For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গোল্ডেন গ্লোব পুরস্কার নিয়ে মঞ্চে আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন এম এম কিরাবাণী, জানুন তাঁর আসল পরিচয়

গোল্ডেন গ্লোব পুরস্কার নিয়ে মঞ্চে আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন এম এম কিরাবাণী, জানুন তাঁর আসল পরিচয়

  • |
Google Oneindia Bengali News

এস এস রাজা মৌলি ভারতের জন্য এক ইতিহাস তৈরি করল। আরআরআরের মাধ্যমেই দেশে এই প্রথমবার গোল্ডেন গ্লোব পুরস্কার এল। এই খবরে উচ্ছ্বসিত হয়ে পড়েছেন অনুগামীরা। এই সিনেমার নাটু নাটু গানটি সেরা মৌলিক গানের তালিকায় এসেছে। এম এম কিরাবাণী, কালা ভৈরব, ও রাহুল সিপলিগঞ্জের গান নিয়ে চারিদিকে যেন এখন হৈহৈ রব পড়ে গেছে। এই বিশেষ গানের সুরকার ও গায়কদের হয়ে মঞ্চে পুরস্কার নিতে উঠে ছিলেন এম এম কিরাবাণী। মঞ্চে উঠে কী জানালেন তিনি।

এম এম কিরাবাণী কী জানালেন

এম এম কিরাবাণী জানান, এই সম্মান পেয়ে তিনি আপ্লুত হয়ে পড়েন। এই গানের জন্য তিনি কালা ভৈরব, রাহুল সিপলিগঞ্জ, গীতিকার চন্দ্রবোসকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। সেই সঙ্গে সঙ্গে নিজের স্ত্রীকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন।

ছবি পোস্ট করেছেন তিনি

ছবি পোস্ট করেছেন তিনি

আরআরআর সিনেমার অফিসিয়াল টুইটার থেকে গোল্ডেন গ্লোব থেকে ট্রফি পাওয়া একটি ছবি তিনি শেয়ারে করেছেন। ছবিটি মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তবে নিশ্চয়ই আপনাদেরও জানতে ইচ্ছা করছে কে এই এম এম কিরাবাণী, জানুন এখান থেকে।

কে এম এম কিরাবাণী?

কে এম এম কিরাবাণী?

১৯৬১ সালের জুলাই মাসের ৪ তারিখ অন্ধ্র প্রদেশের কোভভুর শহরে জন্মগ্রহণ করেছিলেন। তিনি একজন সঙ্গীত পরিচালক, সুরকার, গীতিকার ও নেপথ্য সঙ্গীতশিল্পী হিসাবে কাজ করে থাকেন। তিনি মূলত তেলেগু ছবির গান গেয়ে থাকেন। তাছাড়া তিনি তামিল, কন্নড়, মালয়ালম ও হিন্দি ছবিতে কাজ করে থাকেন। তিনি এখন পর্যন্ত মোট ১৫০ টির বেশি সিনেমায় তিনি গান গেয়েছেন। বাহুবলি: দ্য বিগিনিং' (২০১৫) -তেও কাজ করেছিলেন তিনি। তবে এখানেই শেষ নয়, ২০১৭ সালে দ্য বাহুবলী ২-তে কাজ করেছেন।

কোন কোন পুরস্কারে সম্মানিত হয়েছিলেন

কোন কোন পুরস্কারে সম্মানিত হয়েছিলেন

এম এম কিরাবাণী ১৯৮০ সালের শেষের দিকে একজন সুরকার হিসাবে কাজ শুরু করেছেন। ১৯৯০ সালে মানসু মামাতো সিনেমায় কাজ করে তিনি খবরে আসতে শুরু করেছেন। তিনি শ্রেষ্ঠ পরিচালক হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। ১৯৯১ সালে তিনি সেরা সঙ্গীত পরিচালকের জন্য তামিলানাড়ু থেকে পুরস্কার জিতেছেন। এম এম কিরাবাণী প্রযোজক শ্রী বল্লীকে বিয়ে করেছেন। তিনি এম এম শ্রীলেখার ভাইও।

চলতি বছরে গোল্ডেন গ্লোবের বিজয়ীদের তালিকায় কারা রয়েছেন দেখুনচলতি বছরে গোল্ডেন গ্লোবের বিজয়ীদের তালিকায় কারা রয়েছেন দেখুন

English summary
who is singer mm keeravani do you know
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X