For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেরলে কেন মোদী-সুনামি দেখা গেল না? জবাবে তোলপাড় ফেলে দিলেন জন

দেশজুড়ে মোদী-সুনামি উঠলেও, সপ্তদশ লোকসভা নির্বাচনে দক্ষিণপ্রান্তের কেরল গেরুয়া শিবিরের বিজয় রথ রুখে দিয়েছিল। লাল দূর্গ কেরলে সেভাবে ফুটতেই পারেনি পদ্ম।

  • |
Google Oneindia Bengali News

দেশজুড়ে মোদী-সুনামি উঠলেও, সপ্তদশ লোকসভা নির্বাচনে দক্ষিণপ্রান্তের কেরল গেরুয়া শিবিরের বিজয় রথ রুখে দিয়েছিল। লাল দূর্গ কেরলে সেভাবে ফুটতেই পারেনি পদ্ম। আর সেই প্রসঙ্গ নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে অভিনেতা জন আব্রাহামের উত্তর ঘিরে তোলপাড় শুরু হয়েছে।

কেরলে কেন মোদী-সুনামি দেখা গেল না? জবাবে তোলপাড় ফেলে দিলেন জন

কেরলের ভূমিপুত্র বলিউড তারকা জন আব্রাহাম। আর সেই জায়গা নিয়েই জনের সামনে উঠে আসে প্রশ্ন। লোকসভা নির্বাচনে কেরলে কেন মোদীর ঝড় ওঠেনি, তা নিয়ে প্রশ্ন উঠে আসতেই , জন আব্রাহাম বলেন ,' এটাই কেরলের সৌন্দর্য। বিভিন্ন সমস্যা থাকা সত্ত্বেও সেখানে ১০ মিটারের মধ্যেই শান্তিপূর্ণভাবে দেখতে পাওয়া যায় মসজিদ, মন্দির, চার্চ রয়েছে। যখন গোটা বিশ্ব মেরুকরণের শিকার, তখন কেরল ধর্মীর ও সাম্প্রদায়িক সদ্ভাবের শান্তিপূর্ণ উদাহরণ হিসাবে বেঁচে রয়েছে। '

প্রসঙ্গত, ২০১৯ লোকসভা নির্বাচনে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্্ন্ট কেরলে ২০ এর মধ্য়ে ১৯টি আসন জিতে যায়। দক্ষিণের এই রাজ্যে দাঁত ফোটাতে পারেনি গেরুয়া শিবির।

[রাজ্যের সঙ্গে টানাপোড়েন! ব্রিজের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করল রেলমন্ত্রক][রাজ্যের সঙ্গে টানাপোড়েন! ব্রিজের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করল রেলমন্ত্রক]

English summary
Why Modi fever didn't affected Kerala, John Abram gives answer.John's answer getting viral.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X