For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এই জনপ্রিয় সিনেমাগুলি হৃত্বিক রোশন রিজেক্ট করেছিলেন কিন্তু কেন?

এই জনপ্রিয় সিনেমাগুলি হৃত্বিক রোশন রিজেক্ট করেছিলেন কিন্তু কেন?

  • |
Google Oneindia Bengali News

বলিউড জনপ্রিয় অভিনেতা হৃত্বিক রোশন। কঠোর পরিশ্রম করে সিনেমা জগতে নিজের নাম করেছেন তিনি। কহো না পেয়ার হ্যায় সিনেমা দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন অভিনেতা। তারপর অনেক ছবি তাঁর ফ্লপ হয়েছিল। হিন্দি সিনেমা কোহি মিল গ্যায়া এবং ক্রিশ সিনেমা দিয়ে আবারও জনপ্রিয় হতে শুরু করে করেছিলেন অভিনেতা। তারপর থেকে অনেক ভালো ছবি অনুগামীদের উপহার দিয়েছিলেন তিনি। তবেই এই অভিনেতা অনেক সিনেমায় রিজেক্ট করেছিলেন। জেনে নিন সেই ছবির তালিকায় কী কী রয়েছে।

লগান

লগান

২০০১ সালে আশুতোষ গোওয়ারিকের সিনেমাটি বক্স অফিসে প্রচুর সাফল্য অর্জন করেছিলো। এখানে আমির খানের ভুবনের চরিত্রের জায়গা অভিনয় করার কথা ছিল হৃত্বিকের। কিন্তু সেই সময় অন্য সিনেমায় জন্য ব্যস্ত ছিলেন অভিনেতা। তাই এই সিনেমার অফার তিনি ফিরিয়ে দিয়েছিলেন।

বান্টি অর বাবলি

বান্টি অর বাবলি

২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত বান্টি অর বাবলি। ধুম টু সিনেমার আগে বান্টি ও বাবলির জন্য অভিনেতার সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি অফারটি রিজেক্ট করেছিলেন। কারণ তিনি সেই সময় মনে করেননি তিনি সিনেমা সেরা পছন্দ। তখন এই সিনেমায় অভিনয় করেন অভিষেক বচ্চন। সিনেমাটি যথেষ্ট জনপ্রিয় হয়েছিল।

রং দে বাসন্তী

রং দে বাসন্তী

রং দে বাসন্তী সিনেমায় কর্ণ সিংঘানিয়া চরিত্রের জন্য পরিচালকের প্রথম পছন্দ ছিলো হৃত্বিকে । কিন্তু এই চরিত্রে অভিনয় করেছিলেন আমির খান। হৃত্বিক সেই সময় ক্রিশ সিনেমা নিয়ে খুব ব্যস্ত ছিলেন। এই সিনেমায় অভিনয় করেছিলেন সোহালি খান, আমির খান, সারমান যোশি সহ অন্যান্যরা।

দিল চাতা হ্যায়

দিল চাতা হ্যায়

২০০১ সালে জনপ্রিয় সিনেমা দিল চাতা হ্যায়। সিনেমাটি পরিচালনার দায়িত্ব ছিলেন ফারহান আকতার। এই সিনেমায় করতে রাজি হননি হৃত্বিক । তাঁকে সিড চরিত্রের জন্য বলা হয়েছিল। তিনি তা রিজেক্ট করেছিলেন।

 ম্যা হুঁ না

ম্যা হুঁ না

২০০৪ সালে মুক্তি প্রাপ্ত সিনেমা ম্যা হুঁ না। ফারাহ খান সে এই সিনেমায় হৃত্বিক রোশনকে শাহরুখ খানের ছোট ভাইয়ের চরিত্রে অভিনয় করুক এমনটাই চেয়েছিলেন। কিন্তু অভিনেতা জানিয়েছিলেন এমন চরিত্রে অভিনয় করতে চান না তিনি। তাই সিনেমাটি রিজেক্ট করেছিলেন। তারপর জাহেদ খানকে এই চরিত্রের জন্য বলা হয়।

পিঙ্ক প্যান্থার টু

পিঙ্ক প্যান্থার টু

সিনেমাটি ২০০৯ সালে মুক্তি প্রাপ্ত সিনেমা। ধুম টু সিনেমাটি মুক্তি পাওয়ার পর ঐশ্বরিয়া এবং হৃত্বিকের জুটিকে খুব পছন্দ করে ফেলেছিলেন। তাঁরা যোদ্ধা আকবর এবং গুজারিশ ছবিতে কাজ করেছিলেন তাঁরা। পিঙ্ক প্যান্থার টু সিনেমায় অভিনয় করার জন্য হৃত্বিককে বলা হলেও তিনি সে প্রস্তাব ফিরিয়ে দেন। কারণ অন্য সিনেমা কাজে ব্যস্ত ছিলেন সে সময়।

 হিন্দি রিমেক অফ আই

হিন্দি রিমেক অফ আই

এই সিনেমার নির্মাতারা চেয়েছিলেন হৃত্বিক রোশন মূল চরিত্রে অভিনয় করুক। যদিও সিনেমাটি প্রত্যাখ্যান করেছিলেন অভিনেতা। এই সিনেমার পরিচালনার দায়িত্বে ছিলেন মহেশ বাবু।

ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস

ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস

এই সিনেমার প্রযোজক রব কোহেন হৃত্বিককে খুব পছন্দ করতেন। এবং যথেষ্ট প্রশংসা করেছিলেন সেই সময়। এটি একটি হলিউড মুভি। যদিও সিনেমাটি প্রত্যাখ্যান করেন অভিনেতা। কারণ তিনি বলিডউ সিনেমা মন দিতে করতে চেয়েছিলেন।

হ্যামলেট অ্যাডাপ্টেশন বাই তিগমাংশু ধুলিয়া

হ্যামলেট অ্যাডাপ্টেশন বাই তিগমাংশু ধুলিয়া

এই সিনেমাটিতে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন হৃত্বিক রোশন। যদিও সিনেমাটি তিনি প্রত্যাখ্যান করেন। এটি ছাড়াও হ্যামলেটের আরেকটি কাজও হাত ছাড়া করেছিলেন অভিনেতা। সিনেমাটি খুব জনপ্রিয় হয়েছিল।

বলিউডের শীর্ষস্থানীয় এই তারকাদের শখ কী, তা আপনি জানেন বলিউডের শীর্ষস্থানীয় এই তারকাদের শখ কী, তা আপনি জানেন

English summary
which movies did bollywood actor hrithik roshan reject do you know
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X