• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শাহরুখ খান থেকে আলিয়া ভাটের পছন্দের ঘোরার জায়গা কোনটি, জানেন

  • |
Google Oneindia Bengali News

সারা বছর অক্লান্ত পরিশ্রম করার পর সকলেই ঘুরতে যেতে চান। ঘুরতে গেলে মানসিক ও শারীরিক তৃপ্তি আসে। ঘোরার আনন্দ সকলেই নিতে চান। তবে কাজ থাকার দরুণ তা সবসময় সবার পক্ষে যাওয়া সম্ভব হয় না। সেই তালিকায় নাম রয়েছে বলি তারকাদের। তাঁরা তাঁদের ব্যস্ততম সময় থেকে একটু সময় বার করে ঘুরতে যেতে চান। দেখে নিন বলিউডের এই তারকাদের ঘোরার পছন্দের জায়গা কোনটি।

রণবীর সিং

রণবীর সিং

বলিউডের জনপ্রিয় অভিনেতা হলেন রণবীর সিং। তিনি ছুটি পেলেই ঘুরতে বেড়িয়ে পড়েন। তিনি পাহাড়ের মনোরম শোভা উপভোগ করতে খুব ভালোবাসেন। সাদা বরফ ছুতে কে না ভালোবাসেন বলুন। অভিনেতার পছন্দের জায়গা হল সুইজারল্যান্ড।

 প্রিয়াঙ্কা চোপড়া জোনাস

প্রিয়াঙ্কা চোপড়া জোনাস

বলিউড, হলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে তালিকায় নাম রয়েছে প্রিয়াঙ্কার। তিনি ব্যস্ততম সময়ের মধ্যে সময় বার করে ঘুরতে যেতে পছন্দ করেন ইতালির তুস্কানিতে। এটি পৃথিবীর সব থেকে রোমান্টিক জায়গা। তাই এই জায়গায় ঘুরতে যেতে পছন্দ করেন অভিনেতা।

সলমন খান ও শাহরুখ খান

সলমন খান ও শাহরুখ খান

দাবাং খান ও কিং খানকে চেনেন না এমন মানুষের সংখ্যা আছে বলে মনে হয় না। তাঁদের দু'জনের পছন্দের ঘোরার জায়গা হল দুবাই। তাঁরা দুবাইয়ে ঘুরতে গেলে শপিং করবেন না তাই হয় নাকি। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব।

 পরিণিতী চোপড়া

পরিণিতী চোপড়া

পরিণিতী চোপড়ার পছন্দের ঘোরার জায়গা হল মলদ্বীপ। পরিণিতী ছাড়াও এই জায়গায় ঘুরতে যেতে পছন্দ করেন বলিউডের অনেক তারকারাই। এখানে গেলে পরিণীতি স্কুবা ড্রাইভিং করবেনই করবেন। এখানকার মনোরম সৌন্দর্য দেখার জন্য তিনি বার বার ছুটে আসেন।

মালাইকা আরোরা

মালাইকা আরোরা

মালাইকা আরোরা পছন্দের ঘোরার জায়গায় হল বালি। এই জায়গাটি ইন্দোনেশিয়ায় অবস্থিত। এখানে এত শান্ত পরিবেশ যেখানে সময় কাটাতে পছন্দ করেন মালাইকা। এখানে ১০০০ বছরেরও পুরনো প্রাচীন মন্দির রয়েছে। যা দেখার জন্য মালাইকা ছাড়াও আরও অনেক ঘুরতে আসেন।

আলিয়া ভাট

আলিয়া ভাট

আলিয়া ভাটকে সকলেই চেনেন। শুধু যে তিনি কাপুর পরিবারের বউমা তা নয় তিনি একজন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তা সকলের জানা। সদ্যই মা হয়েছেন অভিনেত্রী। এক সাক্ষাৎকারে একবার অভিনেত্রী জানিয়েছিলেন তিনি লন্ডন ঘুরতে খুব পছন্দ করেন। তাছাড়া বর্তমানে তার ঘোরার প্রিয় জায়গা হয়ে উঠছে নিউইয়র্ক। তবে তাছাড়াও যে জায়গাটি যেতে বেশি পছন্দ করেন তা হল মলদ্বীপ। যখন তিনি কাজের মাঝে বিরতি পান আর ঘুরতে যাওয়ার কথা ভাবেন তার সে সময়ে এই দুই জায়গার কথাই প্রথমে মনে আসে।

 দীপিকা পাড়ুকোন

দীপিকা পাড়ুকোন

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী হলেন দীপিকা পাড়ুকোন। অভিনেত্রী পাহাড় থেকে সমুদ্র সৈকত একটু বেশিই পছন্দ করেন। তাই তিনি ছুটি পেলেই ফ্রেঞ্জ রিভেরার বহিরাগত বালির সৈকত ভূগর্ভস্থ নদীগুলি সৌন্দর্য উপভোগ করতে স্বামী রণবীর সিং বা বান্ধবীদের সঙ্গে দেখানে ছুটে যান।

English summary
where do these bollywood stars like to travel do you know
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X