For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রেখাকে অমিতাভের বিরুদ্ধে প্রার্থী করতে চেয়েছিলেন অটল! কী বলেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী

তিনি রাজনীতির মানুষ। রাজনীতির আঙিনায় তাঁর দাপট এক একটি অধ্যায় রচনা করেছে। রাজনীতির পাশাপাশি সাহিত্যের চর্চা তিনি যেমন করতেন, তেমনই বলিউডেরও গুণমুদ্ধ ছিলেন অটলবিহারী বাজপেয়ী।

  • |
Google Oneindia Bengali News

তিনি রাজনীতির মানুষ। রাজনীতির আঙিনায় তাঁর দাপট এক একটি অধ্যায় রচনা করেছে। রাজনীতির পাশাপাশি সাহিত্যের চর্চা তিনি যেমন করতেন, তেমনই বলিউডেরও গুণমুদ্ধ ছিলেন অটলবিহারী বাজপেয়ী। দিলীপ কুমার হোন বা যশ চোপড়া , অটলবিহারী ছিলেন বহু বলিউড তারকারই গুণগ্রাহী। তবে স্টারদের ভক্ত হলেও, বিরোধী শিবিরের সমর্থক কোনও বলিউড ব্যক্তিত্বকে রাজনৈতিক আঙিনায় ছেড়ে কথা বলেননি অটলবিহারী বাজপেয়ী।

রেখাকে অমিতাভের বিরুদ্ধে প্রার্থী করতে চেয়েছিলেন অটল! কী বলেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী

[আরও পড়ুন:'গীতিকার' অটল পেয়েছেন কোন অনন্য সম্মান! ফিরে দেখা কিছু অজানা অধ্যায়][আরও পড়ুন:'গীতিকার' অটল পেয়েছেন কোন অনন্য সম্মান! ফিরে দেখা কিছু অজানা অধ্যায়]

সময়টা আশির দশক। সেই সময়ে কংগ্রেসের তরফে এলাহাবাদ থেকে জিতে সাংসদ হল বলিউড স্টার অমিতাভ বচ্চন। তবে সেই সময় কংগ্রেস তথা গান্ধী পরিবারের সঙ্গে বোফোর্স কাণ্ডের নাম জড়ানোয় বিপাকে পড়েন অমিতাভ। ধীরে ধীরে রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসতে থাকেন তিনি। শেষে ইস্তফা দেন অমিতাভ বচ্চন। অমিতাভের ইস্তফার পর,তাঁকে রাজনৈতিক প্রেক্ষাপটে আক্রমণ শানান অটলবিহারী বাজপেয়ী। প্রশ্ন তোলেন ,অমিতাভের গতিবিধি সম্পর্কে বহু প্রশ্ন তোলেন।

[আরও পড়ুন:'বাবা আমায় নিয়ে যেতেন মি.বাজপেয়ীর ভাষণ শোনাতে ', অটলবিহারীর প্রয়াণে আবেগঘন শাহরুখ][আরও পড়ুন:'বাবা আমায় নিয়ে যেতেন মি.বাজপেয়ীর ভাষণ শোনাতে ', অটলবিহারীর প্রয়াণে আবেগঘন শাহরুখ]

এরপরবর্তী পর্যায়ে এক সাক্ষাৎকারে অটলবিহারীকে প্রশ্ন করা হয় যে, তাঁকে যদি অমিতাভের বিরুদ্ধে ভোটে দাঁড়াতে বলা হয়, তাহলে তিনি কী করবেন?উত্তরে বাজপেয়ী জানান, অমিতাভের বিরুদ্ধে প্রার্থী হিসাবে রেখাকে প্রস্তাব দেওয়া যেতে পারে। তিনি বলেন '.. আমি অভিনেতাদের সঙ্গে লড়তে পারব না। অভিনেতাদের সঙ্গ বন্ধুত্ব হওয়া ভালো কিন্তু বন্ধুত্ব যেন রাজনীতিকে প্রভাবিত না করে সেদিকে নজর রাখতে হবে।'

[আরও পড়ুন: বাজেপেয়ীকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়েও অসহিষ্ণুতার শিকার, আক্রান্ত স্বামী অগ্নিবেশ][আরও পড়ুন: বাজেপেয়ীকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়েও অসহিষ্ণুতার শিকার, আক্রান্ত স্বামী অগ্নিবেশ]

English summary
When Atal Bihari Vajpayee wanted Rekha to contest against Amitabh Bachchan in elections
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X