
ইশার বিয়েতে কেন অমিতাভ-অ্যাশদের খাবার পরিবেশন করতে হয়েছে! বিতর্ক ঘিরে উঠছে নয়া তথ্য
মুকেশ আম্বানির কন্যা ইশা আম্বানির বিয়ে ঘিরে একাধিক তথ্য প্রকাশ্যে আসে। প্রকাশ্যে আসে একাধিক ভিডিও। এরকমই ভাইরাল কিছু ভিডিওতে দেখা যায় , বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন থেকে মিস্টার পারফেকশনিস্ট আমির খান অতিথিদের খাবার পরিবেশন করছেন। আর সেই দৃশ্যের ছবি ভাইরাল হতেই তা নিয়ে নয়া বিতর্ক তৈরি হয়েছে।
|
আমিরি পরিবেশন
একটি ভিডিও-তে দেখা যায় আমির খান ইশার বিয়েতে অতিথিদের খাবার পরিবেশনে ব্যস্ত। এই ভিডিও ভাইরাল হতেই তা নিয়ে বেশ শোরগোল পড়ে যায়। সোশ্যাল মিডিয়ায় শুরু হয় ট্রোলিং।
|
অমিতাভের খাবার পরিবেশন
শুধু আমির খান নয় অমিতাভ বচ্চনকেও দেখা যায় খাবার জায়গায়। সেখানে নিজের হাতে খাবার পরিবেশন করতে দেখা যায় আমিতাভ বচ্চনকে। ঘটনাটি নিয়ে বিতর্ক উঠতেই , জানা যায়, ইশার বিয়েতে কন্যা পক্ষের হয়ে খাবার পরিবেশনে ব্যস্ত ছিলেন বিগ বি-রা। আর অতিথি অভ্যাগতদের আথিতেয়তায় এমন ভাবেই স্বাগত জানাতে অভ্যস্ত আম্বানি থেকে বচ্চনরা।
|
শ্লোকা-অ্যাশ
বিয়ের আয়োজনের মধ্যেই দেখা যায় আম্বানিদের বড় বউ শ্লোকা মেহতা ও বচ্চন পরিবারের বধপূ ঐশ্বর্য রাই একসঙ্গে অতিথি আপ্যায়নের ব্য়বস্থা করছেন।
|
অভিষেক-শাহরুখ
সোশ্যাল মিডিয়ায় শাহরুখ ও অভিষেকে বচ্চনেরও ছবি ভাইরাল হয়ে যায়। সেই ছবি ঘিরে রীতিমত শোরগোল পড়ে যায়।