For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিগ বাজেটের ছবি হয়েও বক্স অফিসে সাফল্য করতে পারেনি বলিউডের এই সিনেমাগুলি

বিগ বাজেটের ছবি হয়েও বক্স অফিসে সাফল্য করতে পারেনি বলিউডের এই সিনেমাগুলি

  • |
Google Oneindia Bengali News

সিনেমা দেখতে কে না ভালোবাসেন। সে বাংলা হোক বা হিন্দি সিনেমা। তবে ছবির গল্প ভালো হওয়া চাই। চলতি বছরে অনেক ছবিই মুক্তি পেয়েছে, আবার অনেক সিনেমাই মুক্তি পাবে। পৃথ্বীরাজ, গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি, ধাকড় অনেক সিনেমাই মুক্তি পেয়েছে। তাছাড়াও এমন অনেক বিগ বাজেটের সিনেমা আছে যা তেমনভাবে সাড়া ফেলতে পারেনি বক্স অফিসে, তেমন লাভও করতে পারেনি। জেনে নিন সেই সিনেমাগুলি কী কী।

ধাকড়

ধাকড়

বক্স অফিসে সেভাবে লাভ করতে পারেনি 'ধাকড়' সিনেমাটি। সিনেমাটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন কঙ্গনা রানাউত। ছবিটি প্রযোজনা করেছেন দীপক মুকুট। ৮৫ কোটি বাজেটের সিনেমাটি বর্তমানে ২.৫৮ কোটি টাকা তুলতে পেরেছে বলে জানা গিয়েছে। ছবিতে কঙ্গনাকে এজেন্ট অগ্নির চরিত্রে দেখা যাচ্ছে। গুপ্তচর অগ্নি নিজের ভোল পালটে ফেলতে একেবারেই তৈরি। পাশাপাশি, যুদ্ধক্ষেত্রেও জন্যেও সে প্রস্তুত। কঙ্গনা রানাউত ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন দিব্যা দত্ত, অর্জুন রামপাল-সহ অন্যান্যরা।

 শানদার

শানদার

২০১৫ সালের কমেডি ছবি 'শানদার'। সিনেমায় অভিনয় করেছিলেন। সেসময় সিনেমাটি পরিচালনা করেছিলেন পরিচালক বিকাশ বহল। অনুরাগ কাশ্যপ, করণ জোহার, বিক্রমাদিত্য মোতওয়ানে ছিলেন প্রযোজনায় । ছবিটিতে অভিনয় করেছিলেন শহিদ কাপুর এবং আলিয়া ভাট, সহ পঙ্কজ কাপুর ও সঞ্জয় কাপুর-সহ অন্যান্যরা। ছবিটির বাজেট ছিল ৬৯ কোটি টাকা। তবে, বক্স অফিসে তেমন সাফল্য পাননি নির্মাতারা। তারা ৩৯.৪৮ কোটি টাকা সংগ্রহ করতে সক্ষম হয়েছিলেন।

সম্রাট পৃথ্বীরাজ

সম্রাট পৃথ্বীরাজ

চলতি বছরের জুন মাসের ৩ তারিখ মুক্তি পেয়েছে। সিনেমায় অভিনয় করেছেন অক্ষয় কুমার, সোনু সুদ, মানুষী চিল্লার, সঞ্জয় দত্ত -সহ অন্যান্যরা। সিনেমায় বেশ রাজকীয় লুকে দেখা মিলেছে বলিউড অভিনেতা অক্ষয় কুমারের।সিনেমায় পৃথ্বীরাজ চৌহানের চরিত্রে বলিউড অভিনেতা অক্ষয় কুমারের প্রবল সাহসিকতা দেখানো হলেও,সেখানে সঞ্জয় দত্ত ও সোনু সুদের সঙ্গে তাঁর যে দিঢ় বন্ধনকেও উল্লেখও করা হয়েছে। তাঁরা শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, বাইরেও তাঁদের রাজাকে সাহায্য ও রক্ষা করতে চেস্টা করেন। সিনেমাটির পরিচালনা করেছেন চন্দ্রপ্রকাশ দ্বিবেদী। যশ রাজ ফিল্মসের ব্যানারে এসছে সিনেমাটি। ছবিটি বিগ বাজেটের ছবি ছিল। ৩০০ কোটি টাকা বাজেটের তৈরি ছবিটি বক্স অফিসে ৭০ কোটি টাকাও তুলতে পারেনি বলে জানা গিয়েছে।

