For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেকের মৃত্যুতে কেন নিজের জনপ্রিয় গান-ই বদলে ফেললেন কবীর সুমন?

কেকের মৃত্যুতে কেন নিজের জনপ্রিয় গান-ই বদলে ফেললেন কবীর সুমন?

  • |
Google Oneindia Bengali News

৩১ মে কলকাতায় নজরুল মঞ্চে পারফর্ম করতে করতে অসুস্থ হয়ে পড়েন জনপ্রিয় হিন্দি সঙ্গীত শিল্পী কেকে৷ তড়িঘড়ি তাঁকে আলিপুরের একটি অভিজাত হোটেল এবং সেখান থেকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালেই কেকে-কে মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনা অনেক সঙ্গীত প্রেমী ও শিল্পীকে ভাবিয়ে তুলেছে৷ কেকে-র মৃত্যুর পরই কলম ধরেছিলেন বাংলার সঙ্গীতশিল্পী কবীর সুমন। এবার কেকে-র মৃত্যুর উল্লেখ করে নিজের জনপ্রিয় গান-ই বদলে ফেললেন বাংলার সঙ্গীত শিল্পী কবীর সুমন৷

কয়েক ভচর আগে বাংলায় ভীষণ জনপ্রিয় হয়েছিল কবীর সুমনের লেখা একটি গান, 'এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো।' চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের বাংলা ছবি 'জাতিস্মর' ছবিতে এই গানটি প্রথম শোনেন ও দেখেন দর্শকরা৷ সোমবার নিজের এই বহুল সমাদৃত গানটিকেই কেকের জন্য বদলে ফেলে ফেসবুকে পোস্ট করেন কবীর সুমন।

ফেসবুকে ঠিক কী লিখেছেন কবীর সুমন?

ফেসবুকে ঠিক কী লিখেছেন কবীর সুমন?

নিজের জনপ্রিয় গান 'এ তুমি কেমন তুমি' কখনও কী উদ্দেশ্যে লিখেছিলেন সেটির বর্ণনা দিয়েছেন সোমবারের পোস্টে৷ কবীর সুমন লিখেছেন,
' "এ তুমি কেমন তুমি" গানটি কোনও ছবির জন্য বানাইনি। বানিয়েছিলাম একটি মেয়ের জন্য, একটি বিশেষ ছবির সাউণ্ডট্র‍্যাকে ব্যবহার হওয়ার ঢের আগে, অনেক আগে, ২০০৫ সালের এক গভীর রাতে, ফোনে মেসেজ করে করে। কোনও খাতায় বা পাতায় লিখিনি। হঠাৎ লিখতে শুরু করেছিলাম আমার ফোনে সরাসরি, আমার বুকে যত কান্না ধরা সম্ভব নয় তার চেয়েও বেশি কান্না নিয়ে, কীপ্যাড টিপে টিপে মেসেজ করে করে। তারপর সুর। এক পরিচালক আবদার করে চেয়ে নেন গানটি তাঁর ছবির জন্য। স্নেহের জায়গা থেকে দিয়ে দিয়েছিলাম।'

আরও যা লিখলেন কবীর সুমন

আরও যা লিখলেন কবীর সুমন

পোস্টে কবীর সুমন আরও লিখেছেন, ' গানটি নাম করে গিয়েছে। ছায়াছবিতে গানটি যে সুকন্ঠী বাঙালি গায়ক গেয়েছিলেন তিনিও। যাঁর জন্য গানটি (হুবহু একই কথায় একই সুরে) নির্মাণ করেছিলাম এবং গানটি যাঁকে প্রথম শুনিয়েছিলাম সেই মেয়েটি নিশ্চই চুপিচুপি হেসেছেন। হয়তো আজও হাসেন। নাকি এই শহরে আমার চেয়ে কুড়ি বছরের ছোট এক গায়কের (পড়ুন কেকে-র) মর্মান্তিক মৃত্যুর পর আমার মতো তিনিও লুকিয়ে কাঁদেন।

কেকে-র মৃত্যুতে শান্তি পাচ্ছেন না কবীর সুমন!

কেকে-র মৃত্যুতে শান্তি পাচ্ছেন না কবীর সুমন!

সোমবারের পোস্টে কবীর সুমন লিখেছেন,
'আমি শান্তি পাচ্ছি না। কিছুতেই না।
শান্তি খুঁজতে খুঁজতে আজ আমি গানটার কথা, লিরিক পাল্টাতে শুরু করলাম। ঐ সুরে ছন্দে এই লিরিক সমান উপযুক্ত। অনেক বছর আগে এক রাতে আমি যেমন ফোনের কীপ্যাড টিপেটিপে একটি গান মেসেজ করে করে পাঠিয়েছিলাম একটি মেয়েকে আজ তেমনি কীপ্যাড টিপেই ঐ গানের সুরের ওপর নতুন কথা বসিয়ে দিলাম। এই গানটি আমি নিজে প্রথমে গাইব। আর কাউকে দেবো না। আগে আমি গাইব, তারপর "কপিলেফট"।

ওয়ানইন্ডিয়া বাংলার পাঠকদের জন্য রইল কবীর সুমনের সম্পাদিত 'এ তুমি কেমন তুমি'

ওয়ানইন্ডিয়া বাংলার পাঠকদের জন্য রইল কবীর সুমনের সম্পাদিত 'এ তুমি কেমন তুমি'

' এ কেকে কেমন কেকে এই শহরে মরতে আসে
জেনে নাও কৃষ্ণকুমার এ-গান তোমায় ভালবাসে।
তোমাকে চিনতাম না জানতাম না তুমি এমন
আমার এই গানের সুরে হঠাৎ পাওয়া কান্না যেমন
শেষ গান গাইছ মৃত্যু দাঁড়িয়ে আছে তোমার পাশে -
এসেছো আগেও তুমি হয়তো হয়ে ছদ্মবেশী
কোনও এক জন্মে তুমি ছিলে আমার প্রতিবেশী।
এ শহর তোমারও ঘর তোমার শহর তোমার মাটি।
বাংলার লক্ষ ছেলেমেয়ের বুকে তোমার ঘাঁটি
ফিরবে তাদের কাছেই কলকাতাতেই ফিরে এসে।'

(কবীর সুমনের ফেসবুক পোস্টে কোনও রকম সম্পাদনা করেনি ওয়ানইন্ডিয়া বাংলা।)

তৃণমূলের 'চর’ আতঙ্কে কাঁপছে বিজেপি! নাড্ডার ডামাডোল মেটানোর বৈঠক ঘিরেও ভাঙন-জল্পনা তৃণমূলের 'চর’ আতঙ্কে কাঁপছে বিজেপি! নাড্ডার ডামাডোল মেটানোর বৈঠক ঘিরেও ভাঙন-জল্পনা

English summary
Why did Kabir Sumon change his popular song after the death of Kek?
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X