ফের ভাইরাল 'ডান্সিং আঙ্কেল'-এর ছবি ! এবার খবর 'ভাইজান' সলমনকে ঘিরে
ইন্টারনেটে 'ডান্সিং আঙ্কেল' -কে নিয়ে উচ্ছাস উন্মাদনা এখনও অব্যাহত। বলিউড তারকা গোবিন্দার নাচের স্টেপ অনুকরণ করে রাতারাতি পরিচিতির আলোয় আসেন অধ্যাপক সঞ্জীব শ্রীবাস্তব। মধ্যপ্রদেশ সরকার ইতিমধ্যেই তাঁর জনপ্রিয়তাকে মাথায় রেখে, বিদিশা পৌরসভার ব্র্যান্ড আম্বাসডর হিসাবে সম্মান দিয়েছে তাঁকে। এবার সেই ডান্সিং আঙ্কেল সঞ্জীব শ্রীবাস্তব ফের একবার খবরের শিরোনামে। এবার যোগসূত্রটি 'সুলতান' সলমন খান।

গোবিন্দা থেকে অর্জুন কাপুরের মত বলিউড তারকারা ইতিমধ্যেই সঞ্জীব শ্রীবাস্তবের নাচের প্রশংসায় পঞ্চমুখ। সেই প্রশংসার জেরেও খবরে উঠে আসেন অধ্যাপক শ্রীবাস্তব। এবার বলিউড তারকা সলমন খানের সঙ্গে দেখা করে, ফের একবার সংবাদ শিরোনামে ডান্সিং আঙ্কেল। টোলিভিশন শো 'দশ কা দম' অনুষ্ঠানের সেট-এ গিয়ে সলমনের সঙ্গে সপরিবারে দেখা করেন অধ্যাপক। ভাইজান সলমনের সঙ্গে সাক্ষাতের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। আর ছবি পোস্ট হতেই তা ভাইরাল হতে শুরু করে দেয়।
Me & My Family with @BeingSalmanKhan Bhai on sets of @duskadum2018 @SonyTV #DancingUncle #SalmanKhan #SanjeevShrivastava #SanjeevSrivastva #Aapkeaajanese #India #GovindaUncle #Bollywood pic.twitter.com/Ep3pIus6cl
— Sanjeev Shrivastava (@DabbutheDancer) June 7, 2018
শ্যুটিং সেট-এ সলমনের সঙ্গে দেখা করেন অধ্যাপক সঞ্জীব শ্রীবাস্তব, তাঁর স্ত্রী অঞ্জলি ও দুই পুত্র। উল্লেখ্য, এক বিয়ের অনুষ্ঠানে গোবিন্দার বিখ্যাত গান 'আপ কে আজানে সে' -এর তালে পা মিলিয়ে নাচ করেছিলেন সঞ্জীব। সেই নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়। নাচের নিপুণ ধরণ সকলকে অবাক করে দেয়। রাতারাতি ভাইরাল হয়ে যায় ভিডিও। ইন্টারনেট সেনসেশন হয়ে ওঠেন ডান্সিং আঙ্কেল সঞ্জীব শ্রীবাস্তব। অনেকে এখন তাঁকে 'গোবিন্দা আঙ্কেল' বলেও সম্বোধন করছেন।