জিরো

জিরো

বলিউড সিনেমা 'জিরো' ছবিটিও একটি বিগ বাজেটের ছবি। এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ খান। ২০০ কোটি টাকা বাজেটে তৈরি করা হয়েছিল ছবিটি। বিশ্বব্যাপী মোট ১৭৮ কোটি টাকা বক্স অফিস থেকে তুলতে সক্ষম হয়েছিল এই সিনেমাটি।

 টিউব লাইট

টিউব লাইট

২০১৭ সালে মুক্তি পেয়েছিল 'টিউব লাইট' সিনেমাটি। সেই সময় ছবিটি পরিচালনা করেছিলেন কবির খান। ১৯৬২ সালের ভারত ও চীনের যুদ্ধের ওপর নির্ভর করে ছবিটি তৈরি হয়েছিল। এখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সলমন খান। সিনেমাটি তৈরি করতে নির্মাতাদের খরচ পড়েছিল ১৩৫ কোটি টাকা। ছবিটি বক্স অফিসে সাড়া ফেলতে পারেনি, সিনেমাটি ফ্লপ হয়েছিল।

সাওয়ারিয়া

সাওয়ারিয়া

২০০৭ সালে রোমান্টিক ছবি 'সাওয়ারিয়া' ছবিটি মুক্তি পেয়েছিল। সিনেমাটি পরিচালনার দায়িত্বে ছিলেন পরিচালক সঞ্জয় লীলা বনশালি। ১৮৪৮ সালের ছোট গল্প "হোয়াইট নাইটস" অবলম্বনে নির্মিত হয়েছিল সিনেমাটি। এখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন রণবীর কাপুর। ৪০ কোটি টাকার ছবিটি বক্স অফিসে মাত্র ১৮.৪৮ কোটি টাকা তুলতে সক্ষম হয়েছিল।

কলঙ্ক

কলঙ্ক

২০১৯ সালে রোমান্টিক ড্রামা সিনেমা 'কলঙ্ক' মুক্তি পেয়েছিল। সিনেমাটি পরিচালনা করেছিলেন অভিষেক বর্মণ । সিনেমায় অভিনয় করেছিলেন আলিয়া ভাট, বরুণ ধাওয়ান , সঞ্জয় দত্ত, মাধুরী দীক্ষিত থেকে আদিত্য় রায় কাপুর ও সোনাক্ষী সিনহা- সহ অন্যান্যরা। ১৫০ কোটি টাকা বাজেটের ছবিতে সেই সময়ে আয় হয়েছিল ৭৮ কোটি টাকা।

কাকইটস

কাকইটস

'কাকইটস' সিনেমাটি ২০১০ সালে মুক্তি পেয়েছিল। ৫০ কোটি টাকা বাজেটে তৈরি হয়েছিল ছবিটি, যা সেই সময়ে ফ্লপ হয়েছিল। ছবিটি পরিচালনায় ছিলেন অনুরাগ বসু। প্রযোজনায় ছিলেন রাকেশ রোশন। অভিনয়ে ছিলেন হৃতিক রোশন, বারবারা মরি, কঙ্গনা রানাওয়াত ও কবির বেদী-সহ অন্যানরা।

রাওয়ান

রাওয়ান

কিং খানের স্বপ্নের ছবি 'রাওয়ান' বক্স অফিসে নিজের জায়গা তৈরি করতে ব্যর্থ হয়েছিল। সিনেমাটি তৈরি করতে খরচ পড়েছিল ১৩০ কোটি টাকা। ২০১১ সালে সিনেমাটি মুক্তি পেয়েছিল। সিনেমাটি পরিচালনায় ছিলেন অনুভব সিনহা।

 বোম্বে ভেলভেট

বোম্বে ভেলভেট

২০১৫ সালে ক্রাইম থ্রিলার ছবি 'বোম্বে ভেলভেট' ছবিটি মুক্তি পেয়েছিল। ছবিটি পরিচালনা করেছিলেন অনুরাগ কাশ্যপ। ছবিটি ১২০ কোটি টাকা খরচ করে তৈরি হয়েছিল। বক্স অফিসে সেই ভাবে দাঁড়াতে পারেনি ছবিটি। মাত্র ৩৪ কোটি টাকা আয় করেছিলেন নির্মাতারা।

ইনস্টাগ্রাম প্রোফাইল হ্যাক!‌ সমস্যায় পড়লেন দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভুইনস্টাগ্রাম প্রোফাইল হ্যাক!‌ সমস্যায় পড়লেন দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু

English summary
which bollywood movie flops despite being a big budget cinema do you know
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X