For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'গীতিকার' অটল পেয়েছেন কোন অনন্য সম্মান! ফিরে দেখা কিছু অজানা অধ্যায়

কার্গিল যুদ্ধ থেকে কান্দাহারে বিমান অপহরণ, পোখরানে পরমাণু নিরীক্ষণ, একাধিক অধ্যায়ে ভারতকে সদর্পে এগিয়ে নিয়ে গিয়েছিলেন অটলবিহারী বাজপেয়ী।

  • |
Google Oneindia Bengali News

কার্গিল যুদ্ধ থেকে কান্দাহারে বিমান অপহরণ, পোখরানে পরমাণু নিরীক্ষণ, একাধিক অধ্যায়ে ভারতকে সদর্পে এগিয়ে নিয়ে গিয়েছিলেন অটলবিহারী বাজপেয়ী। যতটা দুঁদে রাজনৈতিক নেতা ছিলেন তিনি, ততটাই সুবক্তা ছিলেন বিজেপির এই রাজনীতিক। আর এই সমস্ত পরিচিতির পাশাপাশি তিনি ছিলেন একজন অসামান্য সাহিত্যিক,তথা গীতিকারও।

গীতিকার অটল পেয়েছেন কোন অনন্য সম্মান! ফিরে দেখা কিছু অজানা অধ্যায়

[আরও পড়ুন:অটল বিহারীর প্রয়াণে শোকাহত বলিউড ,শেষ শ্রদ্ধা অমিতাভ থেকে লতার][আরও পড়ুন:অটল বিহারীর প্রয়াণে শোকাহত বলিউড ,শেষ শ্রদ্ধা অমিতাভ থেকে লতার]

অটলবাহারী বাজপেয়ীর লেখা কবিতাসমগ্র 'নয়ি আশা' -র কেয়কটি পংক্তিকে গানে রূপান্তরিত করা হয়। আর সেই সময় অটল রচিত গানটি গান গজল সম্রাট জগজিৎ সিং। 'কেয়া খোয়া কেয়া পায়া ' নামের গানের ভিডিও পরিচালনা করেন যশ চোপড়া ও ভিডিওতে অভিনয় করেন শাহরুখ। এই ভিডিওর গীতিকার হিসাবে 'নন ফিল্ম লিরিসিস্ট' ক্যাটাগোরিতে মনোনীত হন প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজেপেয়ী। এই ক্যাটাগোরীতে সেই বছর মনোনীত হন আনন্দ বক্সি, জাভেদ আখতারের মত ব্যক্তিত্বরাও। কিন্তু সেরার তকমা জিতে নেন অটলবিহারী বাজপেয়ী।

[আরও পড়ুন:'বাবা আমায় নিয়ে যেতেন মি.বাজপেয়ীর ভাষণ শোনাতে ', অটলবিহারীর প্রয়াণে আবেগঘন শাহরুখ][আরও পড়ুন:'বাবা আমায় নিয়ে যেতেন মি.বাজপেয়ীর ভাষণ শোনাতে ', অটলবিহারীর প্রয়াণে আবেগঘন শাহরুখ]

পরবর্তীকালে স্ক্রিন অ্যাওয়ার্ডের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে অটলবিহারীর হাতে তুলে দেওয়া হয় এই সম্মান। পরবর্তীকালে অনুষ্ঠানের জুরি সদস্যদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে একটি চিঠি পাঠান অটলবাহারী বাজপেয়ী। শুধু দেশনেতা নন 'গীতিকার' হিসাবে এমনই এক অনন্য অধ্যায় আসে অটলবিহারীর জীবনে।

[আরও পড়ুন:'পাকিস্তানে নির্বাচনে দাঁড়ালেও জিতবেন' বাজপেয়ীকে বলেছিলেন নওয়াজ শরিফ ][আরও পড়ুন:'পাকিস্তানে নির্বাচনে দাঁড়ালেও জিতবেন' বাজপেয়ীকে বলেছিলেন নওয়াজ শরিফ ]

English summary
When Prime Minister Atal Bihari Vajpayee won the Award for the Best non film lyricist.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X