For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

KIFF-এ বাংলা বলে মাতিয়ে দিলেন শাহরুখ খান, সিনেমা নিয়ে কী বললেন তিনি

KIFF-এ বাংলা বলে মাতিয়ে দিলেন শাহরুখ খান, সিনেমা নিয়ে কী বললেন তিনি

  • |
Google Oneindia Bengali News

আজ আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের ২৮তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে অনেক চলচ্চিত্র তারকা উপস্থিত ছিলেন। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শাহরুখ খান ও রানি মুখোপাধ্যায়ের সঙ্গে অনেক বলি তারকাকেই দেখা গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উভয় তারকাকে স্বাগত জানাতে দেখা গিয়েছে। রানি ও শাহরুখ খান ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শত্রুঘ্ন সিনহা সহ আরও অনেক বড় চলচ্চিত্র তারকারা। উৎসবের সময় কী জানালেন কিং খান।


রানিকে দিয়ে বাংলা লিখিয়েছেন কিং খান

রানিকে দিয়ে বাংলা লিখিয়েছেন কিং খান

কলকাতা কিং খানের উপস্থিত নিয়ে আগ্রহের শেষ ছিল না সিনেমা প্রেমীদের। দু'বছর পর কলকাতায় এসে ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে দেখে তাঁকে দেখে আত্মহারা হয়ে পড়েছিলেন অনুগামীরা। সেই সঙ্গে কিং খানের মুখে বাংলা শুনে অবাক হয়েছেন অনেকেই। অভিনেতা জানান, দিদিকে প্রমিস করেছিলাম বাংলা বলবো, তাই আজ আমি বাংলাই বলবো। আমি রানিকে দিয়ে বাংলা লিখিয়েছি। যদিও আমি ভালো বাংলা বলি তাহলে আপনার আমার প্রশংসা করবেন। আর যদি আমি ভুল বলি তাহলে রানির দোষ। অভিনেতার এই কথা শুনে হেসে কুটিপাটি হলেন অনুগামীরা।

কী জানালেন অভিনেতা

কী জানালেন অভিনেতা

তিনি আরও বলেন, কলকাতায় আসতে পেরে আমার খুব ভালো লাগছে। রানিকে দেখে আমি খুব খুশি হয়েছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় দিদি, অভিতাভ জি, কুমার শানু, ভাট সাহেবকে দেখে আমি খুব খুশি। দু'বছর বাদে এখানে এসে আমি খুব আনন্দিত হয়েছি, এটা সত্যি বলছি।

বাংলায় কথা বললেন অভিনেতা

বাংলায় কথা বললেন অভিনেতা

সম্প্রতি, পাঠান সিনেমার বেশরম রঙ গানটি নিয়ে তোলপাড় শুরু হয়েছে। মধ্যপ্রদেশ সরকারের তরফে সিনেমাটি নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। বিতর্ক সৃষ্টি হয়েছে দীপিকা পাড়ুকোনের গেরুয়া রঙের পোশাক পড়া নিয়েও। অনেকেই এটিকে ধর্মের অবমাননা করা হচ্ছে বলে জানিয়েছে। শাহরুখ জানান, কলকাতার রাষ্ট্রদূত বলে নয় কলকাতায় এসে ভালোবাসা কুড়িয়েছেন তা তিনি অন্য কোথাও পাবেন না। এটা ভালোবাসার শহর। অভিনেতার পুরো কথার অধিকাংশ বাংলাতে বলতে শোনা যায়।

 সিনেমা নিয়ে কী জানালেন শাহরুখ খান

সিনেমা নিয়ে কী জানালেন শাহরুখ খান

একটি ছবির মাধ্যমে একটি মানুষের প্রত্যেকটি দিন তুলে ধরা যায় খুব সহজে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে হীন এবং সংকীর্নতা মনোভাব মানুষের জীবনে আসে একটি ছবি সেটা ভেঙ্গে দিয়ে বড় জগতের খোঁজ দিতে পারে। একটি সিনেমার মাধ্যমে ভ্রাতৃবোধ ও ভালোবাসা ছড়ানো যায়। আমরা সবাই মিলে একটি দারুণ পৃথিবী গড়ে তুলি। কলকাতায় হোক সেই জায়গার প্রথম সূচনা। এমনই মন্তব্য করলেন কিং খান।

কী মন্তব্য করলেন কিং খান

কী মন্তব্য করলেন কিং খান

অভিনেতাকে কুমার শানু থেকে অরিজিৎ সিংকে ধন্যবাদ বলতে দেখা যায়। পাশাপাশি শাহেনশার সঙ্গে খুনসুটি করতেও একদমই ভোলেনি তিনি। অভিনেতা এখনও আশাবাদী। অভিনেতা জানান, সমস্ত খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে। আমরা বর্তমানে সবাই ভালো আছি। এখনও ওকে সুমনোভাবাপন্ন মানুষ বেঁচে আছে। যা হবে তা ভালোই হবেই।

ছবি সৌ:ফেসবুক

English summary
what did shah rukh khan say about the movie at the international kolkata film festival
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X