌সমর্থনে কেন চুপ প্রিয়াঙ্কা চোপড়া?‌ টুইটে প্রশ্ন মিয়া খলিফার

কৃষকদের ‌সমর্থনে কেন চুপ প্রিয়াঙ্কা চোপড়া?‌ টুইটে প্রশ্ন মিয়া খলিফার

Google Oneindia Bengali News

কৃষকদের আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন প্রাক্তন পর্নস্টার মিয়া খলিফা। তবে বলিউডের অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এখনও কেন কৃষকদের সমর্থনে কোনও টুইট করেননি তা নিয়ে সরাসরি প্রশ্ন তুললেন মিয়া। মিয়া তাঁর টুইটে কখন পিগি চপসকে '‌মিসেস জোনাস’‌, '‌প্রিয়াঙ্কা চোপড়া জোনাস’‌ বলে সম্বোধন করেছেন। যদিও এই পরিস্থিতি নিয়ে প্রিয়াঙ্কা ডিসেম্বরেই টুইট করেছিলেন।

কৃষকদের ‌সমর্থনে কেন চুপ প্রিয়াঙ্কা চোপড়া?‌ টুইটে প্রশ্ন মিয়া খলিফার


কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য নির্দিষ্ট কিছু সেক্টর থেকে মিয়ার সমালোচনা করা হয়েছে। সোমবার প্রাক্তন পর্নস্টার টুইটে বলেন, '‌কৃষক আন্দোলন নিয়ে প্রিয়াঙ্কা চোপড়া কেন কথা বলছেন না? মিসেস জোনাস কেন কৃষক আন্দোলন নিয়ে কোনও টুইট করছেন না? নিজের মতবাদ প্রকাশ করছেন না? কৃষক আন্দোলন নিয়ে ভারতবর্ষে যা চলছে, তা নিয়ে প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের বলার কিছুই নেই? আমি খুব কৌতুহল। প্রিয়াঙ্কা চোপড়া কেন নীরব?‌’‌ কৃষক আন্দোলনের শুরুতে প্রতিবাদীদের সমর্থনে টুইট করেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস দিলজিৎ দোসাঞ্জকে সমর্থন করে তিনি টুইটে লেখেন, '‌আমাদের কৃষকরা দেশের খাদ্য সৈনিক। কৃষকদের পাশে রয়েছি।’ যা নিয়ে কঙ্গনা রানাউতের তোপের মুখে পড়তে হয় প্রিয়াঙ্কাকে। দিলজিৎ-এর মতো স্থানীয় প্রতিবাদীদের সমর্থনে প্রিয়াঙ্কা কেন মুখ খুললেন, তা নিয়ে প্রশ্ন তোলেন কঙ্গনা। এমনকী, দিলজিৎ, প্রিয়াঙ্কাদের মতো মানুষ কৃষকদের তাতিয়ে দিয়ে, সেখান থেকে সরে যাচ্ছেন বলেও কঙ্গনা কটাক্ষ করেন।

গত সপ্তাহে কৃষকদের সমর্থনে এগিয়ে এসেছেন বহু আন্তর্জাতিক তারকা মহল। এঁদের মধ্যে মার্কিন পপ তারকা রিহানা, পরিবেশ আন্দোলনকারী গ্রেটা থুনবার্গ, আমান্ডা সিরনি, লেখক রুপি কউর ও অন্যান্যদের তালিকায় যোগ হয় মিয়া খলিফার নামও। তবে আন্তর্জাতিক মহলের নাক গলানো মোটেও ভালো নজরে দেখছে না ভারত সরকার।

বিগ বসের সদস্যদের সমর্থন করতে বাড়ির ভেতর প্রবেশ করবেন নতুনরাবিগ বসের সদস্যদের সমর্থন করতে বাড়ির ভেতর প্রবেশ করবেন নতুনরা

English summary
why priyanka chopra is silent about farmers protest ask mia khalifa
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X